ব্লগ ট্রিক্স।আপনার ব্লগ কে মোবাইল ফোন থেকে দেখার পদ্ধতি জেনে নিন।

আস-সালামু-আলাইকুম।সবাই কেমন আছেন?অনেক দিন পর টিউন করলাম।সাইফুল ভাই ডলার কেনা বেচা বন্ধের জন্য ব্যবস্থা নিয়েছেন দেখে খুব ভালো লাগ্লো।

আপনারা সবাই জানেন এখন কোটি কোটি মানুষ মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকে।বর্তমান প্রযুক্তির কারনে মোবাইল ইন্টারনেট স্পীড ও খুব ভালো।এর থেকে বোঝা যায় যে আমার আপনার ব্লগ  মোবাইল সার্চ ইঞ্জিনে থেকে দেখা যায়  এবং সামান্য একটু  কাজ করলেই আপনার ব্লগ সহজেই মোবাইল এর সার্চ ইঞ্জিনে  দেখা যাবে এবং খুব সহজেই অন্যরা দেখতে পারবে।  আপনি যদি এটি না করেন তাহলে আপনি প্রচুর ভিজিটর হারাবেন।আপনি কি তা চান?তাহলে কিভাবে মোবাইল থেকে আপনার ব্লগ দেখার ব্যবস্থা করবেন তা জেনে নিন।

ব্লগার এ লগিন করুন।

Blogger account > Design > Edit html এ যান।নিচের লাইন টি খুজে বের করুন।এর জন্য Edit html এর Expand Widget Option এ টিক দিয়ে ফায়ারফক্স থেকে Ctrl+F চাপুন।Find বক্স এ নিচের লাইন টি পেস্ট করুন।

"""    <b:include data='blog' name='all-head-content'/>    """

উপরের লাইন টি খুজে বের করার পর  নিন্মোক্ত  কোড গুলো এখান থেকে কপি করে ওই লাইন এর ঠিক নিচে পেস্ট করে দিন।

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>

<b:if cond='data:blog.isMobile'>

<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/>

<b:else/>

<meta content='width=1100' name='viewport'/>

</b:if>

এবার Save Templet এ ক্লিক করুন।ব্যস।হয়ে গেলো।  এখন ভিজিটর রা মোবাইল থেকে আপনার ব্লগ খুজে পাবে ও ভিসিট করতে পারবে।

আশা করি এটি সবার কাজে লাগবে।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kobe kajer jenes re bhai.preote raklam.ALLAH apnar mongol korok Amin

ভাইয়া কোটটা দিলেতো আমার ব্লাগারতো ওপেন হচ্ছেনা কি করবো ?

    Level 0

    মানে বুঝলাম না।আমি তো কোড দিয়েছি,ভালো করে লক্ষ করুন।

Web site ke mobile delhbar upojogi korte gele ki korte hobe ?
Thanks for the tune.

Level 0

thanks bro