নিজেই শিখুন ওয়েব ডিজাইন (পর্ব-২)।

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আমরা  html নিয়ে আলোচনা করছিলাম।
এখন আমরা লেখাটিকে কিভাবে  Heading/ bold /italic/big/em/small/strong/sub/sup/ins/delকরতে হয় তাই নিয়ে আলোচনা করবো ।
প্রথমে আমরা Computer এর মধ্যে যে Notepad টি রয়েছে সেটি open করবো  এবং তার মধ্যে  ঠিক  এই ভাবে লিখতে হবে।

<html>
<body>

<h1>This is a heading</h1>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>
<h4>This is a heading</h4>
<h5>This is a heading</h5>
<h6>This is a heading</h6>

<b>This text is bold</b>

<big>This text is big</big>

<big>This is computer output</big>

<big>This text is italic</big>

<small>This is computer output</small>

<strong>This is computer output</strong>

<sub>This is computer output</sub>

<sup>This is computer output</sup>

<ins>This is computer output</ins>

<del>This is computer output</del>

<u>This is computer output</u>

</html>
</body>

save করার জন্য যে কোন নাম দিয়ে (.)ডট এর পর html লিখে save করব। যেমনঃ
post.html
যদি  (.html) না দেওয়া হয় তা হলে ওয়েব-পেজেটি আসবেনা। এখন লেখাগুলকে বিভিন্ন রকম দেখাবে।

আমাদের পরবর্তী টিউন পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ওয়েব ডিজাইন এর সকল পর্বগুলো পূর্বে এখনে লেখা হয়েছিল। আপনাদের কার যদি একটু সময় থাকে তাহলে এই সাইটে visit করে আসলে খুশি হতাম ।
আমাকে ফেসবুকে পেতে এইখানে ক্লিক করেন।

Level 0

আমি salehahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস