জেনে নিন কিভাবে Adobe After Effects এ H264 অথবা MP4 ফরমেটে রেন্ডার করবেন

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা Adobe After Effects এ H264 অথবা MP4 ফরমেটে রেন্ডার করবেন।

Adobe After Effects হলো কম্পিউটারের একটি ভিডিও ইডিটর সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের ইফেক্ট এড করতে পারি, এতে করে আমাদের ভিডিওর কোয়ালিটি অনেকটাই বেড়ে যায়।

Adobe After Effects এ ভিডিও ইডিট করার পরে আমরা যখন ভিডিওটি সেভ করি তখন দেখি আমাদের ভিডিওটির সাইজ ২ থেকে ৩ জিবি হয়ে যায় আর ভিডিওর ফরমেট avi হয়। তো আজকে আমি আপনাদের একটি মাধ্যম শিখিয়ে দিবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই H264 অথবা MP4 ফরমেটে রেন্ডার করতে পারবেন।

Adobe After Effects এ H264 অথবা MP4 ফরমেটে রেন্ডার করতে হলে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে দিবো। এই সফটওয়্যার করে শুধু মাত্র আপনারা ইনিস্টল করতে হবে।

Adobe After Effects এ গিয়ে যে ভিডিওটি রেন্ডার করতে চাচ্ছেন সেটি ওপেন করে রেন্ডার অপশনে গিয়ে QuickTime সিলেক্ট করে ফরমেট অপশনে H264 অথবা MP4 সিলেক্ট করবে। তাহলে আপনার ভিডিও সাইজ কম হবে এবং খুব তারাতারি রেন্ডার হবে।

আপনারা যদি লেখা বুঝতে কোন সমস্যা হয় তাহলে আপনারা আমার এই ভিডিও টি দেখতে পারেন। এই ভিডিও দেখতে আপনারা খুব সহজেই Adobe After Effects এ H264 অথবা MP4 ফরমেটে রেন্ডার করতে পারবেন।

ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=S-GiGlrXW-4

সফটওয়্যার লিঙ্কঃ https://quicktime.software.informer.com/download

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Level 0

আমি জুয়েল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস