সম্পূর্ণ অকার্যকর মাউস (Mouse) ও মাউস ক্লিক এর যেকোনো ধরনের সমস্যা খুব সহজেই ঠিক করে ফেলুন।

আসসালামু আলাইকুম,

যারা পিসি ব্যবহার করেন শুধু তারাই জানেন কম্পিউটারের জন্য মাউস কতটা গুরুত্বপূর্ণ। এবং যারা গেমস খেলেন। আর এই মাউসটির সমস্যা হলে কম্পিউটার চালানো প্রায় অসম্ভব। কিন্তু অনেকেই জানেন না যে খুব সহজেই মাউস ১০০% ঠিক করা যায়। মজার ব্যাপার হল এটি প্রত্যেকেই খুব সহজেই করে ফেলতে পারবেন। মাউস এ সাধারণত দুই ধরনের সমস্যা হয়ঃ ১. সম্পূর্ণ অকার্যকর বা একবার সংযোগ পায় একবার পায় না ২.বাটন ক্লিক সমস্যা।

প্রথমে আমি ২ নং  সমস্যার সমাধান দেখাবো কারন এই সমস্যাটাই বেশি দেখা যায় যা খুবই বিরক্তিকর। মউস এর রাইট অথবা লেফট বাটনে একটা ক্লিক করলে কখনো ক্লিক হয় না বা ডাবল ক্লিক হয়ে যায়। আবার কখনো ডাবল ক্লিক করলে ক্লিক হয় না বা সিঙ্গেল ক্লিক হয়ে যায়। এর সমাধান এতই কার্যকর যে আপনার মাউসটি আবার নতুন মাউস এর মতো কাজ করবে।

কার্য প্রনালী:

সুবিধার জন্য একই পদ্ধতির আরও একটি ভিডিও দেখতে পারেনঃ

  • ১.  স্ক্রু-ড্রাইভার এর সাহায্যে মাউসটি খুলে ফেলুন।
  • ২. তিনটি পুশ সুইচ দেখতে পাবেন লেফট,রাইট, ও হুইল ক্লিক বাটন/সুইচ। আপনার যেই বাটনের ক্লিক সমস্যা সেই বাটনটি একটি আলপিন বা সুচ এর মাধ্যমে আনলক করে খুলে ফেলুন।
  • ৩. সুইচ এর কন্টাক্ট গুলো আলপিন বা সুচ বা চাকু দিয়ে আলতোভাবে ঘষে নিন।
  • ৪. কাজ শেষ এখন প্রথমে সুইচটি ও পরে মাউসটি পুনরায় সেট করে ফেলুন। এখন আর আপনার নতুন মউস কেনার দরকার নাই।

১ নং (সম্পূর্ণ অকার্যকর মাউস) সমস্যার সমাধানঃ

মউস একবার সংযোগ পায় একবার পায় না মানে মউস ব্যবহার করতে করতে কখনো কাজ হচ্ছে আবার কখনো কাজ হচ্ছে না। বা সম্পূর্ণ ভাবে কাজ করা বন্ধ করে দিসে।  এই সকল মাউস এর সমস্যা সমাধানের পদ্ধতি নম্নে আলোচনা কর হলঃ (এই সমস্যা সমাধানের জন্য তাতাল (soldering iron) দরকার হবে)

কার্য প্রনালী:

  • ১. স্ক্রু-ড্রাইভার এর সাহায্যে মাউসটি খুলে ফেলুন
  • ২. তাতাল (soldering iron) ব্যবহার করে সার্কিট বোর্ড হতে মউস এর ইউএসবি (USB) ক্যাবলটি খুলে ফেলুন। খোলার আগে কেবলের চারটি আলাদা রঙ এর তার সার্কিট বোর্ড এর যেখানে যেখানে লাগানো ছিল তা একটি খাতায় নোট করে রাখুন।
  • ৩. এখন একটি অপ্রয়োজনীয় নতুন বা পুরাতন ইউসবি ডাটা ক্যাবল (USB Data Cable) সংগ্রহ করুন। মোবাইল এর ডাটা ক্যাবল হলেও হবে।
  • ৪. ক্যাবল এর ইউসবি পোর্টটি রেখে অপর প্রান্তের পোর্টটি(জেক) কেটে ফেলে চারটি তার বের করে মাউস এর সার্কিট বোর্ডে লাগানোর জন্য প্রস্তুত করেন।
  • ৫. খাতায় নোট করে রাখা পূর্বের সংযোগ অনুযায়ী তাতাল (soldering iron) এর সাহায্যে মোবাইলের ডাটা ক্যাবল এর চারটি তার সংযোগ করে ফেলুন।
  • ৬. কাজ শেষ পুনরায় মাউসটি সেট করে ফেলুন।

নিজের এবং বন্ধুদেরও মাউস ঠিক করে ফেলুন। যেকোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন। আমি উত্তর দিতে চেষ্টা করব।

Level 2

আমি ranabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস