আমি যে ওয়েবওয়্যারগুলো ব্যাবহার করি

আমার পিসিতে ইনস্টল করা সফটওয়্যার এর সংখ্যা খুবই কম। বেশীর ভাগই আমি ওয়েবওয়্যার ব্যাবহার করি। আমি যে ওয়েবওয়্যার গুলো ব্যাবহার করি তারই কয়েকটি সবার সাথে শেয়ার করার জন্য এই টিউন। তো আর কথা না বাড়িয়ে তারই কয়েকটির লিংক ও সংক্ষিপ্ত বর্ণণা দেই।

ইউনিকোড টু বিজয়/বিজয় টু ইউনিকোড

ইউনিকোড টু বিজয়/বিজয় টু ইউনিকোডএর জন্য আমি ব্যাবহার করি বিডি নিউজ ২১ সাইটটি। যেখানে আমি সহজেই এই কনভার্সন গুলো সেরে নিতে পারি।

প্রেজেন্টেশন

অনলাইনে প্রেজেন্টেশন তৈরীর জন্য পাউটুন আসলেই চমতকার। তবে এখানে সমস্যা একটাই সেটা হলো সাইন আপ করতে হবে। 🙁

ফাইল কনভার্ট

যে কোন ফাইল কনভার্ট করার ক্ষেত্রে কনভার্ট ফাইলস ই আমার প্রথম পছন্দ। ওয়ার্ড ডকুমেন্ট, ওয়েব, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, অডিও, ভিডিও বা ইমেজ এমনকি জিপ সহ যে কোন ফাইল কনভার্টের জন্য আমার সলিউশন এই সাইটটি।

ওসিআর

ওসিআর সফটের বিকল্প হিসেবে আমি ফ্রি অনলাইন ওসিআর সাইটকেই ব্যাবহার করি।

ইমেজ ক্রপ

ফটোশপ ছাড়া ইমেজ ক্রপ করা গেলেও রাউন্ড করে ক্রপ করা যায় না। এজন্য আমার সলিউশন হচ্ছে কাট মাই পিক।

স্ক্রীনশট

স্ক্রীনশট মজিলার এডঅন্স দিয়ে করা গেলেও অনেক সময় নতুন বসানো ডিএনএস এ লোকাল আইপি থেকে যখন সাইট দেখা যায় না তখন এভিয়ারি দিয়ে স্ক্রীনশর্ট দিয়েই আমি ক্লায়েন্টকে সাইটের লুক দেখাই। কিংবা বিভিন্ন ব্রাউজারে বা বিভিন্ন রেজুলেশনের পিসিতে সাইটের লুক দেখতেও এর জুরি নাই।

ফটোশপ

ফটোশপের টুকটাক কাজ অনলাইনে সেরে নিতে ফটো শপের হুবুহু ফটো এডিটর অনলাইন সত্যিই চমতকার কাজে লাগে। এছাড়া সুমোপেইন্ট ও দারুন এজন্য।

বাটন তৈরী

ওয়েবের বাটন অনলাইনে তৈরীর জিআরসাইটস এর মত ও রয়েছে অনেক সাইট।

ভাইরাস স্ক্যানার

অনলাইনে ভাইরাস স্ক্যান করার জন্য ক্যাস্পারস্কী টাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়।

টিম ভিউয়ার

টিম ভিউয়ারের জন্যও আমার কাছে অফলাইনের চেয়ে অনলাইনকেই বেশী ভাল লাগে।

এক্সেল শিট

এক্সেল শিটের কাজ সেড়ে নেবার জন্য জোহো ও কিন্তু দারুন।

পিংডম

এছাড়া কোন ওয়েবের ভেতরকার ফাইল দেখে নেয়ার জন্য পিংডম টুলস তো আছেই।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাকিল খুবি কাজের একটি টিউন করলেন। আমার খুব কাজে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ।

খুবই কাজের জিনিস…..ধন্য…ধন্য

Level 0

জাজাকাল্লাহ্‌ খায়ের, শাকিল ভাই।

চ-র-ম!! ধইন্ন্যা। :mrgreen: 😆

শাকিল ভাই থাঙ্কস
কাজের কিছু জিনিস শেয়ার করার জন্য।

chomotkar………….

post ti স্টিকি করা হঊ

Level 0

apnrai tune ta ato valo laglo j priyo te na rakhe parlam e na

thanks for helpful tune. R apnake tune korte dekha balo lagcha

ধন্যবাদ কি কপি পেস্ট মারলেন শাকিল ভাই !
নতুন কয়েকটা মানে কিছু টুলস এর সাথে পরিচিত হইলাম। ধন্যবাদ।

আপনাদের টিউন যে পাঠকদের কাছে কতটা উদ্দিপনা সৃষ্টি করে যদি জানতেন তবে মাসে ২/৪টা টিউন হলেও করতেন।প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছি আর নিয়মিত হবেন এই প্রত্যাশা রেখে যাচ্ছি।
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

জটিল, স্বাগতম

Level 0

where is dropbox!

Level 0

শাকিল ভাই আবার আপনাকে ফিরে পেলাম টিটিতে 🙂 মিটআপের কারণেই বোধহয় আপনার পুনরায় ঝলসে ত্তঠা। নিয়মিত টিউন চাই চাই

চমৎকার টিউন :mrgreen:
আমার কাছে ফটোশপের বিকল্প সাইটটি বেশ ভালো লেগেছে,
ভাইরাস স্ক্যান করার জন্য আমার কাছে http://www.virustotal.com বেশ ভালো লাগে, এটি এক সাথে ৪০ টি antivirus ইঞ্জিন দিয়ে স্ক্যান করে।