Ξভিডিও টিউনΞ টুইটার বুটস্ট্রাপ ধাপে ধাপে [পর্ব-০১] :: শুরু

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আর সেটি হলো টুইটার বুটস্ট্রাপ

টুইটার বুটস্ট্রাপ কিছু টুলসের মিলিত রূপ যা ওয়েবসাইট ও ওয়েব এপ্লিকেশন তৈরিতে প্রয়োগ করা হয়। এইচটিএমএল ও সিএসএস দিয়ে ডিজাইন, ফর্ম, বাটন, চার্ট, নেভিগেশন, স্লাইডশো ইত্যাদি তৈরিতে টুইটার বুটস্ট্রাপের জুড়ি নেই। এটি সাথে জাভাস্ক্রিপ্টও রয়েছে। যার ফলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি করা যায়। আগস্ট ২০১১ সালে এটি প্রথম ওপেন-সোর্স হিসেবে প্রকাশ করা হয়। টুইটার ফ্রেমওয়ার্ক সাহায্যে Mark Otto ও Jacob Thornton এই দুইজন তৈরি করেন।

সুবিধা সমূহ:

  • অনেক ডিজাইন তৈরি করা আছে যার ফলে অল্প সময়ে, কম পরিশ্রমে একটি ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন তৈরি করা সম্ভব
  • জাভাস্ক্রিপ্ট ও সিএসএসে যদি খুব বেশি ধারণা না থাকে তবে টুইটার বুটস্ট্রাপ দিয়ে সহজে কাজ করা যেতে পারে
  • যেহেতু একটি কমন সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহার করছেন, তাই একটি কাজে একাধিক জন কাজ করা সম্ভব
  • প্রায় সব ব্রাউজারই এটি সমর্থন করে (IE এর মতো ফালতু ব্রাউজারের ক্ষেত্রে বরাবরে মতই একটু কিন্তু আছে)
  • সবচেয়ে বড় সুবিধা হলো এটি রেসপনসিভ ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন তৈরিতে অসাধারণ এবং ওয়েব ডিজাইনারদের প্রথম পছন্দ (রেসপনসিভ বলতে মোবাইল, ট্যাবলেট, চতুষ্কোণ, প্রশস্ত যে কোনো স্ক্রিনের সাথে মিলিয়ে ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশনটিকে প্রদর্শন করে)
  • HTML5 ও CSS3 সমর্থন করে
  • জাভাস্ক্রিপ্ট, এজাক্স ও জেকোয়ারীর সমর্থন থাকার জন্য অনেক জটিল জটিল ডিজাইন খুব সহজেই করা সম্ভব

আজ এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

সৌজন্যে: ফ্রী বাংলা টিউটোরিয়াল

Level 0

আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস