রিসেলার হোস্টিং বিসনেস শুরু আগে যে সকল বিষয় জানা দরকার এবং করনীয় –

যেকোনো ব্যবসা শুরু করতে গেলে দরকার অনেক ধৈর্য ও ত্যাগ।

সাফল্য কখনোই সহজে আসবেনা না। এখানে আপনার প্রতিটি সিদ্ধান্তই যেমন গুরুত্বপূর্ণ একইভাবে ঝুঁকিপূর্ণ।

এই সিদ্ধান্তের পরিণাম যাই হোক না কেন আপনাকে তার দায়িত্ব নিতে হবে।

আমরা যারা ১৯ সতকের শেষের দিকে জন্ম গ্রহণ করেছি, আমরা জানি কম্পিউটার এবং ইন্টারনেট কিভাবে বিশ্বকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা সম্ভাবত তথ্য ও প্রযুক্তিকে ঘিরে চতুর্থ শিল্প বিপ্লব দেখতে যাচ্ছি, আপনি এই শিল্প বিপ্লবের অংশ হতে চাইলে, তথ্য ও প্রযুক্তিকে নিয়ে আপনি আপনার বাবসায়িক পরিকল্পনা করতে পারেন।

এই তথ্য প্রযুক্তির একটি বড়ো অংশ ক্লাউড প্রযুক্তি। এই প্রযুক্তি নিয়ে ব্যবসা করতে চাইলে দরকার অনেক দক্ষতা ও বড় বিনিয়োগ, যার হয়তো কিছুই আপনার নেই। আপনি দক্ষতা ও পুঁজি দুটিই বৃদ্ধি করতে পারেন বড় কোন ক্লাউড কোম্পানি থেকে সার্ভিস কিনে তা বিক্রি (RESELL) করার মাধ্যমে।

রিসেলার হলো ওয়েব হোস্টিং এর একটি অংশ। যেখানে একজন রিসেলার হোস্টিং অন্য হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করে নিজের ইচ্ছামত প্যাকেজ তৈরী করে মার্কেটে বিক্রয় করতে পারেন বা প্রয়োজনে ব্যবহার ও করতে পারেন।

অর্থাৎ হোস্টিং প্রদানকারীর দেওয়া স্পেস, ব্যন্ডউইথ, এবং অনান্য সকল ফিচার ব্যবহার করতে হবে।

 

রিসেলার হলো অনলাইন বিজনেস জগতের একটি জনপ্রিয় মাধ্যম। আমরা অনেকেই অনলাইনে হোস্টিং ব্যবসা করতে চাই কিন্তু আমাদের এই বিষয়ে সঠিক ধারনা নেই। তাই অনলাইনে ব্যবসার ক্ষেত্রে নানা ধরনের সমস্যর সম্মুখীন হতে হয়। এজন্য অনলাইনের  হোস্টিং বিসনেস শুরু করার আগে আমাদের হোস্টিং সম্পর্কে সঠিক ধারনা অর্জন করতে হবে।

 

এখানে হোস্টিং বিসনেস এর জন্য যে সকল বিষয় জানা দরকার এবং এর করনীয় কি তা আলোচনা করা হল-

 

আপনাকে একটা ভাল রিসেলার হোস্টিং কোম্পানি হতে সার্ভিস ক্রয় করতে হবে। রিসেলার হোস্টিং কোম্পানির প্রদানকারী আপনাকে একটি প্যানেল দিবে যাকে WHM বলে।

 

আপনি যে একটি হোস্টিং বিজনেস শুরু করছেন, কিসের উপর বিজনেস শুরু করছেন এনং কোন কোন সার্ভিস দিয়ে থাকেন এটা গ্রাহকদের জানানোর জন্য আপনার অবশ্যই একটি কর্পোরেটর ওয়েবসাইট তৈরী করে নিতে হবে এবং সেখানে আপনার সকল সার্ভিস সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে।

 

গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য আপনার অবশ্যই টিকেটের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া ও live chat এর ব্যবস্থা করতে পারেন।

 

মার্কেট Price অনেক বড় একটি বিষয় যেহেতু, আপনি যদি নতুন হোস্টিং বিজনেস শুরু করেন সেক্ষেত্রে আপনার গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য আপনাকে হয়ত সার্ভিসগুলো কম দামে মার্কেটে বিক্রয় করতে হবে। ফলে আপনার বিজনেসের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং পরবর্তীতে আপনি চাইলেও বেশী দামে সার্ভিসটি বিক্রয় করতে পারবেন না। তাই নতুন হোস্টিং কোম্পানী উপলক্ষে নির্দিষ্ট সার্ভিস এর উপর সাময়িকভাবে আপনি  কিছু মূল্য ছাড় দিতে পারেন।

 

রিসেলার হোস্টিং ক্রয়ের আগে আপনি যে সকল ফিচারগুলো অবশ্যই দেখে নিবেন-

সাপোর্টঃ

একটি উন্নতমানের হোস্টিং কোম্পানি পারে আপনাকে ভালো মানের  সার্ভিস দিতে তাই রিসেলার হোস্টিং ক্রয়ের পুর্বে কোম্পানি সাপোর্ট কতটুকু তা নিশ্চিত হওয়াটা খুবই জরুরি, তা না হলে যখন  আপনার সার্ভার ডাউন হবে তখন তার সমস্যা সমাধানের জন্য উত্তর পেতে দেরি হলে আপনাকে অনেক ভিজিটর হারাতে হবে।

 

কন্ট্রোল প্যানেলঃ

কন্ট্রোল প্যানেল হল হোস্টিং বিজনেসের একটি গুরুত্তপুর্ন বিষয়। এটি খুব সহজেই ব্যবহার করা যায়। আপনার  গ্রাহকদের ওয়েব সাইট সেটআপ এবং ডোমেইন পরিচালনার জন্য একটি প্যনেল প্রয়োজন হবে। তাই রিসেলার হোস্টিং কেনার পুর্বে হোস্টিং কোম্পানি হতে কন্ট্রোল প্যানেলের সকল তথ্য উইজার নাম, পাসওয়ার্ড বুঝে নেওয়া উচিত।

 

ব্যকআপঃ 

ওয়েব সাইটে ব্যাকআপের ডাটা নিরাপত্তার জন্য  ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। ভাল হোস্টিং কোম্পানিগুলোতে  সমস্যা সমাধানের জন্য নিয়মিতভাবে তাদের সার্ভার  ব্যাকআপ করাসহ রিমোট সার্ভারের ব্যবস্থা  রেখে থাকেন যার মাধ্যমে আপনি আপনার গ্রাহকদের সমস্যা সমাধান করতে পারবেন।

 

ব্যন্ডউইথঃ

আপনার ওয়েবসাইটগুলি বিশাল ট্রাফিক পরিচালনা করতে ব্যান্ডউইথ সীমা নির্বাচন করার সময় আপনাকে সতর্ক হতে হবে। সেক্ষেত্রে  আপনার ব্যান্ডউইথের  সীমা অতিক্রম হলে আপনার ওয়েবসাইটির সীমা পুনরায় না করা পর্যন্ত অফলাইনে চলে যাবে।

 

উপরিউক্ত, বিষয়য়গুলা বিবেচনা করার সাথে সাথে আপনার একটি ভাল হোস্টিং প্রদানকারীর সম্পর্কে যাচাই করা উচিত।

এখন আপনি WHM টা পাবেন কিভাবে? তার জন্য আপনাকে  প্রথমে একটি রিসেলার হোস্টিং নিতে হবে। রিসেলার হোস্টিং কিনতে চাইলে MyLightHost- web hosting service provider রিসেলার যে কোন একটি প্যাকেজ নিয়ে বিজনেস শুরু করতে পারেন।

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস