দেখে নিন HTML5 এর উপরে জটিল কয়েকটি কাজ

সবাইকে সালাম জানিয়ে আজকের পোষ্টটি শুরু করছি। আমরা তো সবাই জানি এখন html এর সবশের্ষ ভাসন 5 এ আছে। কিন্তু এই ভাসর্ন দিয়ে কি করা যায় অবশ্যই আগের ভাসর্ন গুলোর থেকে বেশি কিছু!? তাই আজকে আপনাদের এমন কিছু কাজের জিনিষ দেখাবো যা দেখে আপনাদের এই মাথা ঘুরে যেতে পারে। যে কাজ গুলো বা এক্সপেরিমেন্ট গুলো শেয়ার করবো তা সবেই HTML5 এর এবং তা দিয়ে করা। তাহলে আসুন শুরু করি :

আমার মতে প্রথমেই এটি কারণ এটি সম্পূর্ণ আলাদা একটা জিনিষ এর মূল ব্যাপার হচ্ছে গুগল ভেঙ্গে পড়া উপরের লিংক এ গেলেই বুঝতে পারবেন।

canvas tree
এটি একটি সত্যি কারের গাছ না 😀 আপনি উপরের সাইটে গেলেই এটি পাবেন এবং যত বার ‍আপনার ব্রাউজার রিফ্রেশ করবেন তত বারেই এটি পরিবতর্ন হবে। এটি তৈরি করেছেন Mr.Kenneth Jorgenson
canvas cycle

এটি html5 এর আরেকটি সুপার এক্সপেরিমেন্ট এখানে শুধু ছবিই না সাউন্ড ও দেওয়া হয়েছে। এই ছবির artist Mark Ferrari এবং এর কোডিং করেছেন Joseph Huckaby।

canvas ribbon
এটি তৈরি করেছেন Mr.Paul Truong. লিংক এ গেলে দেখতে পাবেন কিভাবে কালার রিবন গুলো স্কিন এর উপর ঘুড়ছে।
webgl water
এটি আরেকটি সুন্দর এক্সপেরিমেন্ট এটি ‍‌আপনি সবচেয়ে সুন্দর ভাবে দেখতে পারবেন গুগল ক্রোম থেকে । আপনি উপর থেকে পানির মধ্যে একটি বল দেখতে পারেন মনে হবে সত্যই আপনার সামনে সুইমিং পুল চলে এসেছে।
chrysaora
আরেকটি mind blowing কাজ আপনার সামনে দিয়ে অনেক অনেক জেলিফিশ চলতে থাকবে এবং আপনি তা অবশ্যই উপভোগ করবেন।
doogle gmail
জিমেইল দিয়ে গেমস খেলা শুরু করে দিন মনে করবেন না যেন এইটা আবার ফ্লেশ এইটা HTML5।
spinning html5 logo
আপনি উপরের লিংক অপেন হলেই দেখতে পারবেন আপনার সামনে HTML5 ঘুরছে এর লোগোটা ও পরিবতর্ন হচ্ছে। আশা করি এটাও ভাল লাগবে।
w pilot
এই গেমটি হয়তো বা আপনার‍া ফ্লেশ এ খেলেছেন এখন আপনারা এটি HTML5 এ খেলতে পারেন।
voxel rain
দেখুন উপরের লিংক থেকে কিভাবে 3d blocks গুলো উপর থেকে পড়ছে এবং এক এক করে যায়গা ভরছে।
  • আশা করি আজকের পোষ্টটি সবার কাছে ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পোষ্টটির এক্সপেরিয়েন্স গুলো গুগল ক্রোম দিয়ে দেখলে ভাল হয়। আর লোডিং টাইম বেশি নিলেও অপেক্ষা করুন।

আমার ব্লগ            আমার ফেইসবুক

Level 0

আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Joss joss…… :-p

sondor hoyse but ki babe korlen . share korin

ajke HTMl ar opor onak kiso shikhlam….thanks vaia post ti share korar jonno.

Level 0

website gola valo chilo. kintu kotha Apnar kono Idea ache eigola pichone kooita Java Script ar CSS Code kaj korteche??? Likhe dilen HTML5! Valo Tune kinto Name ta emon samonjosso hin keno?

    @Anwar: ভাই প্রথমেই বলি আমার কতটুকু আইডিয়া আছে Java Script এবং CSS উপর সেই দিকে নাই গেলাম। HTML5 বা HTML এর ক্ষেত্রে CSS,Java Script তো লাগবেই সেটা তো ঘটা করে বলার কোন দরকার নেই যারা বুঝবে এমনেতেই বুঝবে যেমন আপনি বুঝেছেন।
    ধন্যবাদ

তার মানে এখন থেকে বলতে হবে, টেকটিউন php, html, css, Javascript etc. ওয়ার্ডপ্রেস দিয়ে বানান। 🙂