চালু হলো বাংলা ডোমেইন নেম

আশ্চর্য হলেও সত্যি যে,
বাংলা ভাষাভাষি মানুষদের জন্য ডিজিটাল বাংলা দেশের এক নতুন আয়োজন।
অনেক জল্পনা কল্পনা করার পর আপনার প্রিয ডোমেইনটি পাওয়া যবে এখন বাংলা ভাষায়।
যেমন : রং.com , ঢং.com , ভালোবাসা.com , উত্তরণ.org, ডোমেইন.net, বাংলাদেশ.inf এবং পাগল.com ইত্যাদি।
আজ আমার নিজের নামে একটা ডোমেইন কিনলাম।
http://মহিদুল.com . আপনারাও খুব তারাতারি কিনে নিতে পারেন।

Level 0

আমি mohidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I may not be perfect.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কোথা থেকে কিনলেন ভাই???

Level 0

http://xn--65bpn0a4an.com/ এইটা আপনার ওয়েব সাইটের লিঙ্কে আসে বাংলা আসে নাত

ভাই, এইটা তো দেখি redirect করা !!! অরজিনিয়াল ডোমেইন তো ইংলিশ এই, তাইলে আর বাংলাই ক্যামনে হইল ????

    Level 0

    @এম এম কৌশিক: ভাই, একটু অপেক্ষা করেন। কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

      Level 0

      @mohidul: তবে এখন ডোমেইন কিনে না রাখলে পরে পস্তাবেন।

তবে এটা সাপোর্ট এর জন্য অবশ্যই আপনার লেটেস্ট ব্রাউজার থাকতে হবে। প্রত্যেক ডোমেইন ই ASCII ক্যারেক্টার। আর উইনিকোড ভিত্তিক ডোমেইন কে কনভার্ট করে একটা বিশেষ সিকুয়াল ASCII ক্যারেক্টার এ নেয়া হয়। তাই আপনার ব্রাউজার পুরান হলে ডোমেইন.com দিলে নাও পেতে পারে।

Level 0

Internet Explorer এ Address Bar এর ডান পাশে International Web Site Address Report বাটনে ক্লিক করলেই, Native Language Address হিসাবে বাংলা ডোমেইনটা দেখা যাবে।

৥মহিদুল, আপনার উৎসাহ পেয়ে এই মাত্র একটা ব্লগস্পট ব্লগ খুললাম।
ডোমেইন কেনা ছাড়াই বাংলায় গুগল ডোমেইন দেয়… হা হা হা

http://www.মামুন.blogspot.com

    Level 0

    @Mamun Abdullah: Blogspot থেকে Domain বর্গা নেওয়া থেকে, নিজের জন্য একটা কিনে নেন ভাই।

      @mohidul: তা ভাই খারাপ বলেন নাই। কিন্তু আমি কেবল দেখাতে চাচ্ছি যে, আপনি যে বাংলা ডোমেইন এর কথা বললেন, তাতো একটা রিডিরেক্ট ছাড়া আর কিছুই নয়। এটা যে সবখানেই সম্ভব তা-ই আমি কেবল দেখাতে চেয়েছি।

      নিজস্ব সাইট আমার আগে থেকেই আছে। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

আমার বেশ কিছু কেনা আছে, যেমন রংধনু.com। ইংরেজী পরিবর্তনের ব্যাপারটাকে IDN বলে। তবে ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে বাংলা দেখা সম্ভব। Ex. http://img.mu/WEAO76

মাহমুদ.com 😛 is for sell, kal কিনেছি, ভালো লাগেনি খুব একটা। একটা ফাঁকি আর কি। কনভার্ট সিস্টেম, অন্য কিছুনা।

dot.tk ও বাংলা ডেমেইন দেয় । এই মাত্র আমি নিলাম ওসমান.tk

আমারত মনে হয় এটা আগের থেকেই চালু ছিল। নাকি আমাদের ঠকানো হচ্ছে বাংলা ডোমেইন এর কাথা বলে

আমার মতে বাংলা ডোমেইন হবে
ওসমান.কম
ওসমান.বাংলা
ওসমান.টিকে
ওসমান.নেট
ওসমান.বিডি

যদি বাংলার সাথে একটু ইংলিশ থাকে তবে লাব কি???

amar lagbe na

এই ডোমেইন কিভাবে বাংলা ডোমেইন হয়! ৫০-৫০

    Level 0

    @রনি কক্স: ঠিক বুঝলাম না ভাই। একটু পরিস্কার করে বলবেন।

@mohidul: ভাই, পুরোপুরি বাংলা ডোমেইন মানে হচ্ছে মহিদুল.কম এই টাইপের। কোন রিডাইরেক্ট নয়।

    Level 0

    @রাকিব: ভাই যতটুকু হলো ততটুকুর জন্য শুকরিয়া আদায় করেন।

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8