জুমলা ১.৫ চেইন টিউন :: জ্যাম্প এবং ওয়্যাম্প ইনস্টলেশন পদ্ধতি [পর্ব-১]

জুমলা ১.৫ চেইন টিউন

টেকটিউনস ব্লগে এ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন তাই স্বাভাবিক ভাবেই হাতটা একটু কাপছে । আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ওয়াম্প এবং জ্যাম্প সার্ভার ইনস্টল করবেন আপনার কম্পিউটারে।প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ এই বিষয়ে টিউন করে থেকে থাকেন তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিঃ দ্রঃ একই কম্পিউটারে এবং একসাথে কখনো এই দুটো সফ্‌টওয়্যার ইনস্টল করবেননা ।

এবারে আসি কাজের কথায় প্রথমে আমরা ওয়াম্প সার্ভার (WampServer2.0)ইনস্টল নিয়ে আলোচনা করব এরপরে আমরা জ্যাম্প সার্ভার (XAMPP Windows 1.7.4)নিয়ে আলোচনা করব।যদি এই ২টি সফ্‌টওয়্যার আপনার কাছে না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ওয়াম্প ডাউনলোড লিংক ক্লিক মি

জ্যাম্প ডাউনলোড লিংক ক্লিক মি

ওয়্যাম্প সার্ভারঃ

এবার কিভাবে কি করতে হবে তা দেখুন সাধারন সফটওয়্যারের মত করেই ওয়্যাম্পের সেটাপ ফাইলটিকে ওপেন করুন তারপর দেখবেন যে দুইটা অপশন আসবে Yes এবং No অর্থাৎ আপনি যদি সফটওয়্যারটি ইনস্টল করতে চান তাহলে yes না করতে চাইলে no করে দিন ।এর জন্যে ছোট একটা স্ক্রীনশট দেখুন তাহলে বুজতে পারবেন।এর পরে যে কাজ করতে হবে সেটাও সাধারন সফ্‌টওয়্যারের মত next, nextএ ক্লিক করে একটা যায়গায় একটা ম্যাসেজ বক্স আসবে সেখানে আপনাকে বলা হবে আপনি কি মজিলা ফয়ারফক্সকে ডিফল্ট করে দিতে চান কি না যদি মজিলাকেই ডিফল্ট করে দিতে চান তাহলে (Yes) করূন, অন্যথায় আপনি যদি ইন্টারনেট এক্সপোলোরারকে ডিফল্ট করে দিতে চান তাহলে (No) করে দিন।নিম্নের স্ক্রীনশট দেখলেই বুঝা যাবে ।

আবার আপনি চাচ্ছেন যে আমি গুগল ক্রোম কে ডিফল্ট করে দিব সেক্ষেত্রে no করে দিয়ে দেখুন যে explorer.exe এর যায়গায় আপনি গুগল ক্রোম এর exe ফাইলটিকে ধরিয়ে দিন এবার Open বাটনে ক্লিক করুন ।নিম্নের স্ক্রীন শটটি লক্ষ্যে করলে ভাল ব্জহা যাবে।

এরপরের কাজগুলো সাধারন সফ্‌টওয়্যারের মতো।

ওয়্যাম্প সার্ভারঃ

এবারে জ্যাম্প নিয়ে আলোচনা । এবার আসি কাজের কথায় কিভাবে জ্যাম্প ইনস্টল করব ।প্রথমে সাধারন সফ্‌টওয়্যার ইনস্টলের মত ওপেন করুন (xampp-1.7.4-installer.exe) এবং ল্যাংগুয়েজ English সিলেক্ট করতে হবে এবং ok বাটনে ক্লিক করতে হবে।

এরপরের স্ক্রীন Next বাটনে ক্লিক করতে হবে।

এই Screen এ Destination Folder হিসেবে C:\xampp ডিফল্ট থাকবে অন্যথায় আপনি যদি চান অন্যে কোন ড্রাইবে ইনস্টল করতে তাহলে ব্রাউজ অপশনে ক্লিক করে ঐ ড্রাইবটিকে ধরিয়ে দিন এবং Next বাটনে ক্লিক করুন।

এই Screen এ Service Section এর নিচের অংশে Install Apache as service এবং Install MySQL as service এর পাশের দুটি চেক বক্সে টিক দিয়ে Install বাটনে ক্লিক করেত হবে।

এ পর্যায়ে যে Screen টি আসবে সেখানেfinish বাটনে ক্লিক করতে হবে।এরপরে যে স্ক্রীনটি দেখা যাবে এবং সেখানে OK লেখা বাটনে ক্লিক করতে হবে।

এর পরে একটি Screen প্রদর্শিত হবে এবং এখানে XAMPP Control Panel এ যাওয়ার জন্য Yes বাটনে ক্লিক করতে হবে।

এবারের Screen টিতে XAMPP Control Panel এ Apache এবং MySQL Running দেখা যাবে।

জ্যাম্প সার্ভার সেটাপ সমাপ্ত হল।ভূল ত্রূটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এর পরের পর্বে থাকছে "জুমলা ১.৫" নিয়ে ধারাবাহিক টিউন ।

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই wampp নিয়ে কিভাবে কাজ করে যদি লিখতে। উপকার হতো। এটার জন্য ধন্যবাদ।

    ওয়াম্প ও জাম্প সার্ভার দিয়ে মুলত আপনি আপনার নিজের কম্পিউটারকে সার্ভার বানিয়ে এপ্যাচি,মাইস্কুইল প্রোগ্রাম রান করে দেখতে পারবেন।জুমলা দিয়ে সাইট বানানোর জন্য এই দুটোর একটি ইন্সটল করে কাজ করতে পারবেন।

    ধন্যবাদ ডিজিটাল ক্যামেরা ভাই মন্তব্য করার জন্যে।আপনার মুল্যবান প্রস্নটির উত্তর আমি না দিতে পেরে খুবই দুঃখিত।নিশাচর ভাই আপনার প্রস্নের উত্তর দিয়ে দিয়েছেন।ধন্যবাদ নিশাচর ভাই।

Level 0

ভাল এবং গুনগতমানে সেরা আরো সুন্দর সার্ভার সফট শেয়ার করুন।

    ধন্যবাদ simon ভাই মন্তব্য করার জন্যে।সুন্দর টিউন করার জন্যে আপনাদের সহায়তা কামনা করি।ভাল থাকবেন।

Level 0

সমস্যা চিহ্নিতকরণসহ সফট শেয়ার করুন। ধন্যবাদ

    simon ভাই সমস্যা চিহ্নিতকরণসহ সফট নিয়ে টিউন করার চেস্টা করব।দোয়া করবেন।

তৌফিক ভাই ভাল টিউনের জন্য ধন্যবাদ। চালিয়ে যান।

    ধন্যবাদ মিরাজ ভাই মন্তব্য করার জন্যে। ভাল থাকবেন ।

Level 0

ওয়াম্প ইন্সটল করে ডাটাবেস কনফিগারেশন করতে গেলে এরর আসে "Could not connect to the database. Connector returned number: Unable to connect to the Database: Could not connect to MySQL"
এখন কি করবো ? প্লিজ হেপ্ল …

vai windows 7 e ki joomla install kora jabe?