Windows 10 এর যে ফিচার গুলো মাইক্রোসফটের উচিৎ রিমুভ করে দেয়া!

টিউন বিভাগ উইন্ডোস ১০
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে কথা বলব Windows 10  এর কিছু অপ্রয়োজনীয় ফিচার নিয়ে।

উইন্ডোজ সেভেন পর আমার কাছে দারুন উইন্ডোজ হচ্ছে Windows 10। মাইক্রোসফট এই উইন্ডোজ এর মাধ্যমে তাদের ডেক্সটপ কম্পিউটার ধারনায় বিরাট পরিবর্তন এনেছে যেমন, নিজেদের এপ স্টোর, নাইট মুড থিম ইত্যাদি। Windows 10 ভাল ভাল ফিচার দিলেও এর কিছু কিছু ফিচার অপ্রয়োজনীয় যা আমাদের একদমই কাজে লাগে না এবং আমি মনে করি মাইক্রোসফটের উচিৎ সেই সমস্ত ফিচার রিমুভ করে দেয়া। চলুন দেখা নেয়া যাক সে সমস্ত ফিচার গুলো।

টাস্কবারের People আইকন

আমি প্রথম যে ফিচারটি সম্পর্কে বলব সেটি হচ্ছে Windows 1o এর People ফিচার। People আইকনটি দেয়া হয়েছে টাস্কবারে। যার উদ্দেশ্য ছিল, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি বিভিন্ন কন্টাক্ট গুলো দেখতে পারবেন যা আপনাকে ব্যক্তিগত যোগাযোগে একধাপ এগিয়ে নেবে।

কিন্তু দুর্ভাগ্যবশত এটি শুধু মাত্র মেইল আর Skype এর কন্টাক্ট গুলোই দেখায়। যেহেতু এর বাইরেও আপনার এক বিশাল দুনিয়া আছে যেমন আপনি,  Microsoft Teams, LinkedIn, Yammer, and Xbox Live Chat, facebook ইত্যাদিও ব্যবহার করেন সুতরাং সেই এপ গুলোরও কন্টাক্ট গুলোও জরুরী। তাই আমি মনে করি এই ফিচারটি অযথা দেয়া হয়েছে।

আমার মনে হয় এই People ফিচারটিতে আপডেট আনা দরকার যেমন বাকি সোশ্যাল মিডিয়া গুলোও এড করা দরকার না হয় এটি পুরোপুরি বাদ দিয়ে দেয়া ভাল।

3D Object ফোল্ডার

আমি আপনাদের কথা জানি না তবে নিজে কখনো ফাইল এক্সপ্লোরের 3d object ফোল্ডার ব্যবহার করি নি। এবং Windows 10 এর কত জন ব্যবহার করী এটি ইউজ করে সেটা নিয়েও আমার সন্দেহ আছে।

মূলত windows 10 এ এই ফোল্ডারটি দেয়া হয়েছি windows 10 fall creator update থেকে। এই আপডেট এর পর থেকে তারা উইন্ডোজে চমৎকার কিছু ফিচার নিয়ে এসেছিল যেমন, Paint 3D, Mixed Reality headsets, and 3D printer support।

তাদের উদ্যোগটি ভাল, তবে কয়জন Paint 3D ব্যবহার করে? এটা আমার কথা না ইন্টারনেটে এমন হাজার অভিযোগ পাওয়া গেছে এই 3d object ফোল্ডার নিয়ে।

Microsoft Edge এর বিরক্তিকর নিউজফিড

আমরা জানি মাইক্রোসফটের ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার হচ্ছে Microsoft Edge। ব্রাউজার হিসাবে মোটামুটি ভালই বলা চলে কারণ এটি Internet explorer থেকে অন্তত অনেক ভাল। কিন্তু সমস্যা হচ্ছে এর News Feed এ।

আমার মনে হয় না এখানে দেখানো কোন আর্টিকেল প্রয়োজনীয়। সব সময় সেখানে জায়গা পাবে, বিশ্বের ধনী সেলিব্রেটি, ডেবিট/ক্রেডিট কার্ড অফার, শপিং বিজ্ঞাপণ, ডেন্টাল হেলদ ইত্যাদি। যা আমি, আপনি সহ হাজার হাজার মাইক্রোসফট ইউজাররা ইগ্নুর করে।

যদিও এটা রিমুভ করা যায় তবুও বলব, মাইক্রোসফটের উচিত এটি পুরোপুরি বাদ দিয়ে দেয়া না হয় কিছু ভাল ভাল আর্টিকেল এড করা।

অত্যাধুনিক যত Ad

Windows 10 বিভিন্ন ভাবে চমৎকার হলেও আমার মনে হয় Ads এর দিক থেকেও তারা দারুণ! আমি মনে করি তাদের প্রতি আপডেটে তারা  নতুন নতুন ফর্মের এড আবিস্কার করে।

কোথায় নেই তাদের বিজ্ঞাপণ, lock screen, task bar, Notification গুলোতেও এড দেখায়। এমনকি Cortana মাঝে মাঝে পন্যের প্রমোশন করে। সাথে সাথে লাইভ টাইল গুলোতে গেম আর এপের বিজ্ঞাপণ তো আছেই।

Windows 10 এ নতুন ফিচার দিলেও এই ধরনের বিজ্ঞাপণ বা বিজ্ঞাপণী উদ্দেশ্য অনেক বেশিই বিরক্তিকর। মাইক্রোসফট এর উচিত এ ধরনের বিজ্ঞাপণে লিমিট তৈরি করে দেয়া। নে

অযথা Bing search

alex এর মত windows 10 দারুন ভয়েস এসিস্ট্যান্ট দেয়া হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবী রাখে। উইন্ডোজ এর এই এসিস্ট্যান্ট এর নাম Cortana। সেটা Bing সার্চ ইঞ্জিন এর সাথে কানেক্টেড থাকে। যখন কেউ কোন কমান্ড দেয় সেটা Bing এর মাধ্যমে সার্চ হয়ে তারপর রেজাল্ট দেখায়।

Bing আর cortana এই ফিচার ভাল এখানে কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে স্টার্ট মেনুতে bing এর সার্চ ফিচার। আপনি যখন আপনার পিসিতে কোন ফাইল বা সফটওয়ার পেতে সার্চ দেবেন, এটি পিসিতে থাকা ফাইল ফোল্ডার সার্চ দেয়ার আগে ওয়েবে সার্চ করা শুরু করে দেয় যা বিরক্তিকর। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোরাম সাইট গুলোতে অনেকেই টিউন করে।

মাইক্রোসফটের উচিত স্টার্টবার থেকে এ ধরনের সার্চ তুলে দেয়া অথবা এর pripority কমিয়ে দেয়া।

একঘেয়ে Timeline ফিচার

মাইক্রোসফট এর এই ফিচার এক কথায় চমৎকার। অ্যান্ড্রয়েড ফোনের Microsoft Luancher টিতেও এই ফিচার আছে। এর মাধ্যমে আপনার সম্প্রতি করা কাজ গুলো দেখায়। কোন কোন ফাইল গুলো ওপেন করা হয়েছে, কোন তারিখ কোন কোন ওয়েবসাইট ভিজিট করা হয়েছে ইত্যাদি।

ফিচারটি ভাল হলেও একটা বিষয় খেয়াল করে দেখেছি এখানে সব সফটওয়্যার বা এপ্লিকেশন যুক্ত করা না। যেমন কত তারিখ কোন ওয়েবসাইট ভিজিট করেছি সেটা Microsoft edge এর টা দেখালেও Chrome এর টা দেখায় না। এখান থেকে কিছু কিছু এপ্লিকেশনও চাইলেও হাইড করা যায় না।

তাই আমার মনে হয় এটি ইউজারদের জন্য আসলেই উপকারী হবে যখন এতে আরো সফটওয়্যার বা এপ্লিকেশন যুক্ত করা হবে এবং ইউজারদের আরও কাস্টমাইজ করার সুযোগ দেয়া হবে।

S Mode, যা বাদ দিতে চার্জ করা হয়েছে ৫০$

আপনি হয়তো জানতেও পারেন নাও জানতে পারেন S Mode কি জিনিস। এটি হচ্ছে মাইক্রোসফটের একটি লিমিটেড ভার্সন যাতে কখনো বাইরের কোন সফটওয়্যার ইন্সটল দেয়ার সুযোগ থাকবে না শুধু মাত্র তাদের স্টোর থেকেই সফটওয়্যার ইন্সটল দিতে হবে।

এই S mode ছিল Windows 10 s এবং Windows RT এর অনুপ্রেরণায় তৈরি করা কিন্তু এই দুই অপারেটিং সিস্টেমেরই একটা মিল ছিল। সেটা হচ্ছে কেউ এটাকে পছন্দ করে নি। মাইক্রোসফটের কিছু পিসি S mode নিয়ে বাজারে এসেছিল যেমন, the Surface Go

এই পিসি গুলোতে ছিল হাস্যকর কিছু লিমিটেশন যার মধ্যে একটি ছিল, সেখানে Bing ছাড়া অন্য কোন সার্চ ইঞ্জিন ডেফল্ট করা যেত না।

যাইহোক মাইক্রোসফট এই S mode বাদ দেয় তবে এমনি এমনি না এজন্য তারা 50 $ চার্জ করে।

অটো ইন্সটলড গেম

আপনি হয়তো খেয়াল করে থাকবেন Microsoft এর উইন্ডোজ টেন ইন্সটল দেয়া পর যখন রেডি হয় তখন কিছু কিছু গেম অটো ইন্সটল হয়ে যায়। যা অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনেকে অভিযোগ করেছে প্রায় ২০০ ডালার দিয়ে উইন্ডোজ কেনার পরেও কেন এই ধরনের হিডেন ফিচার থাকবে বা পারমিশন ছাড়া কোন গেম ইন্সটল হবে। অনেকে এমনটিও দাবী করে উইন্ডোজ প্রায় কিছু কিছু সফটওয়্যার ইন্সটল করতে চাপ দিয়ে থাকে।

আমি মনে করি ভাল কাস্টমার এক্সপেরিয়েন্স দিতে এই ধরনের কার্যকলাপ মাইক্রোসফটের অতিদ্রুত বন্ধ করা উচিৎ।

পুরাতন গেম নিয়ে নতুন বিজনেস

আমরা সবাই উইন্ডোজ এর দারূন একটি গেম এর সাথে পরিচিত ছিলাম সেটা হচ্ছে Solitaire game। কিন্তু পুরাতন সেই গেম তারা বাদ দিয়ে নতুন একটি Solitaire game রিপ্লেস করে দেয় যেখানে এড দেখিয়ে গেম অন করা হয় এবং এড দেখতে না চাইলে সাবস্ক্রিপশন ফি দিতে হয়।

মাইক্রোসফট ক্রিটিসিজম এড়াতে তাদের স্টোরে নতুন একটি Solitaire game দিয়েছে। কিন্তু সেখানে গেমটির দাম তারা বাড়িয়েই চলেছে। প্রথম দিকে এটি ছিল, প্রতি মাসে 1.49 ডলার এবং বছরে 9.99 ডলার আর বর্তমানে প্রতি মাসে 1.99 এবং বছরে 14.99 পর্যন্ত চার্জ করছে। ভাবতে পারেন।

এখানে বলব মাইক্রোসফটের উচিত এই ধরনের প্রতিযোগিতা বন্ধ করা হোক কারণ এর থেকে আরও ভাল গেম এন্ডোয়েড এ খেলা যায়।

শেষ কথাঃ

মাইক্রোসফট বরাবরের মতই এ সব বিষয়ে উদাসীন, হাজার হাজার ব্যবহারকারীর অভিযোগ সত্ত্বেও তারা এই বিষয় গুলো আমলে নিচ্ছে না ফলাফল সরূপ এন্ড্রয়েডের তাদের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবার কারণে তাদের থেকে এগিয়ে যাচ্ছে। এখনো মাইক্রোসফট সচেতন না হলে কত দিন তাদের এমন অধিপত্য থাকবে সেটাই দেখার বিষয়।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 528 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস