জাভা পারমিশন হ্যাক করুন। মোবাইলে Read/Write User পারমিশন দিতে বার বার Yes চাপতে হবেনা!!

আপনি যদি ম্যাজিক ব্লুটুথ হ্যাক, অপেরা মিনি বা অন্যন্য সফটওয়্যারের জাভা ভার্সন ব্যবহার করেন তবে এর একটি সমস্যা অসহনীয় হয়ে ওঠে। কোনো কিছু সেভ করতে গেলে বার বার সফটওয়্যারটি Read User data বা Write User Data এর পারমিশন চায়। Yes বাটন চাপতে চাপতে বিরক্ত লাগে। এই সমস্যার সমাধান হল Verisign, Thawte বা অনন্য সার্টিফিকেট যুক্ত Signed জাভা সফটওয়্যার ব্যবহার করা। তবে যারা সিমবিয়ান থার্ড এডিশন ইউজার (S60V3) তাদের জন্য রয়েছে বিশেষ হ্যাকিং কৌশল! একবার হ্যাক করলে পৃথিবীর সব জাভা সফটওয়্যারগুলো পারমিশন ক্যাচাল ছাড়াই ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।

প্রি-টিউটোরিয়াল রিকয়ারমেন্টঃ

  • যারা করতে পারবেনঃ অ্যাডভান্স থেকে প্রো মোবাইল ইউজাররা
  • ডিফিকাল্টিঃ মডারেট
  • যে ধরণের সেটে করা যাবেঃ সিমবিয়ান থার্ড এডিশন (S60v3)
  • সেটটি প্রথমে Facoo বা Hello Carbide দ্বারা হ্যাক করে নিলে সুবিধা হবে। নাহলে অনেকের সেটে হ্যাক করার ফাইলগুলোকে "File Corrupt" "invalid Certificate" "Certificate Expired" দেখাতে পারে।

টিউটোরিয়ালঃ

1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে পুরো প্যাকজেটি ডাউনলোড করে নিন। (সাইজ মাত্র 90 কিলোবাইট)

2. Win Rar দিয়ে এক্সট্রাক্ট করলে 4টি ফাইল পাবেন

  1. Java hack.sis
  2. ROMPatcher v1.00 Autorun.sisx
  3. patches ফোল্ডার ও ভেতরে c2z.rmp নামের ফাইল।
  4. c2z.rar (বর্তমান টিউটোরিয়ালে এর কোনো কাজ নেই। এটি অ্যাডভান্স ব্যবহারকারীদের কাজে লাগবে)

3. প্রথমে Java hack.sis ফাইলটিকে মোবাইলে পাঠিয়ে ইন্সটল করে নিন। এরপর ROMPatcher v1.00 Autorun.sisx ফাইলটি মোবাইলে ইন্সটল করুন। ইন্সটলের পর এগুলো ওপেন করবেন না।

4. c2z.rmp ফাইল টিকে মোবাইলের ম্যামরীকার্ডে E:\patches ডিরেক্টরী বানিয়ে সেখানে পেস্ট করুন।

5. এবার আপনার এপ্লিকেশন ফোল্ডার থেকে ROMPatcher সফটওয়্যারটি অন করুন।

6. এবার C2zbin ফাইলের Option থেকে Patch> Apply এ ক্লিক করুন।

7. আবার, Option থেকে Patch> Rem. From Auto এ ক্লিক করুন।

ব্যাস হ্যাক হয়ে গেছে।!! ফোনটি রিস্টার্ট দিন।Read/Write ইউজার ডাটা পারমিশন নিয়ে ঝামেলার দিন শেষ!

আপনার এপ্লিকেশন ম্যানেজার থেকে দেখুনঃ

এখন আপনি যেকোনো জাভা সফটওয়্যারের Application Access বা Read/Write Uaser ডাটা কে "Always Allowed" এ সিলেক্ট করার অপশন পাচ্ছেন যেটি শুধু Signed জাভাগুলোতেই করা যায়!


Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

JOtil 🙂 Dhonnobad

http://www.trueonlineearn.com

Mone korselam java phone er jonno hobe…. Really disappointed. Bt good tune….:)

    জাভা ফোনেও করা যাবে, সেলফ সাইন টেকনিকের মাধ্যমে। কবে ক্যাচাল অনেক বেশি।

    Vai java phoner jonno o akta tune koren.

    জাভা ফোনে সাইন করতে হলে আদালা আলাদা করে প্রত্যেকটি সফটওয়্যার সাইন করতে হবে। আবার সাইন করার জন্য তিনটি বড় সাইজের টুল ডাউনলোড করতে হবে। কম্পাইল করতে শিখতে হবে। সবমিলিয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য মোটেও কাজের কোনো টিউন হবেনা।

    Level New

    জাভা ফোনে সাইন টিউন করেন, কষ্ট হলেও দেখি

    আচ্ছা সময় নিয়ে করার চেস্ঠা করবো।

    ভাইজান জাভা (s40) ফোনের জন্যও কৌশল আছে……আমার টিউনের জন্য অপেক্ষা করুন।

bhai java soft gula pc te opwn hobe na? je gula mobil a chalai?

বরাবরের মতো অসাধারণ হয়েছে !!!
ভাই আমার যে কি উপকার করলেন, কি করে যে আপনাকে ধন্যবাদ দিই?

ভাই আমার LG GR500 ফোনে কি ভাবে জাভা পারমিশন হ্যাক করতে পারি?

    সিমবিয়ান থার্ড এডিশন হলে এই টিউন অনুসারে করতে পারবেন। জাভা নিয়ে টিউন করতে সময়ের প্রয়োজন।

আমি মনে করছিলাম জাভা সেটের জন্য। যাইহোক টিউনটি ভাল হয়েছে।
আর জাভা মোবাইলের জন্য প্রতিটি সফট্ওয়ারের সাইনড ভার্সন পাওয়া যায় না।
ধন্যবাদ।

    ধন্যবাদ সাইফুল। জাভার প্রতিটি সফটওয়্যার সাইন করা থাকেনা, তবে নিজেই সেলফ সাইন করা যায় (বেশ দূরূহ কাজ)

Level 2

টোটাল রিকল টা কি ১৫ সেকেন্ড পর পর শব্দ করে?

    Level 2

    এই টিউন টা সুন্দর হয়েচে…….. সেলফ সাইন করার নিয়ম দেকিয়ে একটা টিউন করবেন প্লিজ……. k ও kha চ ও chaএর সমস্যা টা লিনাক্সমিন্ট ১০ এ দূর হচ্চেনা 🙁
    apnake dhonnobad

    না। আমার ব্যবহৃত টোটাল রিকল টা ক্রাক করা। কোনো বিপটোন দেয় না।

    ”k ও kha চ ও chaএর সমস্যা টা লিনাক্সমিন্ট ১০ এ দূর হচ্চেনা…”
    .. আপনি কি বাংলা টাইপিং এর সমস্যার কথা বলেছেন?
    পিসিতে হলে অভ্র অথবা বিজয় একুশে ব্যবহার করুন।