উইন্ডোজে হোমগ্রুপ ব্যবহার করে দুইটি পিসিতে ফাইল শেয়ার করো

আগেই বলে নিই, এটি একটি অনুবাদ টিউন। মুল টিউন ইংরেজিতে এখানে আছে, সময় স্বল্পতায় এই ইস্যু নিয়ে আর বড় করে লিখতে চাইলাম না। তাই অনুবাদ করে দিলাম। এছাড়া এই বিষয়ে অনলাইনে আরও ভালো কন্টেন্ট আছে বলে আমার বিশ্বাস।

এই টিউনের দুইটি অংশ, একটিতে হোমগ্রুপ তৈরি এবং অপরটিতে হোমগ্রুপে জয়েন করা দেখানো হয়েছে।*দুইটি কপিউটারে একই উইন্ডোজ ভার্সন থাকতে হবে, যেমন দুইটিতেই উইন্ডোজ সেভেন, দুইটিতেই এইট আবার দুইটিতেই টেন

কিভাবে একটা হোমগ্রুপ তৈরি করতে হয়?

স্টার্ট বাটন থেকে HomeGroup লিখে সার্চ দিন

homegroup windows 7

এরকম উইন্ডো আসলে “create a homegroup” বাটন চাপুন

Create Homegroup

স্ক্রিনে একটা পাসওয়ার্ড আসবে, তোমার নেটওয়ার্কে সব পিসি তোমার সাথে কানেক্ট করতে চাইলে এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করিয়ে নিতে হবে।

create homegroup in windows

এবার তুমি সিলেক্ট করো কি কি ফাইল শেয়ার করতে চাও।তুমি তোমার পিসি-এর লাইব্রেরি ফাইল এবং পিসি এর সাথে কানেক্ট করা প্রিন্টার শেয়ার করতে পারবে। এমনকি তুমি তোমার নেটওয়ার্কের অন্য পিসি থেকে গান, ভিডিও, টেক্সট ফাইল এবং ছবি স্ট্রিম করতে পারবে। তেমনি অন্যেরাও পারবে।এতে করে নিজের হার্ডড্রাইভের জায়গা না খরচ করেই আরেকজনের পিসি থেকে লাইভ স্ট্রিম করেমুভি দেখা যাবে।

সব সিলেক্ট করা হয়ে গেলে Save Changes দিতে হবে।

homegroup files

কিভাবে একটা হোমগ্রুপে জয়েন করতে হয়?

ধরো,তোমার বাসায় দুইটা কম্পিউটার আছে।

তোমার একটা কম্পিউটারে তুমি হোম গ্রুপ তৈরি করেছো। এখন তুমি তোমার আরেকটা পিসি দিয়ে হোমগ্রুপে কানেক্ট করতে পারবে।

তোমার আরেকটা কম্পিউটার চালু করো, স্টার্ট বাটনে ক্লিক করো।

সার্চ বক্সে Homegroup লিখো এবং এন্টার চাপো।

নিচের স্ক্রিনের মতো হোমগ্রুপ মেনু আসবে এখানে। এবার “Join now” বাটন ক্লিক করো।

homegroup windows

এবার সিলেক্ট করো  কি কি লাইব্রেরি ফাইল তুমি শেয়ার করতে চাও। এবার Next দাও।

homegroup share folders

এবার এটা পাসওয়ার্ড চাইবে, তুমি সেই পাসওয়ার্ডটি দাও যেটা প্রথম স্টেপে প্রথম কম্পিউটার থেকে পেয়েছিলে। আবার Next বাটঙ্কলিক করো।

homegroup password

যখন তুমি সব স্টেপ সফলভাবে শেষ করবে, তখন “Finish” ক্লিক করো।

homegroup joined

এবার My Computer এ যাও এবং বামপাশ থেকে “Homegroup” ওপেন করো।

এখানে হোমগ্রুপে কানেক্ট করা সকল পিসি দেখা যাবে। তুমি তোমার কাঙ্খিতটিতে ক্লিক করে তার শেয়ার করা ফাইলে এক্সেস করতে পারবে।

homegroup PC

এই স্ক্রিন শটে music ফোল্ডার শেয়ার করা আছে।আমি ওটাতে ক্লিক করলে ঐ পিসিএর সব মিউজিক ফাইল এক্সেস করতে পারবো।

homegroup music folder

এভাবে আমি মিউজিক প্লে করবো, যেখানে সোর্স ফাইল অন্য কম্পিউটারে, কিন্তু তোমার মনে হবে তুমি নিজের পিসিএর হার্ডড্রাইভ থেকেই কাজ করছো এবংগান শুনছো।

homegroup music

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

Kager Post Sundor