ওয়ার্ডপ্রেসে স্বাভাবিক থিমের পাশাপাশি মোবাইলের জন্য আলাদা থিম লাগাবেন যেভাবে

একটি সাইট ডেভেলপ করার কয়েকটি অতিরিক্ত কাজের মধ্যে একটি হলো মোবাইলের জন্য আলাদা ডিরেক্টরি তৈরি করা, বা ওটাকে গুগল ওয়াপ কনভার্টার দিয়ে কনভার্ট করা। যাতে করে মোবাইল ব্যবহারকারীরাও আপনার সাইটে ভিজিট করতে পারে। মোবাইলের জন্য আলাদা ডিরেক্টরি বানানো, সেটার জন্য আলাদা এড দেওয়া অনেক ঝামিলা তাই না? আচ্ছা এমন যদি হতো যে মোবাইল এবং কম্পিউটারের আলাদা আলাদা থিম লাগালাম, থিমটিই ডিটেক্ট করে নেবে ব্যবহারকারীর ডিভাইস। তাও আবার একটা ওয়ার্ডপ্রেস ফ্রী প্লাগইন দিয়ে। যেমনঃ আপনার ব্যবহারকারী যদি কম্পিউটার থেকে ভিজিট করে তাহলে স্বাভাবিক থিম দিয়ে আপনার সাইট ওপেন হবে, আর যদি মোবাইল থেকে ভিজিট করে তবে মোবাইল থিম। আজ এই টিউন নিয়েই হাজির হয়েছি।

চলুন দেখিঃ

প্লাগইনের নাম WP ViewMobile

Viewmobile প্লাগইনের ফোল্ডারটি /wp-content/plugins/ এ আপলোড করুন।

ওয়ার্ডপ্রেসের প্লাগইন মেনুতে গিয়ে প্লাগইনটি অ্যাক্টিভ করুন।

কাস্টমাইজ করুনঃ

প্লাগইনটি অ্যাক্টিভ করার পরে মোবাইল থেকে ভিজিট করে দেখুন। নতুন থিম লোড হচ্ছে কম কেবিতেই তাই না। আমার নরমাল থিমটির হোম ছিল ৩২৮কেবির আর এখানে ৭কেবি মাত্র। এখানে শুধু একটি সমস্যা আছে, সেটা হলো ফুটারে। আসুন এবারে ফুটার পরিবর্তন করি। আপনার কম্পিউটারে থিমটি ডাউনলোড করে বা সি-প্যানেলের ফাইল এক্সপ্লোরার দিয়ে প্লাগইন ফোল্ডারটা ওপেন করুন, তারপর থিম ফোল্ডার, তারপর ডিফল্ট, তারপর footer.php। কোড এডিটর দিয়ে ওপেন করে HTML কোডটি পরিবর্তন করুন।

আমি করেছি এই ভাবেঃ

যেহেতু এটা আলাদা একটি থিম, তাই এটার সাথে Analytics, Histats বা অন্য কোন কোড লাগাতে চাইলে লাগাতে পারেন।

স্ক্রীনশট দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত, http://bd-article.com/ আমার সাইটটা থেকে ডেমো দেখে নিতে পারেন। আমি ৫১৩০ ব্যবহার করি আমার ডাম্পারটা কাজ করছে না, ও S40 সেটের স্ক্রিনশট নেয়ার জন্য নোকিয়া স্ক্রীন ডাম্পার ব্যবহার করুন। এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে স্ক্রীনশট নিতে হয়

টিটি ডেভেলপারকে বিশেষভাবে আনুরোধ করছি, এই প্লাগইনটা লাগিয়ে আমাদের বাঁচান। টিটি একবার লোড হতে ৩৩১কেবি মতো লাগে। মানে ৩টা পেজ দেখা মানেই ১এমবি শেষ! এটা লাগালে ১০কেবি মতো লাগবে একটা পেজ লোড হতে। এটা পেলে আমরা মোবাইল থেকেও টিটি ব্যবহার করতে পারব।

Level 0

আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।

Level 2

web develop bujina tobuo thanks

Level 0

wordpress e crate kora page er modhe alada alada post kore kivabe?????help koren

    @shuvo123: ওয়ার্ডপ্রেসে পেজে আলাদা আলাদা পোস্ট দেওয়া যায় না, পোষ্টের লিংক দিয়ে পেজ বানানো যায়। একটার মধ্যে অনেক গুলো পোস্ট করার জন্য ক্যাটেগরি (ট্যাগও একই কাজ করে) ব্যাবহার করুন। তাও বুঝতে পারলেন নাতো! ওকে, আপনি আমার সাইটঃ http://bd-article.com/ -এ যান, দেখুন ওখানে উপরে যোগাযোগ, আপনিও লিখুন এই গুলো হলো পেজ আর ওর পরে বা সাইডবারে যে বিভাগ সমূহ আছে এই গুলো হচ্ছে ক্যাটেগরি। আশা করি উপকৃত হবেন। আরও দরকার হলে এখানেই মন্তব্য করুন, আমি উত্তর দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ।

টি টি র অ্যাডমিন কি শুনছে আপনার কথা?

Plugin could not be activated because it triggered a fatal error.

Fatal error: Uncaught Error: Call to undefined function eregi() in techbari24.gq/htdocs/wp-content/plugins/viewmobile/viewmobile.php:25 Stack trace: #0 techbari24.gq/htdocs/wp-content/plugins/viewmobile/viewmobile.php(136): vm_ismobile() #1 /techbari24.gq/htdocs/wp-admin/includes/plugin.php(1882): include(‘/home/vol8_4/by…’) #2 /techbari24.gq/htdocs/wp-admin/plugins.php(164): plugin_sandbox_scrape(‘viewmobile/view…’) #3 {main} thrown in techbari24.gq/htdocs/wp-content/plugins/viewmobile/viewmobile.php on line 25