কত সহজে গুগলক্রোম (Google chrome) লগো তৈরী করা যায় দেখুন

পুরো পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারকারী এমন একজনকে খুঁজে পাওয়া যাবেনা যে গুগল সম্পর্কে জানেনা বা গুগল শব্দটি উচ্চারণ করেনি। অথচ ভেবে দেখেছেন গুগলক্রোম এর লগোটি কীভাবে তৈরী করা হয়েছে। অবশ্য যারা লগো বা গ্রাফিক ডিজাইন করেন  তাদের অনেকেই জানেন আবার অনেকেই আছেন জানেন না। যারা জানেন না শুধু তাদের জন্য আমার এই টিউন। আর যারা জানেন তারা আমাকে পরামর্শ দিবেন আরো ভালো কী ভাবে করা যায়। টেকটিউনে আমি বেশ আগে থেকেই সদস্য হয়ে শুধু সুবিধা ভোগ করেছি আপনাদের মাঝে আমিও একজন টিউনার হওয়ার লক্ষ্যে এই সামান্য প্রয়াস। জানিনা এই টিউটরিয়াল এখানে এর আগে দেওয়া হয়েছে কিনা। যাই হোক যদি ভালো লাগে তাহলে জানাবেন, না  লাগলেও জানাবেন। আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে বলবেন। আমার ভাড়ে যা আছে ততটুকু দেব। জানি টেকটিউনে মহারথীদের আনাগোনা বেশি। এখানে আমার মতো খুঁদে টিউনার আর কী দিবে? যোই হোক বন্ধুরা আর কথা নয় নিচে ভিডিওটা দেওয়া হলো দেখে নিন আর প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন ধন্যবাদ।

Level 3

আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস