যেভাবে তৈরী করবেন এই ব্লগের মত একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ (এ টু জেড) পর্ব ৫

উইজেট

উইজেট ট্যাব থেকে আপনার ইচ্ছামত উইজেটগুলো সাইডবারে ড্রাগ করে ড্রপ করুন। এভাবেই সাইডবার বিভিন্ন প্রয়োজনীয় উইজেটগুলো দিয়ে সাজান সহজেই।

প্লাগিংস

ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হবার অন্যতম কারন এর প্রচুর প্লাগিংস। আপনার প্রয়োজন মত যে কোন কিছুই এড করতে পারেন এই প্লাগিংসগুলোর মাধ্যমে। এজন্য প্রয়োজনীয় প্লাগিংসগুলো আপলোড করুন হোস্টের ওয়ার্ড প্রেস ফোল্ডার এর wp contect>plugings ফোল্ডারের ভেতর (অবশ্য এই আপলোড প্রক্রিয়াটি আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারেন)। তারপর ড্যাশবোর্ড থেকে Install plugings ট্যাবে গিয়ে Active ক্লিক করে এক এক করে একটিভ করুন প্লাগিংস গুলো।
Dashboard ‹ www.EARNHELP.com অনলাইনে আয়ের সকল সমস্যার সমাধান — WordPress_1278493274114
আমি সাধারনত যে প্লাগিংসগুলো খুব বেশী ব্যাবহার করি সে গুলো হলঃ

    • একিজমেট

    এটা ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন একটি প্লাগিংস আর এটি এত পরিচিত যে এর সম্বন্ধে নতুন করে বলার দরকার নেই কারন সবাই জানে স্প্যাম কমেন্ট থেকে মুক্তি দেয়াই এই প্লাগিংস এর কাজ।

      • ডব্লিউ পি থ্রেড কমেন্ট

      এই প্লাগিংস এর কাজ পোস্ট কমেন্টে রিপ্লাই অপশন যোগ করা। যার মাধ্যমে কমেন্টের রিপ্লাই কমেন্ট দেয়া যাবে।

        • সাইডবার লগইন

        এর নাম শুনলেই বোঝা যায় এর কাজ হূমম সাইডবারে লগইন বক্স যোগ করা যায় এর মাধ্যমে। আলাদা পেইজে যেয়ে লগইন করতে যে সময় অপচয় হয় তা থেকে মুক্তির জন্য এর বিকল্প নাই। আমাদের মেহেদী ভাই যদি এই প্লাগিংসটা একটু পছন্দ করত 😉 ।

          • ওয়ার্ডপ্রেস রিলেটেড পোস্ট

          পোস্টের শেষে রিলেটেড পোস্ট শো করাই এই প্লাগিংস এর কাজ।

            • ডব্লিউ পি থাম্বনেইল

            পোস্ট থাম্বনেইল ইমেজ শো করানোর জন্য এই প্লাগিংসটি ব্যাবহার করা হয়ে থাকে।

              • অল ইন এসইও প্যাক

              আলাদাভাবে পোস্টে মেটা কী ওয়ার্ড, মেটা ডেসক্রিপশন আর টাইটেল শো করানো যায় এই প্লাগিংস এর মাধ্যমে যা এসইও এর জন্য খুবই সহায়ক।

                • গুগল সাইটম্যাপ জেনারেটর

                অটোমেটিক সাইটম্যাপ জেনারেট আর সাবমিট করাই এই প্লাগিংস এর কাজ যা সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখতে সহায়তা করবে আপনাকে।

                  • বাংলা ডেট টাইম মান্থ ইয়ার

                  নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্লাগিংস এর মাধ্যমে তারিখ বাংলায় শো করানো যায় যা বাংলা ব্লগের জন্য বিশেষ দরকারী।

                    • বাংলা কেবি

                    পোস্ট লেখার সময় বাংলা জনপ্রিয় লেআউটগুলো যোগ করে এই প্লাগিংসটি এটিতো বাংলা ব্লগের জন্য অপরিহার্য। এটি একটিভ থাকলে কমেন্টেও বাংলা অপশনটি রাখা যায়।

                      • ভার্চুয়াল বাংলা কী বোর্ড

                      কমেন্টে ভার্চুয়াল বাংলা কী বোর্ড যোগ করা যায এই প্লাগিংসটি দ্বারা।

                        • মেইনটেন্যান্স মুড

                        সাইটের মেইনটেন্যান্স এর কাজ চলার সময় তা ভিজিটরদের অবহিত করা আর এডমিন প্যানেলে ইচ্চামত ঘাটাঘাটি করতে এই

                          • মোবাইল প্রেস

                          মোবাইল থেকে সাইট ব্রাউজ করার জন্যএই প্লাগিংসটি খুবই সহায়ক।

                            • নেক্সট জেন

                            সাইটে ফটো গ্যালারী যোগ করার জন্য এটি সর্বশ্রেষ্ঠ প্লাগিংস।

                              • সোশ্যাল বুকমার্কিং রিলোডেড

                              পোস্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে শেয়ারের জন্য এই প্লাগিংসটি।

                                • ওয়ান ক্লিক রিটুইট/ফেসবুক লাইক/ শেয়ার

                                এই প্লাগিংসটি দিয়ে পোস্ট রিটুইট,ফেসবুক লাইক বা শেয়ার করা যায়।

                                  • ডব্লিউ থ্রী টোটাল ক্যাশ

                                  সাইটের লোডিং টাইম কমানোর জন্য এই প্লাগিংসটি খুবই জরুরী।

                                    • ওয়াস আপ

                                    ভিজিটর এমনকি স্পাইডারদের আদ্যোপান্ত জানার জন্য এই প্লাগিংসটি খুবই ভালোমানের একটি এনালাইটিকস যা দিয়ে আপনি প্রতিটি ট্রাফিকের সম্বন্ধে জানতে পারবেন আলাদাভাবে।

                                      • হূ ইজ অনলাইন

                                      এটি দ্বারা অনলাইনে থাকা সাইটের ভিজিটর সংখ্যা দেখানো যায় সাইটে।

                                        • ডব্লিউ পি পুল

                                        সাইটে পুল বা জরিপ পরিচালনার জন্য ব্যাবহার করা হয় এই প্লাগিংস।

                                          • এডস ম্যানেজার

                                          এর মাধ্যমে পোস্টে এড শো করানো যায়।

                                            • ডেটাব্যাজ ব্যাকআপ

                                            একটি সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডেটাবেজ যা হারালে আপনার সাইটটিই শেষ হতে পারে। তাই ডেটাবেজের নিয়মিত ব্যাকআপ রাখার জন্য এটি খুবই দরকারী একটি প্লাগিংস।

                                              • ভিজিটর কন্টাক্ট

                                              এই প্লাগিংসটি দ্বারা সাইটের ভিজিটর দের জন্য কন্টাক্ট এর ফরম এবং কন্টাক্ট বাটন তৈরী হয়।

                                              Level 0

                                              আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


                                              টিউনস


                                              আরও টিউনস


                                              টিউনারের আরও টিউনস


                                              টিউমেন্টস

                                              Level 0

                                              goood