ডোমেইন এর সাথে হোস্টিং যুক্ত না করে বা আপনার কাছে Cpanel না থাকা অবস্থায় ওয়েবসাইট ডিজাইন করুন ~ যেকোনো সাইট Hacked দেখিয়ে বন্ধুদের চমকে দিন!

 

 

 

 

 

 

 

অনেক দিন পর টিউন করতে বসলাম । আশা করি একটা ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের ভালো লাগবে ।

যে পদ্ধতিটি দেখাব তা দিয়ে আপনি কি কি করতে পারবেন.......

  • ধরুন আপনার ওয়েবসাইট একটি হোস্টিং এ আছে কিন্তু আপনি তা অন্য হোস্টিং এ নিবেন । এখন ডোমেইন Name server পরিবর্তন না করেই আপনি আপনার নতুন সাইট এ Backup upload করার পর তা ঠিক মত কাজ করছে কিনা তা দেখতে পারবেন ।
  • বা নতুন হোস্টিং এ ওয়েবসাইট টা নতুন ভাবে সাঁজাতে চান । সেটাও ডোমেইন Name server পরিবর্তন না করেই করতে পারবেন শান্তি মত । এতে আপনার সাইট অন্য হোস্টিং এ চলতে থাকবে আর আপনিও নতুন সাইট বানাতে থাকবেন ।
  • ধরুন ডোমেইন Cpanel আপনার কাছে নেই । কিছু দিন পরে পাবেন । কিন্তু অপেক্ষা করে থাকবেন কেন ? এখনি সাইট ডিজাইন শুরু করে দিতে পারবেন । পরে ডোমেইন Cpanel পেলে Name server পরিবর্তন করে দিবেন 🙂 ।

এখন আশি একটু মজা করার উপায় নিয়ে......

  • এই পদ্ধতিতে আপনি যেকোনো ওয়েবসাইট হ্যাক করা অবস্থায় আপনার বন্ধুদের দেখিয়ে চমকে দিতে পারবেন ( যদিও প্রকৃত পক্ষে হ্যাক নয় )

অনেক তো বক বক ( বক পাখি নয় ) করলাম । এখন কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি । খুবি সহজ

  • প্রথমে যেই ডোমেইন টা ডিজাইন বা হ্যাক দেখাতে চান তা আপনার হোস্টিং এ রেজিস্ট্রেশান করুন ।
  • আপনার হোস্টিং এর IP Address জেনে নিন । না জানলে who.is  এ হোস্টিং এর Name server দিয়ে IP Address জেনে নিন ।
  • এবার আপনার পিসি এর C:\Windows\System32\drivers\etc এ যান ।
  • দেখুন সেখানে Hosts নাম এ একটা ফাইল আছে । এটা কপি করে অন্য যেকোনো জায়গায় paste করুন । আমি Documents এ করেছি । এখন এই কপি করা ফাইল টি Notepad দিয়ে ওপেন করুন ।
  • তারপর ছবির মত একদম নিচে IP আর ডোমেইন নাম বসিয়ে দিন ।

  • সেভ করুন । এখন এই ফাইলটি কপি করে C:\Windows\System32\drivers\etc এ Paste করে আগের টাকে Over right করুন ।
  • এখন Browser cache ডিলিট করে সাইট এ ঢুকে দেখুন নতুন হোস্টিং এ সাইট টা দেখাচ্ছে ।

নতুন হোস্টিং এ সাইট টা শুধু আপানার পিসি দিয়ে দেখা যাচ্ছে কিন্তু অন্য সব পিসি তে সবাই আগের হোস্টিং এ সাইট টা দেখবে ।

এভাবে নতুন হোস্টিং কাজ সম্পূর্ণ হলে ডোমেইন Name server পরিবর্তন করে দিবেন

আর হ্যাক দেখাতে চাইলে আপনার হোস্টিং এ একটা ফাইল আপলোড করে দিবেন যাতে লেখা থাকবে Hacked by আপনার নাম । আর বন্ধুকে আপনার পিসি থেকে দেখাবেন সাইট হ্যাকড । বা বন্ধুর পিসি তে এই কাজ করে তার পিসি দিয়ে ও দেখাতে পারেন । Google.com , Facebook.com এগুলো হ্যাক দেখান বেপার ই নয় 😛 ।

আশা করি কারো কারো উপকারে লাগবে । বিশেষ করে ওয়েব ডিজাইনারদের । আল্লাহ হাফেজ ।

This tune copy right by WebCareZone.com - Complete web solution for your site.

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun to.
কোন সাইট কিভাবে সম্পূর্ন ডাউনলোড করে রাখা যায়??
যেমন টেকটিউন ডাউনলোড করে করে রাখতে চাই। যখন নেট থাকবে না তখন দেখব।

ধন্যবাদ মন্তব্যের জন্য । এই টিউনটি দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/40523