গুগল ফিডবার্ণারের ফাইল সাইজ বেড়ে গেলে কিভাবে কমাবেন?

যারা ব্লগস্পট সাইট চালান তাদের প্রায় সবার কাছেই গুগল ফিডবার্ণার পরিচিত একটি নাম। তাই আর জ্ঞানের কচকচানি না করে সরাসরি কাজের কথায় চলে যাই।

ভিজিটর বাড়ানোর জন্য আপনারা অনেকেই "Subscribe to Feed" গ্যাজেট ব্যবহার করেন। অনেক সময় দেখা যায়, পোস্টের সংখ্যা বেশি হয়ে গেলে অথবা পোস্ট কন্টেন্ট ভারী  হয়ে গেলে কিংবা কাস্টম ডোমেইনে ব্লগস্পট সাইট ট্রান্সফার করার পর আপনার ফিডবার্ণার অ্যাকাউন্টে নিচের Error টি দেখাচ্ছে

এই অবস্থায় নতুন কেউ আপনার ব্লগের ফিডে সাবস্ক্রাইব করতে পারবে না এবং পুরানো সাবস্ক্রাইবাররা ফিড লোড করতে পারবে না। ফলে আপনি হারাবেন আপনার মহামূল্যবান রিটার্নিং ভিজিটর।

কি করবেন? কিভাবে কমাবেন ফিডবার্ণারের ফাইল সাইজ?

নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

#আপনার গুগল ফিডবার্ণার অ্যাকাউন্টে লগ ইন করুন। নিচের মত একটি পেইজ আসবে-

#আপনার ব্লগস্পট সাইটের নামের উপর ক্লিক করুন। (ছবিতে "SINDOOK" আমার ব্লগস্পট সাইটের নাম)

নিচের মত একটি পেইজ ওপেন হবে-

#পেইজের উপরের লিঙ্কগুলো থেকে Edit Feed Details লেখাটিতে ক্লিক করলে পাবেন নিচের মত আরেকটি পেইজ-

#Original Feed লেখাটির পাশের বক্সে http://myblogname.blogspot.com/atom.xml অথবা http://myblogname.blogspot.com/feeds/posts/default লেখা থাকবে। লেখাটি কেটে দিয়ে লিখুন http://myblogname.blogspot.com/feeds/posts/default?max-results=3 myblogname.blogspot.com এর স্থানে আপনার সাইটের অ্যাড্রেস লিখুন। শেষের 3 এর জায়গায় আপনি ১ থেকে ৫০০ পর্যন্ত যে কোন সংখ্যা ব্যবহার করতে পারবেন। এটি দ্বারা ফিডলিস্টে কতগুলো পোস্ট শো করবে তা বুঝায়। আমার ব্লগ SINDOOK ক্ষেত্রে, ১৩ র বেশি সংখ্যা ব্যবহার করলেই ফিডবার্ণারের ফাইল সাইজ লিমিট ক্রস করে ফেলে।

#এবার Save Feed Details বাটনে ক্লিক করলেই নিচের মত পেইজ ওপেন হবে-

হয়েছে? তাহলে ভাই আপনার ঝামেলা শেষ। এইবার আমারে একটা থাঙ্কু দ্যান।

লেখাটি পুর্বে আমার ব্লগ "SINDOOK" এ ইংরেজীতে প্রকাশিত।

Level 1

আমি শামীম আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অন্তর্মুখী মানুষ। কম কথা বলার প্রবণতা থেকে তৈরি হয়েছে লিখে নিজেকে প্রকাশ করার অভ্যাস। নিজের ব্লগ দ্য হিডেন ট্যাবলেট এ মাঝে মাঝে লিখি। আপনাদেরও ভাল কিছু দেয়ার চেষ্টা থাকবে সবসময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস