দেখে নিন কিভাবে পিসি এর Screenshot নিবেন ২ টি উপায়ে। ভিডিও টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Title দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে পিসি এর Screenshot নিবেন ২ টি উপায়ে।

১ম উপায়ঃ

প্রথমে যেই জায়গার Screenshot তুলতে চান সেই জায়গায় গিয়ে কিবোর্ড থেকে Print Screen বাটন এ ক্লিক করুন তারপর Start এ গিয়ে Paint ওপেন করুন তারপর Paste এ ক্লিক করুন দেখবেন Screenshot চলে আসবে এখন এই খান থেকে এডিট করতে পারবেন আবার সেভ করতে পারবেন।

২য় উপায়ঃ

প্রথমে Start এ যান তারপর All Programs এ ক্লিক করুন এখন Accessories এগিয়ে Snipping Tool এ ক্লিক করুন। তারপর আপনে মাউস থেকে যেতটুকু এর Screenshot নিতে চান ততটুকু সিলেক্ট করুন। এখন দেখবেন Screenshot হয়ে গেসে।

যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

https://www.youtube.com/watch?v=c9l9uR7elj0
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।

আমার আগের টিউনটি হলোঃ

দেখে নিন কিভাবে Delete হওয়া জিমেইল অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে Facebook Messenger থেকে ফেসবুক আইডি Logout করবেন। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে ফেসবুক Page এর Category Change করবেন। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট Delete করতে হয়। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে ফেসবুকে Single Name এর আইডি খুলবেন Proxy ব্যবহার না করে। ভিডিও টিউটোরিয়াল

Level New

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস