কীভাবে আপনার পি.সি.-কে লোকাল হোস্টে রূপান্তরিত করবেন।

সম্মানিত পাঠকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে ওয়েব সাইট, ব্যক্তিগত ব্লগ ও অন্যান্য সাইটের সংখ্যা। আমার মনে হয় যারা এই টিউনটি পড়ছেন তারা সবাই চাচ্ছেন আপনার ব্যক্তিগত একটি ওয়েব সাইট কিংবা ব্লগ থাকুক। আর বর্তমানে ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে CMS (Joomla, WordPress, Drupal etc.) এর জুড়ি নেই। তাই বর্তমানে প্রায় সব হোস্টিং প্রোভাইডাররাই CMS ব্যবহার করার সুবিধা দিচ্ছেন। আপনি যদি অনলাইন জগতে নিজের একটি রাষ্ট্র তৈরি করতে চান যেখানে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে একমাত্র আপনারই হাতে তবে সে ক্ষেত্রে নিজস্ব ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প নেই। আর CMS হিসেবে হয়তো আপনি Joomla কিংবা WordPress-কেই বেছে নিবেন।

আমি মূলত জুমলা কিংবা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছি না। এ নিয়ে অনেক অভিজ্ঞ টিউনাররা টিউন করেছেন, করে যাচ্ছেন এবং করে যাবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যদি চিন্তা করে থাকেন নিজেই একটা ব্লগ কিংবা ওয়েব সাইট তৈরি করবেন। তবে প্রথমে হোস্টিং কিনে সেখানে CMS ইনস্টল করে প্রাক্টিস না করে নিজ কম্পিউটারে প্রাক্টিস করুন। যদিও অনলাইনে অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার পাওয়া যায়। তারপরও বলবো আপনি প্রথমে আপনার কম্পিউটারে প্রাক্টিস করুন। কারণ, বাংলাদেশের যে নেট স্পিড তাতে আপনি নিজ কম্পিউটারে ১ ঘণ্টায় যে পরিমাণ কাজ করতে পারবেন অনলাইনে তা করতে আপনার একদিন সময় লেগে যাবে। তাই বলছি সময় বাঁচাতে কম্পিউটারে প্রাক্টিস করুন।

তবে আপনি চাইলে নিশ্চয়ই এখনই প্রাক্টিস শুরু করতে পারবেন না। তার জন্য প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল হোস্টে পরিণত করতে হবে। এর জন্য প্রয়োজন হবে লোকাল হোস্ট তৈরি করার একটি ‍সফটওয়্যারের। XAMPP হচ্ছে এমন একটি সফটওয়্যার। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Download XAMPP

কীভাবে করবেন:

১. প্রথমে আনজিপ করে সফটওয়্যারের আইকনের ওপর ডাবল ক্লিক করুন।

২. এরপর Next-এ ক্লিক করুন।

৩. এখন আপনি যে লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন সেই লোকেশন ঠিক করে দিন। তবে ডিফল্টভাবে এটি C ড্রাইভ সিলেক্ট করা থাকে। আপনিও এটাই রেখে দিন এবং Next-এ ক্লিক করুন।

৪. এবার Finish বাটনে ক্লিক করুন। ম্যাসেজ আসলে Yes করুন। নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

৫. যদি না দেখতে পান তবে Apache ও MySql-এর Start বাটনে ক্লিক করে রান করান।

৬. Congratulations! আপনি কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

লেখাটি আরও প্রকাশ হয়েছে Blogger Zia

Level 0

আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হ, ভাল। ডোমেইন তো লাগব। চিন্তা নাই। .tk আছে না! আমার সাইট থেকে ঢু মেরে আসতে পারেন। ব্নগারের ধারনা পাল্টে দেব
bdalbum.com

    @cockroach: .tk থেকে দুইভাবে ডোমেইন নেওয়া যায়। একটি ফ্রি এবং একটি অর্থের বিনিময়ে। আমার কথা হচ্ছে আমার ডোমেইন যদি .tk এর হয় এবং আমি টাকা দিয়ে কিনলেও এটা যে দেখবে সে বলবে ফ্রি ডোমেইন। মানে মাগনা। টাকা দিয়ে কি কেউ মাগনা কাজের ভাগিদার হতে চায়?…….. আর ডট টিকে এর ডোমেইনে এস.ই.ও-এর কাজ করলে তেমন ভালো ফল পাওয়া যায় না। হয়তো কোন সময় গুগল এটাকে .co.cc এর মতো করে দিবে। একটা টপ লেবেল ডোমেইন কিনতে মাত্র ১০০০ টাকার মতন লাগে। এটা যদি কারও পক্ষে সম্ভব না হয় তবে সে যেনো blogspot.com কিংবা wordpress.com এর মতন প্লাটফর্মে কাজ করে।

      Level 0

      জিয়া ভাই, আমি .tk কিন্তু profesional সাইটের জন্য বলি নাই। (কারন সাইট bdalbum.com এ কিন্তু .com) মূল পোষ্টে লক্ষ্য করেন। JUST TRY এর খেত্রেই আমরা নিজের পিসিতে লোকাল হোস্ট ও .TK ব্যবহার করতে পারি। এ দুটোর কোনোটাই প্রফেশনাল না।
      আর এস ই ও এর ব্যাকলিঙ্ক সম্পর্কে SHORT EFFECTIVE গাইড পেতে হলে দেখুন
      লিঙ্ক বিল্ডিং। কতটুকু সতর্কতা প্রয়োজন?

        @cockroach: বুঝলাম। কিন্তু লোকাল হোস্টে তো কোনো ডোমেইন-এর-ই প্রয়োজন নাই। আর কেউ যদি অনলাইনে ট্রাই করে তবে .tk থেকে নিতে পারে। তবে যদি ফ্রি হোস্টিং নেওয়া হয় তারাই তাদের ডোমেইন-এর সাথে মিল রেখে একটা সাবডোমেইন দিবে।

asholei .tk ar seo onk kharap . .com kinar chinta kortesi . amar blog dekhte paren http://www.techss.tk

    @ফিদা আল হাসান: হ্যাঁ….. অবশেষে উপলব্ধি হলো। যদি প্রফেশনালি কাজ করতে চান… অথবা শুধু আনন্দের জন্য তবেও আমি বলবো একটি টপ লেভেল ডোমেইন নিতে। আর তা যদি .com হয় তবে একটু বেশিই ভালো হয়।

      Level 0

      ডট কম এখন খুব আল্প টাকায় পাওয়া যায়। মাত্র ৭৫০ টাকায়। আর পেমেন্ট ঘরে বসে দিতে পারেন বিকাশের মাধ্যমে। আর ওরাই আপনার ডোমেইন সেট করে দিবে ফ্রিতে যদি আপনি একটা টিকিট ওপেন করেন। এটা এক ধরনের মেইল। এতে করে ওরা আপনার ডোমেইন সেট করে দিবে। আর এটা সবচেয়ে সুলভ মূল্যে দেশি ডোমেইন সার্ভিস।
      এখনই বাড়ি বসে আপনার ডোমেইন কিনুন

Level 0

এই সফটওয়্যারেটি কি win7 কাজ করবে?
আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

এই সফটওয়্যারেটি কোন কোন কাজে কাজ করা যায় তা সম্পক লিখবেন আশা করি। আপনার সাইট টা খুব ভাল।

    @azizur1984: আমি যতটুকু জানি তাতে এই সফটওয়্যারটি শুধু লোকাল হোস্ট তৈরি করার জন্যই ব্যবহৃত হয়। মানে, লোকাল হোস্ট সংক্রান্ত কাজে। অন্য কোনো কাজে ব্যবহার করা গেলে দয়া করে জানাবেন।……………. আমার ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ।