আপনার কম্পিউটার Screen এর কালার আরও জীবন্ত ও প্রাণবন্ত করুন !!!

আমার এই টিউনটি তাদের জন্য যারা জানেন না । আমরা অনেকেই চেষ্টা করি যাতে আমাদের কম্পিউটার এর স্ক্রীন একটু জীবন্ত বা প্রাণবন্ত লাগে । আর হ্যাঁ আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে স্ক্রীন এর কালার আরও আকর্ষণীয় করা যায় ।

Windows xp এর জন্যঃ

  ( আমার windows xp সেটআপ দেয়া নেই তাই স্ক্রীন শট দিতে পারলাম না। )

 

১। প্রথমে control panel এ যান ।

২। তারপর দেখুন সেখানে Adobe  Gamma নামে একটি আইকন আছে । Double click  করুন তাতে ।

৩। সেখান থেকে দ্বিতীয় option টি সিলেক্ট করে next দিন ।

৪। এভাবে next next দিয়ে যান এবং যখন gamma এর একটি bar  আসবে তখন তা

কমিয়ে বারিয়ে আপনার পছন্দের  মত করে  color কে deep  করুন । next next দিয়ে যান ।

৫। current অবস্থাকে চুজ করে finish এ click করুন । এখন দেখুন আপনার কম্পিউটার  । এর স্ক্রীন আরও সুন্দর লাগছে ।

যাদের Adobe Gamma নেই তারা Display তে click করে     Display Properties এর Settings ট্যাব যান। এখান থেকে Advanced এ ক্লিক করেন। এখানে Gamma Plus ট্যাব এ ক্লিক করেন।

Windows 7 এর জন্যঃ

 

১। search box এ display লিখুন এবং select করুন ।

২। বামদিক থেকে celibrate color select করুন ।

৩। ডানদিকে নীচে দেখুন next আছে । ৩ বার next এ click করুন ।

৪। adjust gamma আসবে । পাশের slide bar  থেকে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দের মত করে  color কে deep করুন ।

৫। next দিন । তারপর skip brightness and contrast adjustment এ click করুন ।

৬। next next দিয়ে যখন finish এ যাবেন তখন current calibration select করুন এবং নিচে দেখুন একটি box এ check দেয়া আছে তা uncheck করুন । finish এ click করুন ।

এখন আপনার desctop background দেখুন ।  ভাল লাগলে কমেন্ট করবেন । 🙂

আমার আরও কিছু টিউনঃ

আপনার মোবাইল চার্জ দিন যেকোনো ব্যাটারি দিয়ে খুব সহজে !!!!

স্যামসাং মোবাইল এ “JAR file is over max size” সমস্যার সমাধান !!!

নিয়ে নিন IGI 2 এর Unlimited Ammo, Unlimited Health , Time Freezer এবং খেলুন প্রাণ খুলে !!!!

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fine tune carry on

Level 0

bro ami xp use kore but amar pc ar control panel a kono gamma option nai

Nothing chang আমার 21” lg monitor. এই মনিটর গুলোর কোনো সেটিংস এর অপশন নেই। যদি কারো জানা থাকে অপশন গুলো কিভাবে থাকে একটু বলবেন।

Level 0

ধন্যবাদ ভাই, ভাল লাগল, উপকারও হল, দাওয়াত রইল, উত্তরা আসলে চা খাওয়াবো, মোবাইল ০১৮১৮ ৭৬১৬১৬

    @JhalMorich: ভাই আপনার কথা খুবই ভাল লাগল 🙂 ।এই প্রথম কেউ দাওয়াত দিল । উত্তারা আসলে কল দিব মনে রাইখেন 😉

ধন্যবাদ ভাই,

Level New

faltu post , gamma bole kono option e nei

Level 0

thnx

ভালো হয়েছে। ধন্যবাদ।

looking good 😀

ভালো লাগলো। ধন্যবাদ।

ভালো লাগ্লো কিন্তু আমার হয়নাই। কি সমস্যা কিছু বুজলাম না।

control pannel e gama pelam na , xp sp3 user ami , thanks for best tune .

    @ইশতিয়াক: ভাই অনেক দিন আগে xp তে করেছিলাম । তাই ঠিক কোন জায়গাটাতে gamma টা আছে মনে পরছে না । আপনি কন্ট্রোল প্যানেল এর ফোল্ডার গুলোতে ঢুকে দেখেন পেয়ে যাবেন । ধন্যবাদ ।

      XP এর জন্য Control Panel থেকে Display তে গিয়ে Display Properties এর Settings ট্যাব যান। এখান থেকে Advanced এ ক্লিক করেন। এখানে Gamma Plus ট্যাব এ ক্লিক করেন। এখানে Gamma টিউনার টি পেয়ে যাবেন

      @ফিদা আল হাসান: অনেক ধন্যবাদ ভাইয়া টিউন আপডেট করারা জন্য , আমাদের খুব ভাল একটা টেকনিক জানা হয়ে গেল , খুব ভাল , চমৎকার ছবি আসছে , দারুন কালার আসছে , অনেক অনেক ধন্যবাদ ।

ok bhaiya thanks for reply .

সুন্দর টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আমার ল্যাপটপ থেকে RUN অপশনটি হারিয়ে গেছে কোথাও খুজে পাচ্ছিনা কি করি বলুন তো ? START-ALL PROGRAM-ACCESORIES তেও নেই ।

brightness ta na komle valo lagto thanks