এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-৩)

আজ আমি শিখাবো ইংরেজী এর কিছু গুরুত্বপুর্ন নিয়মাবলী। তা নিচে তুলে ধরা হলঃ

১। দুজনের মধ্যে তুলনা বুজালে each other এবং অনেকের মধ্যে তুলনা বুঝালে one another বসে।
যেমনঃ
Rahim & karim quarreled with each other.
(এখানে ২ জন কে বুঝান হয়েছে)
They quarreled with one another
(এখানে অনেক কে বুঝান হয়েছে)

২। ছোট স্থানের পূর্বে at বসে , বড় স্থানের পুর্বে in বসে।
যেমনঃ
Simanto lives at Dhaka( ছোট স্থান) in Bangladesh( বড় স্থান)

৩। দুয়ের মধ্যে বুঝালে between এবং অনেকের মধ্যে বুঝালে among বসে
যেমনঃ
Give these mangoes between two brothers.(2 জন)
Give these mangoes among them.(অনেক)

৪ NO এবং NOT এর মধ্যে পার্থক্যঃ
no হল adjective,Not হল adverb
যেমনঃ
আমার কোন বই নাই-I have no book (এখানে no adjective,এটি দ্বারা সংখ্যা বুঝানো হয়েছে)
আমার একটি ও বই নাই-I have not a book(এখানে not adverb,কারন এখানে a একটি adjective. not এই adjective "a" কে নির্দেষ করছে।তাই not adverb)

৫। কোন কিছু অস্বিকার করা বুঝালে refuse বসে,সত্য অস্বীকার করা বুঝালে deny বসে।যেমনঃ
Simanto Romel refused to help me (স্বাভাবিক ভাবে অস্বীকার)
He denied that he didn't take the money (সত্য অস্বীকার)

৬।জড় পদার্থ ডুবে যাওয়া বুঝালে sink বসে। চেতন পদার্থ ডুবে যাওয়া বুঝালে drown বসে।
যেমনঃ
The man drowned yesterday.(চেতন)
The ship sank yesterday.(জড়)

৭।তরল পদার্থ নিক্ষেপ করা বুঝালে split বসে, কঠিন পদার্থ নিক্ষেপ করা বুঝালে throw বসে।
He threw the ball (কঠিন পদার্থ)
He split the cough (তরল পদার্থ)

৮। very এবং much এর মধ্যে পার্থক্যঃ
countable noun এর পুর্বে much বসে,uncountable noun এর পুর্বে very বসে.
যেমনঃ
This is very interesting.(uncountable noun)
I have caught much fish.(countable noun)

আজ এ পর্যন্তই থাক।আগামী class এ আরো মজার কিছু নিয়ে হাজির হব।
কেমন লাগলো জানাবেন।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এগিয়ে যান আমরা আছি………

Level 0

রোমেল ভাইকে ধন্যবাদ , আপনার প্রচেষ্টা ভাল। তবে কারো যদি FM Method বা MB Method জানা থাকে তাহলে শেয়ার করতে পারেন।

Level 0

jotil.

এগিয়ে যান স্যার,
দেখি কতদুর যেতে পারি আপনার সাথে,ধন্যবাদ।

উপস্থিথ স্যার, ক্লাশে আছি আশা করি আপনার এই ক্লাশ এক টি ও মিস হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।

Level 0

খুব ভাল এবং সাহসী উদ্দ্যেগ।
ধন্যবাদ।

আমি মনে হয় বড় ভাগ্যবাদ কারণ আমার নাম সব যায়গায় কম বেশি থাকে। 🙂 🙂
ধন্যবাদ শেয়ার করার জন্য।

জটিল টিউন। খুবই ভাল হয়েছে।

রোমেল ভাই প্রতি ১০ পর্ব এর পর একটা পিডিএফ বই রিলিজ করবেন। এই লেখাগুলো দিয়ে

    চেষ্টা করবো। অনেক কিছু লিখছি তো তাই সময় পেলে অবশ্যই করবো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত পোষন করার জন্য।

Level 0

ভাল লাগল আপনার tune টা ধন্যবাদ আপনাকে।

আপনার সেনটেন্সে কিছু সমস্যা আছে মনে হয়। যেমন:

They are quarreled with one another হবে দে কোয়ারেল্ড উইথ ওয়ান অ্যানাদার // ‘আর’ হবে না।
Simanto live at Dhaka, সীমান্ত লিভ নয়, লিভ্‌স্ হবে।

থ্যাংস্‌।

    ধন্যবাদ মুন্না ভাই।অনেক অনেক ধন্যবাদ আমার ভুল টা খেয়াল করার জন্য।আমি আহাম্মকের মত ভুল করেছি।আমি খেয়াল করিনি।দুঃখিত

প্রোগ্রামিং ছেড়ে হঠাৎ করে ইংরেজি !
কাহীনি কি?
ইংরেজি কোচিং দেয়াও কি শুরু করেছেন?

    প্রোগ্রামিং করতে করতে হাপিয়ে উঠেছি।তাই ভাবলাম অন্য ধারার পোষ্ট করি। কেন , এটা কি খারাপ লাগছে মাসফি?

    ভাই খারাপ হবে কেন,মাঝ পথে থামলে হবে না চালিয়ে যান।

    চালিয়ে যাব আশা করি

জোশ হয়েছে। চালিয়ে যান।

ভাই, এস.এস.সি এবং এইচ.এস.সি লেভেলের স্টুডেন্টদের ইংরেজি + ভোকাবুলারি শেখার ভাল কোন ভিডিও টিউটোরিয়াল (বা টিউটোরিয়াল সিরিয়াল) এর ডাউনলোড লিংক দিতে পারেন … টরেন্ট হলে আরও ভাল হয় …

Level 0

ভাল উদ্দ্যেগ ! স্যার যদি পানি নিক্ষেপ করি সে ক্ষেত্রে কি split ব্যবহার হবে ?

syed jafarullah
Qatar.Doha .

আপনাকে ধন্যবাদ