টুইটার রিভিউ : টুইটার সম্পর্কে জেনে নিন অজানা তথ্যবলী যেখানে বিমোহিত হতে পারেন আপনিও!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের  টিউনে আলোচনা করব টুইটার এবং টুইটার সম্পর্কীত অজানা তথ্যাবলী সম্পর্কে। ইন্টারনেট ব্যবহারের সুবিধার দিক হইতে টুইটারকে আমরা সবাই কম-বেশী জানি। অনেকেই বলবেন ফেসবুকের মত অতটা জনপ্রিয় না হলেও এটিও একটি সোস্যাল নেটওয়ার্ক। তবে সারা বিশ্বের নিজস্ব মতামত ক্ষুদে বার্তার পাবলিশের দিক হইতে এটি অনেক জনপ্রিয়তার তুঙ্গে। এবার আমরা ‍টুইটার সম্পর্কীত মূল আলোচনা পর্বে যাচ্ছি।

টুইটার কি?

টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (এখন আরো বর্ধিত হয়েছে)। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় (যদিনা সদস্য সেটা কে দেখতে পাবে তা বাছাই করেন)। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় অনুসরণকারী। টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়াও, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট লেখার সুযোগ রয়েছে।

টুইটারের অবস্থান ও হেড কোয়াটার্স সম্পর্কিত তথ্যবলী

টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে। এছাড়াও, টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে।

২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ সালের ৩১শে অক্টোবর নাগাদ টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো। অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো। টুইটারকেইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়েছে।

টুইটার সম্পর্কে অজানা সাত কাহন তথ্য

টুইটার সম্পর্কে সংজ্ঞা ও কার্যালয়সহ বেশ কিছু তথ্যাদি জানলাম। কিন্তু টুইটার সম্পর্কে এমন আরো কিছু অজানা তথ্য আছে যে গুলো আমার-আপনাকে শিহরিত করতে পারে। তাহলে কিছু উল্লেখযোগ্য তথ্যগুলো জেনে নিই-

 

  • ২০০৬ সালের ২১শে মার্চ টুইটারের আত্মপ্রকাশ ঘটে। সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট থেকে আসা প্রথম অটোমেটিক টুইটটি ছিল: ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’। এরপর তিনি নিজের হাতে টাইপ করেন পরের টুইট বার্তাটি। সেটি ছিল: ‘ইনভাইটিং কোওয়ার্কার্স’। এরপর এ পর্যন্ত বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ১ লাখ ৭০ হাজার কোটি টুইট আদান-প্রদান করেছেন। একটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। অবশ্য, টুইটার আনুষ্ঠানিকভাবে সংখ্যাটা ২০ কোটি বলেই জানিয়েছে।
  •  টুইটারে জনপ্রিয় পপ-তারকা জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। সে সংখ্যাটা হচ্ছে ৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৭২৯। দ্বিতীয় অবস্থানে থাকা ক্যাটি পেরির ভক্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখের কিছু বেশি। আর লেডি গাগা ৪ কোটির কিছু বেশি ভক্তের ভালবাসা নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ভক্তের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার ৬৪৩।
  • গড়ে টুইটার ব্যহারকারীদের ভক্তের সংখ্যা ২০৮ জন।

  •  মাসে প্রত্যেক ব্যবহারকারী গড়ে ১৭০ মিনিট সময় টুইটারে ব্যয় করেন।
  •  বিশ্বজুড়ে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহারকারীই তাদের মোবাইল ডিভাইসটিতে টুইটার ব্যবহার করেন।
  • টুইটার ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে ৩ কোটি ৫৫ লাখ ব্যবহারকারী রয়েছেন।
  •  প্রায় ৩ কোটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট রয়েছে।
  •  ২০০৭ সালে টুইটারের বৈশিষ্ট্যে ‘হ্যাশট্যাগ’ সুবিধা সংযোজিত হয়।
  •  ২০০৯ সালের অক্টোবরে গুগল ও মাইক্রোসফট তাদের পণ্য সার্চ অপশনসমূহে টুইটার সংযোজিত করা আরম্ভ করে।
  •  ২০১৩ সালে টুইটারে ভাইন ভিডিও সুবিধা সংযুক্ত হয়। ১ কোটি ২০ লাখ ব্যবহারকারী এ ফিচারটি প্রতিদিন ব্যবহার করেন।

  • টুইটারের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতে। নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনেও ট্ইুটার কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন।
  •  টুইটারের সহ-প্রতিষ্ঠারা হচ্ছেন, বিজ স্টোন, ইভান উইলিয়ামস ও জ্যাক ডর্সি।
  •  সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক গ্রাফিক ডিজাইনার বিজ স্টোন টুইটারের প্রাথমিক লোগোটি তৈরি করেছিলেন।
  •  টুইটারের প্রধান নির্বাহী ডিক কসটোলো সাবেক কমেডিয়ান।

সর্বশেষ

অালোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে টু্ইটারের অজানা তথ্যবলী সম্পর্কে সম্যক ধারনা পেয়েছেন। টিউনটি ভাল লাগলে অন্য কোথাও শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোন বিষয় নিয়ে টিউন করার ইচ্ছা আছে। সুতরাং সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তথ্য দিয়েছেন।