সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৪] :: আপনার ব্লগস্পট ব্লগের পেইজ বা পোস্টকে পিডিএফ আকারে ডাউনলোড করুন

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

আসসালামালাইকুম ।

কেমন আছেন সবাই ?

আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভালো আছেন । আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ্‌র রহমতে ভালো আছি।

আজ আবারো আপনাদের মাঝে আমার ধারাবাহিকতায় ফিরে এলাম।  আমার টিউন গুলো আপনাদের ভালো লাগছে বলে আসলে আমার খুব ভালো লাগছে।

আজ আমি আপনাদের দেখবো  কিভাবে আপনি আপনার ব্লগস্পট ব্লগের সম্পূর্ণ পেইজকে পিডিএফ আকারে ডাউনলোড করবেন।

আসলে ব্যাপারটা মজার না ?

আমার কাছে আসলেই এটা খুব মজার লেগেছে।

আশা করি এটা অনেকেরই ভালো লাগবে।

যাক এটি করতে হলে আপনাকে যা করতে হবে।

  •  প্রথমে এই লিংকে ক্লিক করুন
  • তারপর নিচের  দিকে একটু স্ক্রল করুন Sign Up Now এ ক্লিক করুন

  • তারপর Registation ফরমটি ঠিক মত পূরণ করুন

  • ফরম পূরণ করে Registration কমপ্লিট করলে Log In করতে বলবে।
  • log In করুন
  • Log In করার পর নিচের ছবির মত দুটি স্টেপ দেখবেন । এখানে প্রথম স্টেপে আপনার প্রয়োজনীয় সেটিং পরিবর্তন করে নিন। তারপর Generate the JavaScript  এ ক্লিক করুন

  •  তারপর স্টেপ ২ টে আপনি কিছু জাভা কোড দেখতে পাবেন। অই কোড গুলি কপি করুন

  • এখন আপনি আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Deshboard>Design>Add A Gadget>Html/JavaScript এ ক্লিক করে ওই কোডটি পেস্ট করে সেইভ করুন।
  • প্রিভিউ দিয়ে দেখুন Save Page As PDF  নিচের ছবির মত একটি লোগো দেখতে পাবেন আপনার ব্লগে।

৯৯% কাজ শেষ এখন শুধু কাজ হল কিভাবে আপনি আপনার পেইজ বাঃ পোস্ট পিডিএফ আকারে সেইভ করবেন তা।

একেবারেই সহজ........................................

  • আপনার ব্লগের যেই পোস্টটি আপনি পিডিএফ আকারে সেইভ করবেন সেই পোস্টটি কপি করুন
  • তারপর Save Page As PDF এ ক্লিক করুন।
  • তারপর নতুন একটি window ওপেন হবে । কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার পোস্টটি ডাউনলোড হওা শুরু করবে

(বি.দ্র :  আপনার পোস্ট যত বড় হবে আপনার অপেক্ষাও বেশি হবে, তাই প্রথমে পরীক্ষা মুলকভাবে  একটি ছত পোস্ট সেইভ করে দেখুন। )

টিউনটি আমার কাছে কেমন জানি এলোমেলো লাগছে, তাই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কারো কোথায়ও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কোন কমেন্ট না করলে খবর আছে ??? 😛

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন আমার দরকার হবে,ধন্যবাদ শেয়ার করার জন্য।