Web Design Tools কিনে প্রতারিত হবেন না

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

প্রতারিত হবে না।

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কিছু সাইট টাকার বিনিময়ে কিছু থিম এবং প্লাগিন ওয়েব টুলস বিক্রয় করে। যদিও https://Envato.com থেকে ফ্রী ডাউনলোড করা যায় সবস্ক্রিপশনের মাধ্যমে। আর এই সুযোগ টাই ব্যবহার করে অনেকেই তাদের সাইটে বা টাকার বিনিময় বিক্রয় করে। আজ থেকেই এই ধরনের স্ক্রিপ্ট টাকা দিয়ে কিনা থেকে বিরত থাকুন। এই গুলোতে নাল এবং বিভিন্য ধরনের Earning স্ক্রিপ্ট দেওয়া থাকে। আর তা ছাড়া আপনি টাকা দিয়ে লাইসেন্স ছাড়া কিনলে সেটা আপডেটও হবে না। কাজেই কিনা থেকে বিরত থাকুন। অনেক সাইট রয়েছে যারা এই Envator সকল ফাইল ফ্রী দিয়ে থাকে। যেমন https://filetheme.com ফ্রী ডাউনলোড করতে দেয়। সেটা envato ছাড়াও অনেক ফাইল Download করা যায়। যেমন ধরেন কারো Yoast SEO Premium দরকার হলেও ডাউনলোড করতে পারবেন। আপনি google search করলে অনেক সাইট পাবেন ফ্রী ডাউনলোডের। আবারো বলছি টাকা দিয়ে প্রতারিত হবেন না।

ধরালাম envato একটি মার্কেট প্লেস এরা ফ্রী ডাউনলোড করতে দিবে এটা সাভাবিক। কিন্তু Yoast SEO premium কেন ফ্রী ডাউনলোড করতে দেয়?
এটাও Yoast SEO premium এ সাবস্ক্রিপশনেশনের মাধ্যমে ডাউনলোড করতে দেয়। লাইসেন্স কি ছাড়া।

কেন এই সাইট গুলোতে সাবস্ক্রিপশনের মাধ্যমে ডাউনলোড করতে দেয়?

যারা নতুন কিছু শিখে তারা সবস্ক্রিপশন করে ডাউনলোড করে তারা কিছু দিন ব্যবহার করে। এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে। যারা এই ফ্রী ডাউনলোড করে তারাই আবার কিছু দিন পরে ফুল লাইসেন্স কি কেনে। যেমন envator থিম গুলো। কেউ যদি Newspaper এর কোন version কিনে সেটা তার সাইটে ব্যবহার করে। কিছু দিন যাওয়ার পরে তার কাছে থিমটি ভালো লেগে যায়। এবং এর ডিজাইন গুলো ভালো লাগে। পরে যখন থিম আপডেট করতে পারে না। এবং তার Earning Source এর যাতে কোন ক্ষতি না হয়। সে জন্য প্রিমিয়াম লাইসেন্স কিনে নেয়। এছাড়াও ডেভলপার কে সন্মান করার জন্য লাইসেন্স কিনে নেয়।

Filetheme এর মত সাইট থেকে ডাউনলোড করে ওয়েব সাইট বানানো যাবে?

যাবে। তবে সেটা কিছু দিনের জন্য যেমন ধরেন অতিরিক্ত ৮-৯ মাস তারপরেই আপনাকে সেই ভার্সন পালটাতে হবে। না পালটালে যে কোন সময় সাইট ডাউন হতে পারে। আর যদি আপনি ভালো প্রগ্রামার হয়ে থাকেন আমি নিজেই লাইসেন্স ছাড়াই আপডেট চালু করতে পারবেন। কিন্তু এটা চুরি হয়ে যাবে। কেন না, সেই ডেভলোপারের মুজুরি টা আপনি দিলেন না। ডেভলোপার নিজেও জানে তার থিম ফ্রী ডাউনলোড করে ব্যবহার করে। কিন্তু তিনি এটাও জানে যে যারা Professional ওয়েব সাইট বানায় ফ্রী তে থিম নিলেও পরে লাইসেন্স কি কিনবে। কারন টা আপনিও জানেন। প্রথমে মানুষের ইনভেষ্ট করা একটু প্রবলেম হয়।

Nulled স্ক্রিপ্ট  গুলো ব্যবহার করা যাবে?

যাবে। তবে উপরের একি কথা। তবে Nulled হলো কোন স্ক্রিপ্ট লাইসেন্স কি হাইড করা। যা লাইসেন্স ছাড়াই  সেটা ফুল ভার্সন ব্যবহার করা যায়। তবে Nulled ফাইল লাইসেন্স হাইড থাকলেও ৯৯%  ফাইল আপডেট হয় না।

সব শেষে আপনাদের আমি বলব। এই নাল ফাইল কিনা থেকে আপনারা বিরত থাকুন। এনজন ডেভলপার কে সন্মান করতে শিখেন। টাকা যদি দিতেই হয়। ডেভলপার কে দেন। আপনার কোন Extra elements  Add করা  লাগলেও ডেভলপার যুক্ত করে দিবে।  তবে যে সব সাইট ফ্রী ডাউনলোড করতে দেয়। সেখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনি নিজেই সেটার লাইসেন্স কি কিনবেন আশাকরি।

সবাই ভালো থাকবেন। বানান অনেক ভুল হয়েছে। এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। আমার জন্য দুয়া করবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোশারফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস