বিকাশে ডোনেট করার উপায় ভিডিও সহ অপরাজয় ক্রাউডফান্ডিং

অপরাজয় বাংলাদেশের একমাত্র ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম যেখানে খুব সহযে ডোনেট করা যায়। ডোনেট করার আরো অনেক মাধ্যম আছে। আজকে শুধু মাত্র বিকাশে কিভাবে পেমেন্ট করা যায় তা আপানাদের শিখানো হবে। আপনি যদি ক্রাউডফান্ডিং বিষয়টি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে blog.oporajoy.org এই ব্লগে এই বিষয়ে অনেক ব্লগ আছে দ্রুত পড়ে আসুন।

Oporajoy.org এই ওয়েবসাইটে বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে তাদের ফান্ডিং প্রোফাইল খোলা আছে। আপনি যে কোন একটিতে ডুকবেন। সম্পূর্ণ বিষয়টি পড়ে আপনার কাছে ডোনেট করার মত মনে হলে ডোনেট করবেন। ডোনেট করার জন্য প্রথমে ডান পাশে Donate এর ঘরে কত টাকা দিতে চান ঐ অংকটি বসান। তারপর ডোনেট বাটনে ক্লিক করবেন।

ক্লিক করার পর checkout পেইজ আসবে। এখানে Full Name এই ঘরে আপনার নাম। Email এর ঘরে আপনার ইমেইল এড্রেস। Phone এর ঘরে আপনার মোবাইল নাম্বার। Address এর ঘরে আপনার ঠিকানা সুন্দর ভাবে লিখুন।

তারপর By click check box enable Submit Payment button and you agree to our Terms of Use and confirm that you have read our Policy. You may receive email notifications from Oporajoy and SSL COMMERZ. এই অংশটুকু পড়ুন এবং চেক বক্সে ক্লিক করুন। এরপর দেখবেন Submit Payment বাটনে ক্লিক করতে পারছেন এবং ক্লিক করুন।

এই কাজ শেষ হওয়ার পর আপনার সামনে SSL COMMERZ এর পেইজ অপেন হবে। এখান থেকে SSL COMMERZ বাটনে ক্লিক করে পরের ধাপে যান। Select Payment Method থেকে বিকাশ সিলেক্ট করবেন। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে নিমোক্ত ধাপগুলো অনুসরণ করবেন।

বিকাশে ডোনেট করার উপায় ভিডিও সহ

Level 0

আমি মুজাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস