ফ্রি তে ওয়েবসাইট বানানো শিখুন ফ্রি হোস্টিং নিয়ে

আশাকরি সকলেই মহান আল্লাহ তা’য়ালার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহ তা’য়ালার রহমতে ভালো আছি। যাহোক আর কথা না বাড়িয়ে মুল আলোচনায় আসা যাক। কিছুদিন আগে আমি এই সম্পর্কে একটি টিউন লিখি আজ ও আবার লিখলাম কারন আগের টিউন এর সাইট টি বন্ধ হয়ে যাওয়ার কারনে অনেকে টিউন টি কে মিথ্যা ভাবসেন তাই ওই ধরনের ই একটি নতুন সাইট নিয়ে আজকের টিউন।

আপনারা অনেকেই ওয়েব হোস্টিং এর অভাবে ভালো ওয়েবসাইট ডিজাইন করতে বা শিখতে পারছেন না। বাংলাদেশী সকল নতুন ওয়েব ডিজাইনারদের কথা চিন্তা করে ChandHost দিচ্ছে ১০ জিবি ওয়েব হোস্টিং; ১০ জিবি ব্যান্ডউইথ; ৫ টি মাইএসকিউএল ডাটাবেস; ৫টি ওয়েবমেইল অ্যাড্ড্রেস; ৫ টি সাবডোমেইন নেইম; ৫ টি পার্কড ডোমেইন সহ ফ্রি এসএসএল। যেখানে আপনি আপনার পছন্দমতো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। অনেকে ফিসিং ওয়েবসাইট, নুল্ড স্ক্রিপ্টিং, ১৮+ (অ্যাডাল্ট), ফেইসবুক বোট ওয়েবসাইট ডিজাইন করার জন্য রিস্ক-ফ্রি ওয়েব হোস্টিং খুঁজে চলেছেন। তারা এখন কোন চিন্তা না করে ChandHost এর হোস্টিং ইউস করতে পারেন। চলুন দেখে নিই কিভাবে তাদের প্রোভাইড করা ফ্রি ওয়েব হোস্টিং নিবেন।

প্রথমে নিচের দেওয়া লিংক এ গিয়ে রেজিস্টার করুন।

লিংকঃ http://chandhost.xyz/signup
আপনি তাদের ওয়েবসাইট থেকে রেজিস্টার করতে পারেন।

রেজিস্টার করার পর আপনার ইমেইল এ একটা লিংক আসবে ওই লিংকে ক্লিক করে ইমেইল ভেরিফাই করতে হবে মনে রাখবেন ইমেইল টি ইনবক্স এ না আসলে স্পাম বক্সে আসতে পারে। ইমেইল ভেরিফাই করার পরে account অপশন থেকে create এ ক্লিক করুন

এই বার ওইখানে দুটি অপশন আসবে একটি হলো subdomain দিয়া আর অন্যটি হলো Own domain।

১)সাব ডোমাইন দিয়া হোস্টিং খুলতে প্রথম বক্সে আপনার সাইট এর নাম তার নিচের বক্সে Password দিয়া Create দিন।

২)Own ডোমাইন দিয়া হোস্টিং খুলতে প্রথম বক্সে আপনার domain এর নাম তার নিচের বক্সে Password দিয়া Create দিন।

তবে আগে আপনার Domain এর nameserver add করতে হবে nameserver অখানে দেওয়া আছে।

হোস্টিং create হইয়া গেলে account অপশন থেকে আপনার হোস্টিং এ কাজ করতে পারবেন।

মনে রাখবেন একটি account দিয়া অনেক গুলা
হোস্টিং create করতে পারবেন।

আর একটি কথা যেটা না বললেই নয় হোস্টিং sucurity এর জন্য Suspend হতে পারে তবে চিন্তা না করে New tricket এ গিয়া আপনার হোস্টিং Reactive করার জন্য requst করুন.

Level 1

আমি ওসমান গনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যা জানি তা সবাই কে জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস