জেনে নিন আপনার কম্পিউটারে সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড

টিউনটি করার পুর্বে টেকটিউনসকে ধন্যবাদ জানাতে চাই রেজিস্ট্রেশন খুলে দেয়ার জন্য। টেকটিউনসে নিয়মিত থাকলেও এর সদস্য ছিলাম না। এখন আমি এর একজন গর্বিত সদস্য।

ধন্যবাদ টেকটিউনস।

কেন এই টিউন

এখন প্রযুক্তির সময়, প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল বলা যায় আর প্রযুক্তির সাথে যুক্ত থাকার অন্যতম শর্ত হলো ইন্টারনেট। এখন বেশিরভাগ যায়গাতেই দেখা যায় ফ্রি ওয়াই-ফাই কিন্তু পাসওয়ার্ড দেয়া, কর্তৃপক্ষ পাসওয়ার্ড কম্পিউটারে সেভ করে দিলেও বলে দেয় না, ফলে আমরাও জানতে পারিনা। তাছাড়া সেভ করা পাসওয়ার্ড যারা বের করতে পারেনা, এই কাজটা পারলে তাদের সামনে কিছুটা বাহাদুরিও দেখানো যাবে আর কি।তবে এটা কিন্তু অবশ্যই হ্যাকিং টিউন না।

তাহলে চলুন শুরু করা যাক

কম্পিউটারে cmd রান করুন (আশা করি cmd কিভাবে রান করতে হয় তা বলে দিতে হবেনা).

এরপর লিখুন : netsh wlan show profiles এবং এন্টার চাপুন

দেখুন আপনার কম্পিউটারে যতগুলো ওয়াই-ফাই পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলোর প্রোফাইল নেম দেখাচ্ছে।

এবার লিখুনঃ netsh wlan show profiles (যে ওয়াই-ফাই এর পাসয়ার্ড জানতে চান তার প্রোফাইল নেম) key=clear

এখন দেখুন 1(SSID name) চিহ্নিত স্থানে ওয়াই-ফাই নেম এবং ২(Key Content) চিহ্নিত স্থানে পাসওয়ার্ড দেখাচ্ছে, এটাই আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড।

তবে মনে রাখতে হবে, যে ওয়াই-ফাই এর পাসওয়ার্ড জানতে চাচ্ছেন তার পাসওয়ার্ড অবশ্যই পুর্বে আপনার কম্পিউটারে সেভ করা থাকতে হবে।

.

.

এটা আমার প্রথম টিউন, আশা করি ভুল-ত্রুটি ক্ষমা করবেন

Level 1

আমি জালাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ। তবে এর চেয়েও সহজ পদ্ধতি আছে। শুধুমাত্র উক্ত নেটওয়ার্কের নামের ‍উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশন থেকে শো পাসওয়ার্ড চেক করলেই পাসওয়ার্ড দেখা যাবে।

@সানিম মাহবীর ফাহাদঃ উইন্ডোজ ৮.১ এ তো প্রোপার্টিস অপশন আসেনা।

ভাইয়া android এর কোন উপায় থাকলে একটু বলেন। please