Windows movie maker এ Expert হতে চাইলে? VDO Tutorial সহ।

How to create a movie file in windows movie maker?
Windows movie maker এ Expert হতে চাইলে?  VDO Tutorial সহ।
কিভাবে windows movie maker দিয়ে movie বানানো যায় সেটাই আজ শিখবো। windows movie maker সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি ছবি দিয়ে মুভি বানানো যায়। এর জন্য খুব বেশি দক্ষ হতে হয় না। computer এর সাধারন জ্ঞান থাকলেই হয়। আমি দেখাবো খুব সহজে কিভাবে ছবি নিয়ে একটা মুভি বানানো যায়। আমার অনেক বন্ধুরাই জানে না এটা কীভাবে কাজ করে।আমি কয়েক টি ভাগে দেখাবো।
প্রথম পর্ব - কিভাবে Project করা হয়? Effect এবং কীভাবে ছবি গুলো সাজাতে হয়?
প্রথমে go to stat- all programs- Windows Movie Maker
 
তারপর go to File- New Project
 
Go to Import Pictures
ছবি গুলো উইন্ডো বার এ আসবে । তারপর সবগুলি সিলেক্ট করে টাইম লাইন এ drag করতে হবে। অথবা একটা একটা করেও করা যায়।
 
ছবিতে effect দেবার জন্য go to – View Video Transition

ঠিক যেভাবে আমারা ইমেজ গুলি টাইম লাইন এ দিয়েছিলাম ঠিক সেইভাবে effect গুলি drag করব। টাইম লাইন এ ছবি গুলির পাশে ছোট ছোট box এ একটা একটা করে effect দেব নিজের ইচ্ছে মত।
 
আর যদি VDO effect দিতে হয় তাহলে যেতে হবে View Video Effect এ।
এরপর Play তে গিয়ে click করলেই হল। ছবি গুলো VDO হয়ে চলতে থাকবে।
File save করার জন্য go save as, file এর নাম দিয়ে save করতে হবে।
VDO Tutorial দেখার জন্য Click Here

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস