শিখুন C++ এর A to Z [পর্ব- ২৬] :: Pass by reference and value with pointer

শিখুন C++ এর A to Z

সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের  27 তম পর্বে Pass by reference and value with pointer  নিয়ে আলোচনা করেছি  । পয়েন্টার হচ্ছে এমন যে আমাদের যেমন অঙ্ক ধরনের ভেরিএবল থাকে এবন সেখানে আমরা যেকোনো ধরনের ভ্যালু রাখতে পারি আর পয়েন্টার হচ্ছে এই ভারিএবল গুলোর যে মেমোরি অ্যাড্রেস আছে সেতাকেই তার ভ্যেলু হিসেবে নিতে পারে এবং আমাদের সেই অ্যাড্রেসটাকে রান করে দেখাতে পারে।আমরা যদি কোন ফাংসনে কোন রেফারেন্স পাছ করতে চাই সেক্ষেত্রে আমরা পয়েন্টার ব্যবহার করার মাধ্যমে করতে পারি।  এটা ব্যবহার করার ফলে আমাদের প্রগ্রামকে যেমন সাজাতে পারবো ঠিক তেমনি প্রগ্রামকে অনেক সহজ করে দেয়।তো আজকের পর্বে দেখবো কিভাবে আমরা Pass by reference and value with pointer   আমাদের প্রোগ্রাম এ কিভাবে ব্যবহার করতে পারি  ।  সি++ এটার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আমরা যেমন এখন প্রাথমিক পরজায়ের প্রোগ্রাম গুলো শিখছি পয়েন্টার  প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সি++ অনেক গভির পর্যায় পর্যন্ত এটার বহুল ব্যবহার হয়ে থাকে।আমি একদম সহজ ভাবে তুলে ধরেছি  আশা করি আজকের টিউটোরিয়াল টি বুঝতে  কোন সমস্যা হবেনা।   আর একটা বিষয় মনে রাখতে হবে সি++ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম বারবার টেস্ট করতে হবে কি কি ভুল হচ্ছে সে গুলো ঠিক করার জন্যে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।

এই পর্বটি বুঝতে সমস্যা হলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।

সৌজন্যে ঃ টেক শিক্ষা

ফেসবুকে আমি  ঃ Mustakim Billah Hemel

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস