আপনার নিজস্ব কোন সাইট নাই অথবা বানাতে পারেন না আসেন ওয়াপকা দিয়ে একটি সিম্পল ও নতুন ডাউনলোড সাইট বানাই। (পর্ব-১) অভিজ্ঞদের জন্য নয়।

হ্যালো টেকটিউনস কমিউনিটি।আশা রাখি ভাল আছেন।আর আমি,অসুস্থতার প্রহর কাটিয়ে মহাআনন্দে তিনদিন পর টিটিতে প্রবেশ করিলাম।যাই হোক অযথা সময় নস্ট না করে মূল উদ্দেশ্যের পথে যেতে যেতে কিছু কথা।

এখনকার যুগে সবার ওয়েবসাইট আছে।এই ডায়ালগটা হয়তো শুনতে শুনতে বোরিং হয়ে গেছেন আমি এটা বলছিনা আমি বলবো যুগটাই তো এমন কারন কেউ কারো কাজ থেকে পিছিয়ে নয়।প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সবাইকে জানাতে হবে যে আপনিও আছেন নয়তো আপনি পড়ে যাবেন কালের গহ্বরে।

আমার মূল উদ্দেশ্য যেহেতু ডাউনলোড সাইট বানানো আমি তার বিষয় গুলো উপস্থাপন করি।

 

 

  ➡  সাইনআপে ক্লিক করুন।
 💡 উপরের পেজটি আসলে প্রথম খালি ঘরে আপনার জিমেইল আইডী।
 💡 দ্বিতীয় এবং তৃতীয় খালি ঘরে আপনার পছন্দের একটি পাসওয়ার্ড দিন।
 💡 চতুর্থ খালি ঘরে একটি সুন্দর নাম নির্বাচিত করে লিখুন এবং সাইনআপে ক্লিক করুন।
 ➡ পরের পেজ হতে ম্যানেজ ইট সিলেক্ট করে দিন।
 ➡ আপনার জিমেইল একাউন্টে ডুকে ওয়াপকা থেকে আশা জিমেইলটি ভেরীফাই করুন।
 ➡ এবার উপরের মত পেজটি আসলে আপনার দেওয়া সাইটটির নামের পাশে ম্যানেজে ক্লিক করুন।
 ➡ এবার উপরের মত আসলে এডমিন মুডে প্রবেশ করুন।
কি একটি সাদা পেজ এসেছে আর কিছু নাই তাইলে চলেন আবার পিছনে যাই।
 ➡ এবার Other এ ক্লিক করুন।
 ➡ উপরের ছবিরমত আসলে চেকবক্সে মার্ক করে চেঞ্জ সেটিং এ ক্লিক করুন এবং এডমিন মুডে প্রবেশ  করুন।
 ➡ এবার নিশ্চই একটি নতুন অপশন দেখতে পাচ্ছেন।
 ➡ এবার ইডিট সাইট অথবা অপশন থেকে গ্লোবাল সেটিং সিলেক্ট করে দিন।
 ➡ এবার হেড ট্যাগ (মেটা  স্টাইলে) ক্লিক  করুন।নিচের মত দেখতে পাবেন।
 ➡ এবার-নিচ থেকে আমার দেওয়া কোডটি কপি পেস্ট করুন।এবং সেট করুন।

<head>
<title>আপনার সাইটের টাইটেল</title>
<style type="text/css">
body { text-align: center; background-color: #cceeff;}
.blok { text-align: left; border: 1px solid #6699FF; background-color: #FFFFFF; margin: 2px 2px; padding: 3px; }
.footer {text-align: center; font-size:12px; margin-top:10px;line-height: 150%; }
.bg1 { background-color:#ccc; }
.bg2 { background-color:#fff; }
.bg3 { background-color: red; text-align: left; }
.bar1 {text-align: left; border: 1px solid #6699FF; background-color: #FFFFFF; padding-bottom: 0px; margin-bottom: 5px; }
.bar1top { background-color: #6699FF; text-align: center;padding-top:3px;padding-bottom:3px; }
.barbottom { }
.bar11 { text-align: left; padding: 4px; font-weight: bold;}
.bar12 { text-align: left; padding: 4px; font-weight: bold; background-color: #eee; }
.bar13 { text-align: left; padding: 10px; }
.bar14 { text-align: left; padding: 10px; background-color: #eee; }
.textbox {width: 95%; height: 25px; margin: 5px; font-size: medium; }
.label {padding-left:3px; font-size:small; }
.select {height:25px; margin: 5px; font-size: medium; }
.button {margin: 5px; height:25px; font-size: medium;}
.info {border: 1px solid #ff9933; padding: 2px; background-color: #ffffcc;}
.error {background-color:red; font-weight: bold;}
.faq_list_block {margin: 2px 2px 5px 2px; border: 1px solid blue; padding: 2px;}
.faq_list_name {border-bottom: 1px solid #99CCFF; padding: 1px; text-align: left; background-color: #ccddff; font-weight:bold;}
.faq_list_details {text-align: left; font-size: small; color: #666677; padding: 4px;}
</style>
 </head>

আজকের পর্বের সমাপ্ত এখানে পরের পর্বে অগ্রীম স্বাগতম রইলো।  😯

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

waiting for next tune bro.. thanks.

wapka site খ্যাত খ্যাত লাগে

অ্যাডভান্স কিছু দেন

ভাই ধন্যবাদ ।আপনার টিউন এর অপেক্ষাই থাকলাম