ঘরে বসে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখুন।

 

আস্‌সালামু আলাইকুম। সুপ্রিয় টেকটিউন পাঠক, আশা করি আপনার সবাই  পরম করুনাময় আল্লাহ্‌তায়ালার পরম করুনায় ভালোই আছেন।  আজ আমি আপনাদের সামনে একটি অবাক করার মতো বিষয় নিয়ে হাজির  হলাম।

আজকাল চারদিকে এতোবেশি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইনে আয়ের খবর হরহামেশা শোনা যায় যে, তাতে অনেকেই এ বষয়টি নিয়ে চিন্তিত। আসলে কি এটা সম্ভব ?

অনলাইনে সত্তিই আয় করা সম্ভব। ভালোভাবে কাজ শিখলে বা পারলে অনলাইনে মাসে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করা সম্ভব যা হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেন নি। কিন্তু যারা  নতুন তারা অনেকেই জানে না যে কোন কাজের কেমন কদর।

আপনি যদি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যাচাই-বাছাই করেন তাহলে হয়তো বুজতে পারবেন  যে ফ্রিল্যান্সিং কাজগুলোর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন একটা বিশেষ যায়গা দখল করে আছে।

কারন আজকাল সবকিছুই হচ্ছে অনলাইনে। আর এ অনলাইনে সবকিছুর করার জন্য দরকার ওয়েবসাইট। আজকাল আপনি MS Word, MS Excel এর মতো বাঘা বাঘা সব সফটওয়ার ব্যবহার করতে পারেন আপনার ব্রাউজার দিয়েই।

আপনি নিশ্চয়ই বুজতে পারছেন  যে ওয়েবসাইটগুলোই হচ্ছে অনলাইনের সকল কাজকর্মের মূল।

আর এজন্য দিন দিন নতুন নতুন ওয়েবসাইট বানানোর দরকার হচ্ছে। আবার পুরনো ওয়েবসাইট রিডিজাইন করতে হচ্ছে, বড় বড় ওয়েবসাইট মেইন্টেন্যান্স ও ম্যানাজের জন্য দক্ষ ওয়েব ডেভেলপারের দরকার হচ্ছে। ফলে দিন দিন ওয়েব ডেভেলপারদের কদর বাড়ছে এবং এখনও তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

বিশ্বব্যাপী ওয়েব ডেভেলপারদের চাহিদা ও আমাদের দেশের শিক্ষিত বেকার যুবকদের কথা চিন্তা করে Webkiddds(আমদের প্রতিষ্ঠান) আপনাদের জন্য আয়োজন করছে এক ভিন্ন ধর্মী ওয়েব ডেভেলপমেন্ট কোর্স।  সম্পুর্ন E-learning  পদ্ধতিতে সাজানো হয়েছে  এ কোর্সটি। এতে করে আপনি ঘরে বসেই শিখতে পারবেন হাতে কলেম ওয়েব ডেভেলপমেন্ট এর টুকিটাকি থেকে শুরু করে অ্যাডভান্স বিষয়গুলো।

নিচে কোর্স সম্পর্কে বিস্তারিত উল্লেখ কর হলোঃ

কোর্সটির সময়সীমা তিন মাস।

কোর্সটির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে Html5, CSS, CSS3, JavaScript and jQuery

কোর্সটি পরিচালিত হবে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত।(পরিবর্তনযোগ্য);

কোর্সটি হবে সম্পুর্ণ E-learning ভিত্তিক।

কোর্সটির ফি  ৬০০০=/ টাকা

আগামী  ১৫ জুন ফ্রি ক্লাসে অংশগ্রহন করে E-learning ও ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন, সাথে সাথে আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে জানুন।

আমাদের সম্পরকে জানুন, বুঝুন এবং সঠিক সিদ্ধান্ত নিন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ

মোবাইলঃ 01876497415

ই-মেইলঃ [email protected]

আপনাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন  কল্যান কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।

টিউনটি ভাল লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

 

 

Level 1

আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস