আজই নিন রেডিমেড ওয়ার্ডপ্রেস ব্লগ একান্তই আপনার

'Blogging without Bindings' এই মোটো নিয়ে যাত্রা শুরু করল iBabar Blogging Platform. আজ থেকে এই প্ল্যাটফরমটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হল।

নিজের একটি সাইট থাকা এখন অনেকেরই শখ। অনেকের প্রফেশনাল কাজের জন্যও প্রয়োজন।

যারা শখের বশে সাইট বানাতে চান তারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্লগ সাইট বানাতে আগ্রহী। ব্লগিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় এঞ্জিন হল ওয়ার্ডপ্রেস।শখের বশে অনেকে কাজও শুরু করে দেন ওয়ার্ডপ্রেসে। কিন্তু ফ্যাসাদে পড়েন কাজ শুরু করার পর। কোনটা দিয়ে কি করবেন সেটিই বুঝতে পারেন না। ডোমেইন, হোস্টিং এতসব ঝামেলা তাদের ভাল লাগেনা। অনেকের কাছে এসব শব্দ একেবারে নতুন মনে হয়। অনেকে হয়তো ওয়ার্ডপ্রেসই বুঝতে পারেন না।আমরা এরকম অনেককেই দেখেছি, যাদের প্রচণ্ড ইচ্ছা আছে নিজের একটা সাইটের কিন্তু পারছেন না।

তাদের সবার জন্যই আমাদের এই প্রজেক্ট। আমরা জনপ্রিয় ব্লগিং এঞ্জিন ওয়ার্ডপ্রেসে একটা প্লাটফরম দাঁড় করিয়েছি, যা তাদের স্বপ্ন পূরণের সহায়ক হবে। এখানে ইউজাররা রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাচ্ছেন একটি রেডিমেট ব্লগ। যা তাদের চাওয়া এবং পাওয়ার মাঝে সমন্বয় সাধন করতে পারবে বলে আশা করি।

এই মহূর্তে বর্তমান আমাদের কিছু ফিচার নিচে তুলে দিলামঃ

১. ৪০+ ফুল ফীচার্ড থীম।

২. ১০০+ প্রীলোডেড প্লাগইন

৩. বাংলা ব্লগের জন্য অনূবাদিত বাংলা থীম।

৪. ফুল কন্ট্রোল প্যানেল।

৫. Bindings free Bloging.

ভবিষ্যতে আরও অনেক ফীচার যোগ করার প্ল্যান আছে।

iBabar Blog এ রইল আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই প্ল্যাটফর্মে আরো কি কি সুবিধা পেতে চান, তা জানালে আমরা প্ল্যাটফর্মটাকে যথাসম্ভব উন্নত করে আপনার কাংখিত প্ল্যাটফর্মে পরিনত করতে পারবো।

আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে এই প্ল্যাটফর্মটির উন্নয়নে যথাসম্ভব সহযোগীতা করবেন।

ইউআরএলঃ http://ibabar.com

ধন্যবাদান্তে,

iBabar Blog টীম

Level 0

আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই খুব ভালো পরিকল্পনা.ধন্যবাদ আপনাকে

    আপনাকেও ধন্যবাদ।

Great job. Design, idea is superb. How have you made this blogging platform.

আপনার জনসেবা মূলক পরিকল্পনাটা আমার কাছে অনেক ভালই লাগল। যদি আমার পার্সোনাল সাইট না থাকত তবে আমি নিশ্চয় আপনার সাইটি রেজিষ্ট্রেশন করতাম। দোয়া করি আপনি যে সফল হওন।

আরে ধুর !! এই টেকটিউনসরে নিয়া কত যে বিপদে আছি – তারপরেও আবার বলেন কিনা WordPress !! আসলে এর নাম WordPress না হয়ে হওয়া উচিত ছিল Elephantpress .

    তারপরও ওয়ার্ডপ্রেস এখনপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগিং এঞ্জিন।

    আসলেই, ওয়ার্ড প্রেস শুনলেও ভয় লাগে

ভালো উদ্যোগ, স্বাগতম এবং ধন্যবাদ।

Level 0

উদ্যোগ ভালই, চালিয়ে যান। শুভকামনা রইলো।

এই সাইট থেকে ফ্রি সাইট বানাতে পারেন সাথে অনেক কিছু দেখুন http://www.banglaspot.com

Level 0

ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য। মাথায় রেখে দিলাম। সময় করে কাজ শুরু করে দিব।।।:)

বাবর ভাই আপনাকে এখানে দেখে ভাল লাগছে।অনেকদিন ধরে টেকটিউনে আসা হয় না সাইডে ঢুকতে খুব সমস্যা হয়।যাক আপনাকে আবারও ধন্যবাদ
এত সুন্দর একটি কাজ করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ সেজান ভাই।

আপনার পরিকল্পনা আমার ভাল লেগেছে।ধন্যবাদ………

অাপনার ওয়েব সাইড দেখলাম। ভাল লাগল। অাপনার প্রচেষ্টার সাধুবাদ জানাই।
ধন্যবাদ
প্রয়োজনে আমার ওয়েবসাইডে একটু ঢুঁ মারতে পারেন। চলুন…

Level 2

thnx ,ami contact korte pari……..