বানিয়ে ফেলুন আপনার প্রথম ফ্রি ওয়েবসাইট পর্ব – ১ Blogging করে টাকা কামান

আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ কিভাবে Step By Step ব্লগ ওয়েবসাইট বানাবেন পর্ব ১

সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে Step By Step ব্লগ ওয়েবসাইট বানাবেন পর্ব - ১

ব্লগার সম্পূর্ণ ফ্রী একটি সেবা। ব্লগার ব্যবহার করার জন্য কোন খরচ নেই, কোন ফি নেই। ব্যবহার করা খুব সহজ। WordPress অত্যন্ত জনপ্রিয় একটি Blogging প্লাটফর্ম কিন্তু ব্যবহার করা অনেকটাই কঠিন। ব্লগিং শুরুর সময় WordPress দিয়ে শুরু করলে অনেক কিছুই Newbie হিসেবে বোঝা যায় না এবং ব্যবহারও ঠিকমত করা সম্ভব হয়ে উঠে না। সে হিসেবে Blogger ব্যবহার করা খুবই সোজা। যে কেউ Blogger বুঝতে পারবে এবং ব্যবহার করতে পারবে। তাছাড়া Blogger সরাসরি Google এর প্রদত্ত সেবা, ইন্টারনেট দুনিয়ায় Google এর প্রতিদ্বন্দ্বী বলতে কিছুই নেই.। এছাড়াও,

*আপনি আপনার ব্লগার একাউন্ট দিয়ে ভিন্ন ভিন্ন নামে একাধিক ব্লগ তৈরি করতে পারবেন। একটি ব্লগার একাউন্ট থে সর্বোচ্চ ১০০টি ব্লগ তৈরি করতে পারবেন।

*একটি ব্লগে আপনি আনলিমিটেড টিউন করতে পারবেন। ব্লগার কোন টিউন ডিলেট বা এডিট করবে না এবং কোন টিউনের দায় নিবে না, টিউন ডিলিট, এডিট এবং টিউনের দায় আপনার।

*কোন টিউনে আনলিমিটেড টিউমেন্ট হতে পারে। টিউমেন্টের ক্ষেত্রেও ডিলিট, এডিট এবং দায় আপনার।

*টিউনের সাইজ যত ইচ্ছা তত হতে পারে। টিউনের সাইজের ব্যাপারেও কোন নিয়ম নেই।

*আপনি চাইলে আপনার ব্লগে আনলিমিটেড অতিথি লেখক যুক্ত করতে পারেন। তাদের সবাই ব্লগে লিখতে পারবে।

*ব্লগ লিখে আয়ের সেরা মাধ্যম হল AdSense, যার মালিক Google আবার Blogger এর মালিকও Google যার ফলে অল্প কিছু ভিজিটর ও সামান্য টিউন থাকলেও ব্লগার থেকে এডসেন্সে এপ্লাই করা যায় এবং এপ্রুভও পাওয়া যায়। যার ফলে ব্লগার থেকে ভাল টাকা আয় করা সম্ভব।

তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক

Blogger ব্যবহার করে ব্লগ তৈরি করতে চাইলে প্রথমেই প্রয়োজন জিমেইল একাউন্টের। Gmail একাউন্ট না থাকলে করে নিন। Gmail থাকলে বা করে নেবার পর এখানে ক্লিক করুন।  ক্লিক করার পর আপনি নিচের মত পেজ দেখতে পাবেন। যদি আপনার কোন জিমেইল একাউন্ট না থাকে তাহলে 'আপনার ব্লগ তৈরি করুন' অথবা জিমেইল একাউন্ট থাকলে 'সাইন ইন করুন' এর উপর ক্লিক করুন।

তারপরের Step গুলো আমারা,

ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ

আগামী পর্বে ব্লগারের কিভাবে একটি ফ্রি থিম ডাউনলোড করে কাস্টমাইজ করতে হবে সেটা দেখাবো।

 

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

My Youtube Channel:- Mines Of Tech 

ফেইসবুকে আমিঃ IMRAN SHa

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসব নতুন কোণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Level 0

আমি শোআইব ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি। যেহেতু টেকটিউনস থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হবে তাই ছদ্মনাম, ছদ্ম ছবি বা কোন ছদ্ম তথ্য ব্যবহার না করে দয়া করে আপনার আসল নাম, আসল ছবি ও আসল তথ্য ব্যবহার করুন।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।