ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৩: ড্যাসবোর্ড পরিচিতি)

ব্লগারে সম্পূর্ণ ব্লগ তৈরি

প্রথমদ্বিতীয় পর্বে আমরা ব্লগ তৈরি ও পোস্টিং এডিটর সম্পর্কে আলোচনা করেছিলাম।আজ আমরা ব্লগারের ড্যাসবোর্ড এর সাথে পরিচিত হব।আমি পোস্ট সুন্দরভাবে বুঝার সুবিধার্থে ড্যাসবোর্ডের Settings ও Design অপশান দুটি বাদে বাকীগুলাকে নিয়ে আলোচনা করলাম।এই দুটোর সম্পর্কে পরবর্তী পোস্টে আলোচনা করব ইনশাআল্লাহ্‌।চলুন দেখে নেই ব্লগারের ড্যাসবোর্ডে কি আছে?ব্লগারে লগিন করলে প্রথমে যে পেইজটি ওপেন হবে সেটিই ড্যাসবোর্ড(Dashboard).

  • ভাষা পরিবর্তন(Language): ব্লগের ড্যাসবোর্ড বা অন্যান্য লেখাসমুহ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই অপশানের মাধ্যমে ইংরেজি বা অন্যান্য ভাষায় তা পরিবর্তন করতে পারেন।
  • প্রোফাইলঃ আপনার ব্যাক্তিগত বিবরণ,শিক্ষা,যোগাযোগের ঠিকানা,পছন্দ ইত্যাদি আপনি এখানে সেট করে দিতে পারেন। Edit Profile এ ক্লিক করে আপনি তথ্যসমুহ হালনাগাদ করে দিতে পারেন।যদি আপনি আপনার প্রোফাইল গোপন করে রাখতে চান তাহলে শুধু Privacy অপশানের Share my profile এ চেকবক্সটি উঠিয়ে নিন।বাকীগুলা আপনি নিজেই বুজবেন।
  • নতুন ব্লগ তৈরিঃ আপনি এই ইমেল দিয়ে যদি আরো ব্লগ বানাতে চান তাহলে Create a Blog এ ক্লিক করে বানাতে পারবেন।
  • নতুন পোস্ট এর ব্যাপারে আগের পোস্টে বিস্তারিত বলেছিলাম।
  • পোস্ট এডিট(Edit Post): আপনি যদি পুর্বে প্রকাশিত কোন পোস্ট এডিট করতে চান তাহলে Edit Post এ ক্লিক করতে হবে।এবার যে পোস্টটি এডিট করতে চান সেটির বাম পাশে Edit লেখাতে ক্লিক করবেন।এছাড়া আপনি প্রকাশ করেননি,সংরক্ষিত আছে এমন পোস্টও এডিট করতে পারবেন।

  • পৃষ্ঠা এডিট (Edit Page): এই অপশানের সাহায্যে আপনি ব্লগের জন্য আলাদা পৃষ্ঠা বানাতে পারবেন এবং সেগুলো উপরে বা পাশে পছন্দনীয় স্থানে বসাতে পারবেন।

  • মন্তব্যসমুহ(Comments): আপনার ব্লগের কোনো পোস্টে কেউ যদি মন্তব্য করে তাহলে আপনি তা এখানে দেখতে পাবেন।আপনার ব্লগের ভিজিটর দের করা সব কমেন্ট আপনি এখান থেকে সরাসরি পর্যবেক্ষন বা মুছে ফেলতে পারবেন।আপনার ব্লগের কোনো স্পাম কমেন্ট হলে সেটি ব্লগার অটোমেটিক ব্লক করে দিলেও আপনি এখানে তা দেখতে পাবেন ব্লগ ভিজিট না করেই।

  • মানিটাইজ(Monetize): আপনার ব্লগের সাহয্যে আয়ের জন্য এই অপশান ব্যবহার করতে পারেন।মুলত আমাজন এবং গুগল এডসেন্স এর এডস সমুহ আপনার ব্লগে প্রদর্শন করে আয় করতে পারেন।ডিফল্ট হিসেবে এখানে আমাজন দেয়া থেকে।আম্যাজন.কম মুলত অনলাইনে বিভিন্ন পন্য শপিং এর সাইট। আম্যাজন.কম এর এডস দেখানোর জন্য কোনো আবেদন করতে হয় না শুধু নতুন রেজিস্টার করলেই হয়। এই অপশানে এডসেন্স যোগ করতে হলে আপনার এডসেন্স এপ্রুবাল একাউন্ট থাকতে হবে।এডসেন্স সম্পর্কে পরে না হয় একটা পোস্ট দিবো। আপাতত আম্যাজনের এডসমুহ আপনার ব্লগে প্রদর্শন করতে চাইলে করতে পারেন।তবে আম্যাজনে আয় করা টাকা সম্ভবত তোলা যায় না তবে তা ব্যবহার করে অনলাইনে শপিং করা যায়।প্রথমে I want to create a new Associates ID এ ক্লিক করে পরবর্তী ধাপসমুহ সঠিকভাবে পূরন করে তা আপনার ব্লগে যুক্ত করতে পারেন।

  • ব্লগ ট্রাফিক পর্যবেক্ষন(Stats): আপনার ব্লগের দৈনিক কত ভিজিটর এল বা কোন পোস্ট সবচেয়ে বেশী দেখা হয়েছে তা এই অপশানের মাধ্যমে দেখা যায়।এটা ছাড়া কোন কোন সাইট বা সার্চইঞ্জিন থেকে ভিজিটর এল,কী কী কীওয়ার্ড সার্চ করে ব্লগে আসলো,ভিজিটরদের দেশ,ভিজিটরদের ব্যবহৃত অপেরেটিং সিস্টেম ও ব্রাউজার এই অপশানের মাধ্যমে জানা যায়।এই অপশানটা আমার কাছে খুবেই প্রিয়।এটা দেখে আপনি বুজতে পারবেন সার্চইঞ্জিন সাধারনত কি কীওয়ার্ডের ভিত্তিতে কন্টেন্ট খোজে এবং সেই অনুযায়ী পোস্ট করলে ব্লগের ভিজিটরসংখ্যা বাড়ে।এটা সম্ভবত গুগল এন্যালাইটিক্স এর টুলস।

এছাড়া বাকীগুলা হচ্ছে রিডিং লিস্ট অর্থাৎ আপনি অন্য ব্লগের খবর নিয়মিত এখানে রাখতে চান যাতে আপনার ড্যাসবোর্ডে ঢুকলে ওইসব ব্লগের লেটেস্ট খবর দেখতে পান।যেমন আপনি আমার ব্লগের খবর নিয়মিত এখান থেকেই পেতে চান তাহলে ADD এ ক্লিক করে আমার ব্লগের URL ( http://www.ebooksdunia.blogspot.com/) টি কপি করে দিয়ে ফলো করলেই হবে।আর MANAGE বাটনে ক্লিক করে যে ব্লগগুলো ফলো করলেন সেগুলোর সেটিংস পরিবর্তন করতে পারেন। গুগল রিডার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে রনি ভাইয়ের এই পোস্টটা দেখতে পারেন।

আগামী পর্বে আমরা Settings ও Design নিয়ে আলোচনা করব

----ধন্যবাদ

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ভাল হইতেছে আপনার টিউটোরিয়ালটা,
আপনার সাথে আছি,চালিয়ে যান আপনি।
টিউটোরিয়াল ২য় পর্বে কমেন্ট করেছিলাম একটু দেখবেন।
অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালের জন্য।

Level 0

Thank’s for your tunes.

ভাই আপনার http://ebooksdunia.blogspot.com/ দেখলাম টিউটোরিয়াল এ যদি আপনার সাইটা তুলে ধরেন বেশী ভাল হত।

ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ। সাথে থাকুন। আমি ব্লগারের যতটুকু জানি সবকিছুই পোস্টে তুলে ধরব।

Level 0

ব্লগার এ বিভিন্ন রকম widget, facbook profile badge, twitter profile badge, chat room, counter কিভাবে যোগ করতে হয় তা বিস্তারিত দেখার জন্য আমার ব্লগ এ আমম্ন্রন রইল।
http://earnerblogs.blogspot.com/2010/12/how-to-add-facebook-like-box-in-your.html

Level 0

নিশাচর নাইম, ভাই অনেক কষ্ট করছেন, অনেক ধন্যবাদ
চালিয়ে যান আমারা আছি…………

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

    সাথে থাকুন।ব্লগার নিয়ে যতটুকু জানি সব শেয়ার করব।

চালিয়ে যান। সাথে আছি। সমস্য হলে আওযাজও দিব।

চলছে চলুক, সাথে আছি।

Level 0

ধন্যবাদ টিউটোরিয়ালের জন্য।

নাইম ভাই, আপনার ধারাবাহিক টিউন অনুসরণ করে আগাচ্ছি। কিন্তু ভাষা পরিবর্তন করতে গিয়ে দেখি ইংরেজি নেই। কী করি বলুন তো?

    অবশ্যই থাকবে।আরেকবার দেখুন।উপরে দেয়া ফটোতে স্পষ্টই দেখা যাচ্ছে।

নাইম ভাই সত্যি কাজের পোস্ট দিয়াছেন তয় ব্লগ তৈরির ব্যপারে আমারা একটু হেল্প করতে হবে।
আপনার ইমেইল আই ডি টা দিবেন প্লিজ

    একবারে উপরে আমার ম্যাসেঞ্জার আইডি এবং ফেসবুক আইডি দেয়া আছে।এই দুটোর যেকোনটিতে যোগাযোগ করতে পারেন।

Level 0

আমি একটা সমস্যায় পড়েছি ।ভুল করে নেট থেকে একটা বিজ্ঞাপন ড়াউনলোড করেছি।এখন এটা ডিলিট করতে পারছিনা।
ডিলিট করতে গেলে নিচের এই বক্স আসছে,
Error Deleting file or folder
Cannot delete (file name):Access is denied make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
ok

আপানর জানা থাকলে হেল্প করেন প্লিজ।

Level 0

আমার ব্লগ সাইট বেশকিছুক্ষন লোডিং হয়ে দেখায় যে
The connection was reset
The connection to the server was reset while the page was loading.
The site could be temporarily unavailable or too busy. Try again in a few
moments.
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.
তবে লগিন করে Edit ও করতে পারি। কিন্তু ভিউ দিলে Edit কৃত ব্লগ কিছুক্ষন থেকে তারপরো উপরের মতো দেখায়।
এখন কী করতে পারি? আমার ব্লগের নাম http://www.amrprithibi-sharfuzzaman.blogspot.com

Read more: https://www.techtunes.io/tutorial/tune-id/46240/#ixzz1N2xv3wRQ

thanks bhai for your beautiful post. I've a question. Apni blog title e bangla te projukti blog kivabe likhlen janaben ki? ami bangla lekhar kono option blog title e dekhi nai.

http://khelarjogot.blogspot.com/
বানিয়ে ফেললাম এখন 😀

আমরা কেন পারব না। অবশ্যই পারব অাসুন চেষ্টা করি।