Web studio 5.0 এবার তৈরি করুন অনলাইনে নিজের ওয়েবসাইট, কোন প্রোগ্রামিং শেখা ছাড়াই

প্রফেশনালদের মত ওয়েব ডিজাইন করে নিন মাত্র কয়েক মিনিটে। ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার ও WYSIWYG লেয়াউট থাকায় ওয়েবসাইট তৈরি এখন একদম সহজ ও মজা! সাথে আছে fully-integrated site hosting যা এক মুহুর্তে পাবলিশ করে দেবে আপনার সাইটকে। আপনার কাজের প্রিভিউ দেখার জন্যে এতে আরো আছে ফ্রি ওয়েব হোস্টিং!

বিজনেস ওয়েব সাইট বা ব্যক্তিগত, যাই হোক না কেন, ওয়েব স্টুডিওই হতে পারে আপনার কাঙ্খিত সফটওয়্যার। আপনার বিজনেস যাই হোক না কেন পেশাদারিত্ব ফুটিয়ে তুলতে একটি মানসম্পন্ন ওয়েব সাইট থাকা অত্যন্ত জরুরি।

ফিচার কি কি?

  • ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার
  • ফুল কাস্টোমাইজেবল ইন্টারফেইস

  • কাস্টমাইজেবল ওয়েবসাইট টেমপ্লেট

  • ফ্রি হোস্টিং এর মাধ্যমে সাথে সাথে প্রিভিউ দেখার ব্যবস্থা !

/>

  • স্লাইড শো এড করার সুবিধা

  • ছবি, ভিডিও এমবেড করার সুবিধা

  • লিঙ্কস এড করা

Download করে নিতে পারেন ৩ উপায়েঃ

part 1

part 2

  • টরেন্ট থেকে

যেভাবে ইচ্ছে ডাউনলোড করুন। কেউ মিডিয়াফায়ার লিঙ্ক থাকলে জানাবেন, এড করে দেব।

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনের 6ybh এর লিংক গুলো রিপ্লেস করে মিডিয়াফায়ারে আপডেট করা হল। অনেকে টিউনে 6ybh আপলোড ব্যবহার করতে চাইছেন। তাই 6ybh সহ বেশ কিছু ফাইল হোস্ট টিউনে ব্যবহারের ক্ষেত্রে খুব শীঘ্রই খুবই সহজ ও টিউনাদের কথা চিন্তা করে কিছু গাইড লাইন তৈরি করা হচ্ছে যা খুব শীঘ্রই টেকটিউনসে প্রকাশিত হবে। ঘোষণা না দেওয়া পর্যন্ত দয়া করে টেকটিউনস বান্ধব ফাইল হোস্ট ব্যবহার করুন। ধন্যবাদ।

    বিশ্বাস করুন মিডিয়াফায়ার লিঙ্কু খুজেছি বাট ১/২/৩ পার্ট পাই বাট পুরাটা পাই না। তাই লিচ করেছি। যোগাড় করে দেয়ায় অনেএএএএএএএক ধন্যবাদ। অপবাদ ঘুঁচল

    মিডিয়াফায়ারে আপলোড কি করে করলেন এত তাড়াতাড়ি?

Level 0

বাহ দারুন তো। তবে যাই বলেন দিহান ভাই. P H P, CSS এর বিকল্প কিছু নেই।

Level 0

ভাই আমি জানতে চাই PHP-এর বাংলা কোন pdf format-এর বই আছে কিনা? থাকলে link টি দিলে ভালো হয়তো । অথবা writer-এর নাম জানাবেন।

Level 0

is it full version or trail…?

    আমি ফুল ভার্সনই দিয়েছিলাম। তবে মডারেটর (টেকটিউন্স) পন্ডিতি ফলিয়ে কি করেছে কে জানে!

কথা হচ্ছে ফ্রি না ট্রায়াল ভার্সন দিয়ে চালাতে হবে? এরকম কোন ফ্রিওয়ারের খোঁজ পেলে জানাবেন।

Level 0

Is it free or trial ??
If trial, then where is its serial no. or keygen ?

    ফুল এডিশন পাবেন আমার লিঙ্কে। মডারেটর (টেকটিউন্স) পন্ডিতি ফলিয়ে যা দিয়েছে তার খবর জানি না

অনেক ভাল একটা জিনিস দিলেন এবং কাজেরও অনেক,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

পিএইচপি নিয়ে বাংলা বই আছে।

যদিও এইসব PHP CSS জুমলা এগুলু আমি বুঝিনা, তারপরেও দিহান ভাইয়ের টিউন, তাই হাজিরা দিয়ে গেলাম, ভালো থাকবেন দিহান ভাই।

ফেচবুক আমরা অ্যাকাউন্ট খুললে নর্মালই Add As Friend আসে কিন্তু আমি এর বদলে Like চাই ও Profile এ যেকোনো Name Used করতে চাই । যেমনঃ আমি দিতে চাই International Pal Association_iPA এ ক্ষাত্রে আমি কি করবো । এই Profile টাই আমি Add As Friend বাদ দিয়ে Like দিতে চাই ।

এনামুল খান
ইসলামী ইউনিভার্সিটি
কুষ্টিয়া
ই-মেইলঃ [email protected] , [email protected]
facebook কে আমাকে পাবেনঃ http://www.facebook.com/enamulkhanbd

    পেইজ খুলুন। তাতেই হয়ে যাবে। ফেসবুকের হোম-পেইজেই নিচে দেখেন আছে–> create a page

আমি যতবারই Windows XP Setup করতে যাই ততবারই আমার HDD –থেকে E: Drive Format করতে বলছে । অবশ্য আমি আগে একবার E: Drive Format করে Windows 7 Setup করেছিলাম । তখন আমার কম্পিউটার এ Windows XP & Wondows 7 একসাটা চলছিলো । প্রবর্তিতে আমি যখন Windows XP Setup করতে যাই তখনই আমার HDD –থেকে E: Drive Format করতে বলছে । আবার F: Drive ও Format দিতে বলে । আর কম্পিউটার এত সোল যে কাজ করা সম্বব হচ্ছেনা । এখন আমি কি করবো ?
এনামুল খান
ইসলামী ইউনিভার্সিটি
কুষ্টিয়া
ই-মেইলঃ [email protected] , [email protected]
facebook কে আমাকে পাবেনঃ http://www.facebook.com/enamulkhanbd

    সম্ভব না। প্রথমে উইন্ডোজ xp ইন্সটল করেন, এর পর করেন 7
    প্রথমে উইন্ডোজ ৭ করে ফেলে থাকলে এক কাজ করুন লিনাক্সের(উবুন্টু, লিনাক্স মিন্ট) একটা সিডি(মানে হল সিডি থেকেই ইন্সটল না করে চালিয়ে) দিয়ে লাইভ বুট করে ঐ ড্রাইভ ফরম্যাট বা যা করবে করে এর পর xp লাগান, এর পর ৭

    কাজ শেষ

Level 0

সালাম ভাই।আমি কয়েক দিন ধরে একটা সাইট বানাবো বলে ভাবছিলাম কিন্তু কিভাবে বানাবো তা বুজতে পারছিলাম না।আপনার লেখাটি পড়ে ভাল লাগলো।আমি আরো কিছু সাহায্য চাই। আমি বাংলাতে সাইট বানাতে চাই।পারবো কিনা জানালে খুশি হব।

Level 0

ইউনিকোড সার্পোট করে কিনা জানালে কৃতার্থ হব

Artisteer 4.0 for Windows এই সফটওয়্যার টি দিয়া অফলাইনেই সহজে WordPress,Joomla,Drupal এর জন্নে থিম বানানো যায়। আপনার সফটওয়্যার টিও ভাল। ধন্যবাদ।