ফটোশপ পিএসডি (PSD) ফাইল থেকে WordPress থিম তৈরী

আমরা যারা নিজেদের ওয়েব সাইটের জন্য ইন্টারনেটে ওয়ার্ডপ্রেস এর থিম খুঁজে খুঁজে হাপিঁইয়ে উঠেছি তাদের জন্য সুখবর!!

ডিভিনে

সুখবর টি হলো “ডিভিনে” নামের ওয়েব সাইট টি খুব সহজে ফটোশপ পিএসডি(PSD) ফাইল থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরী করার সুযোগ করে দিচ্ছে।

ডিভিনে

এই সুবিধার জন্য আপনাকে যা করতে হবে তা হল “ডিভিনে” নামের ওয়েব সাইট টি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ফটোশপ দিয়ে আপনার মনের মত থিম ডিজাই করে পিএসডি ফরম্যাটে সংরক্ষন করতে হবে।

এটি সম্পূর্ন মুক্ত সফটওয়্যার ও ব্যবহার বান্ধব।

সফটওয়্যারটি ডাউনলোড করুন । সফটওয়্যারটির টিউটরিয়াল গুলো দেখুন

এটি কিভাবে কাজ করে??

১. প্রথমে আপনার ডিজাইনটি ফটোশপ দিয়ে চালু করুন এবং “ডিভিনে” চালান। এই টিউটরিয়ালটি দেখুন…..

ডিভিনে

২. এবার সকল ওয়ার্ডপ্রেস ইলিমেন্ট গুলো একে একে স্থাপন করুন। এই টিউটরিয়ালটি দেখুন….

ডিভিনে

৩. এফটিপি(FTP) প্যারামিটার্স কে স্পেসিফাই এবং আপনার তৈরীকৃত থিম টি কে ওয়েবে আপলোড করুন। এই টিউটরিয়ালটি দেখুন….

ডিভিনে

৪. আপনার ওয়েব ব্রাউজার দিয়ে সাইট টি চেক করুন। এই টিউটরিয়ালটি দেখুন….

ডিভিনে

প্রথম প্রকাশিতঃ- রলিন এর জগৎ

বিঃদ্রঃ টপিকটা ফালতু হলেও অনেক কাজের এবং প্রয়োজনীয়।

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যাও রলিন……..

    Level New

    ধন্যবাদ টিনটিন ভাই আমাকে উৎসাহ ও প্রেরনা দেবার জন্য।
    আমি চেষ্টা করব আরো ভালো কিছু দেবার জন্য।

dorkari jinis thanks.. 4techbd.com

    Level New

    ধন্যবাদ। 4techbd.com না এটা হবে 4techbd.66ghz.com

ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে এটি আরো সহজে ইমেজটি আপলোড করে তারপর থিম এডিট করে করা যায়। তারপরও ভাল টিউন নতুনদের কাজে লাগবে।

    Level New

    আপনাকেও ধন্যবাদ টিউনটি পড়া ও মন্তব্য করার জন্য। হ্যা আপনার কথা ঠিক এটি আরো সহজে করা যায় তবে বেশীর ভাগ ওয়েব সাইটে অর্থের বিনিময়ে কাজটি করে থাকে। আমি চেষ্টা করব আরও ভালো কিছু দেবার।

hey amar tai hoi nai ken.. ami normal phonoshop use kor.. CS3 na..

    Level New

    ভাই এটা ফটোশপ সিএস৩ ও সিএস৪ এ ব্যবহার করতে হয় বিস্তারিত জানুন @http://www.divine-project.com/tutorials

Level New

ধন্যবাদ শাকিল ভাই। অনেক দিন পর টিউন করলাম তো তাই জানি না।

Divine=ডিভাইন

ব্রাভো ব্রাভো রলিনস।

ai doronar soft onak kujar por palam, but download korta parcina jodi valo akta link den tahola onak upokrito hobo.

Level New

ভাই আপনার মন্তব্যটা যে কি তা বুঝলাম না

রলিন এটা ট্রাকব্যাক হয়ে স্বয়ংক্রিয় কমেন্ট তোমার অন্য কোন সাইট থেকে। এটা কেউ কমেন্ট করে নাই, টিউনে এটা বন্ধ করে রাখলে এ সমস্যা হবে না।

একই সমস্যা আইউটি এর রনির হয়েছিল।