আপনার ব্লগ শুরু করবেন যেভাবে

প্রথমেই সকলের জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল।
আপনি যদি একজন ব্লগার হন তাহলে অবশ্যই আপনি চাইবেন আপনার নিজের একটি ব্লগ থাকুক। আবার অনেকেই আছেন নিজের একটি ব্লগ তৈরি করতে চান বা নিজের একটি ব্লগ তৈরি করে অনলাইনে আয় করতে চান, এই লেখাটি তাদের জন্য।
আমি প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি। যারা ব্লগ তৈরি করার জন্য প্রস্তুত, তাদের প্রথম প্রশ্ন হয় – আমি কোন প্লাটফর্ম-এ ব্লগটি তৈরি করব? নিজস্ব Hosting, Blogspot/Blogger.com নাকি WordPress.com এ?
যাদের Hosting ও Web Developing এর ভাল জানা আছে তারা নিজস্ব Hosting এ ব্লগ তৈরি করতে পারেন। তারা নিজস্ব hosting এ WordPress install করে ব্লগ তৈরি করতে পারেন। এটাই সবচেয়ে ভাল। নিজের hosting এ ব্লগ থাকা মানে এর সম্পূর্ণ মালিক আপনি নিজে। ব্লগের ফাইল তথা সবকিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে।
Hosting ও Web Developing এ ভাল দখল নাই বলে যে আপনি নিজের ব্লগ তৈরি করতে পারবেন না, তা মুটেই ঠিক না। বিশেষ করে যারা ভাল লিখতে পারেন কিন্তু Hosting ও Web Developing এ ভাল দখল নাই, তাদের জন্য আশার কথা হচ্ছে WordPress ও Blogger এ ব্লগ তৈরি করতে Hosting বা Web Developing জানা লাগে না। এতে অল্প জ্ঞান থাকলেই খুব সহজে আপনি আপনার ব্লগ তৈরি করতে পারেন। কাজেই আমি প্রাথমিক পর্যায়ে লিখছি। পরবর্তী পর্যায়ে নিজের Hosting এ ব্লগ তৈরি (A to Z) করা দেখাব ইনশাল্লাহ।
প্রথমেই ওয়ার্ডপ্রেস ও ব্লগার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা উচিৎ। কেননা আপনি যখন ব্লগটি তৈরি করছেন তখন অবশ্যই আপনাকে ব্লগটির ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে। যখন আপনি একটি ব্লগ করছেন এবং তা একদিন বৃহৎ একটি ব্লগ এ পরিণত হবে তখন প্লাটফর্ম (ওয়ার্ডপ্রেস, ব্লগার) পরিবর্তন করা কঠিন হয়ে পরবে। কারন এর সাথে অনেক বিষয় (SEO, URL, Data ইত্যাদি) জড়িত থাকে। কাজেই ভবিষ্যতের কথা ভেবে প্রথমেই সুবিধা-অসুবিধা ভালভাবে জেনে আপনাকে ঠিক করতে হবে কোথায় আপনার ব্লগটি তৈরি করবেন। মূলত আপনার ব্লগের ধরণ অনুযায়ী প্লাটফর্ম বাছাই করতে হবে।
আবার আপনি যদি নিজের বা প্রতিষ্ঠানের portfolio ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে weebly.com এও তৈরি করতে পারেন খুব সহজেই। তবে সেই ওয়েবসাইট যদি ব্লগ প্রকৃতির হয়, তাহলে weebly তে না করাই ভাল।
এখন অবশ্যই আপনি আপনার ব্লগটি তৈরি করার জন্য মানসিক ভাবে প্রস্তুত। তাহলে তৈরি থাকুন আগামি পর্বের জন্য। ব্লগ (wordpress.com, blogspot/blogger.com, weebly.com ইত্যাদি) এর প্রাথমিক পর্যায় থেকে advance লেভেল পর্যন্ত লিখব ইনশাল্লাহ। আমার চেষ্টায় আপনাদের যদি একটি নিজের ব্লগ তৈরি করতে পারেন তাহলে আমি মনে করব আমার লেখা সার্থক হয়েছে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরুধ রইল।
আমার লেখাটি আলরমেলা ব্লগেও প্রকাশিত হচ্ছে। ফেইসবুকে আমি শাহীন

Level 0

আমি Shahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস