প্রফেশনাল ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট আ্যন্ড সাবভার্সন(বাংলা ইবুক)

যারা ওয়ার্ডপ্রেস প্রেমী এবং ওয়ার্ডপ্রেস প্লাগিন বাংলা ভাষায় ট্রান্সলেট কিংবা নতুন প্লাগিন তৈরী করেন কিন্তু তা wordpress.org তে সাবমিট/আপলোড করতে পারেন না ,তারা আমার লেখা বইটি পড়লে নিজের বানানো প্লাগিন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে জমা দিতে পারবেন।

একনজরে :
ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে জানা
একটি প্লাগিন স্ট্রাকচার
ওয়ার্ডপ্রেস প্লাগিনের মেইন প্রোগ্রামিং
২টি কমপ্লিট প্লাগিন উদাহরন
কমপ্লিট সাবভার্সন
একটি ব্লগ টিউন(ফ্রিল্যান্সার দের জন্য টেকটিউন্সে আমার লেখা নির্বাচিত টিউনের pdf ভার্সন)

আমি খুব ভালো লিখেছি তা বললে বেশি বলা হবে তবে আমি ট্রাই করেছি অন্তত কিছুটা শেয়ার করতে, বইটি লিথকে গিয়ে যতটুকু সময় নেবার প্রয়োজন ছিল আমি তা দিতে পারিনি তাই খুব অগোচানো হয়েছে।

২/৩ টি ইংরেজী আর্টিকেল ও বাংলা ট্রান্সলেট করে এতে অন্তর্ভুক্ত করেছি।

বইটি এর আগে   ১০৫২  বার ডাউনলোড হয়েছে, যাদের ভালো লেগেছে বা সামান্য হলেও উপকারে এসছে তাদের মতামত জানতে পারলে আমি খুশ হব।

আর যারা এক্সপার্ট তাদের আমার বইটি পড়ে খারাপ লাগলেও ক্ষমা করবেন কারন বইটি নতুনদেরই কাজে লাগবে।

বইটি নিচের লিংক হতে ফ্রি ডাউনলোড করে নিন।

ডাউনলোড

Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বইটি আমি আপনার সাইট থেকে শুরু দিকেই নামিয়ে পড়েছিলাম। বেশ ভালো লিখেছেন আপনি। নেক্সট বইটার অপেক্ষায় আছি। ধন্যবাদ রানা। ভালো থাকবেন।

বইটা ডাউনলোড করলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য…….
নেক্সট বইটার অপেক্ষায় আছি।

ধন্যবাদ আপনাকে

Level 0

আমার একটা ওয়েব সাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা ও প্রতিদিন আমরা টেকনোলজি নিউজ আপডেট করি আমাদের ওয়েব সাইট এ।
এখন প্রব্লেম হল আমি আমার ওয়েব সাইট এর লগ-ইন স্ক্রীন পরিবরতন করতে পারছি না।
আমাকে কেও হেল্প করেন plzz..
আমার সাইট ঃ http://www.technologynewsupdate24.com

ভাই, ডাউনলোড লিংকে গেলে বলে কিছুই পাওয়া যায়নি????

Level 2

ডাউনলোড লিংকে গেলে বলে কিছুই পাওয়া যায়নি