চাঁমে-চিকনে Windows 7 এর কিছু শর্টকার্ট মারা শিখি। হয়তো আপনার অজানা কিছু shortcuts পাবেন।

চলুন আজ গপ্প না করে শর্টকার্টের HOT KEY গুলো দেখে নেই।

 

Win+Home: Desktop-এ একসাথে যখন একাধিক Window থাকে খোলা তখন উপরের Active window বাদে সকল Window Task bar এ Minimize করার জন্য Win+Home একসাথে চাপুন।

Alt+P: Windows Explore করে যখন আপনি কোন ফাইল খুজতে থাকি তখন ডান পাশে ফাইল এর প্রিভিও দেখার জন্য এই HOT KEY ব্যবহৃত হয়। এটা খুবই প্রয়োজনীয় একটি HOT KEY.

Win+(+): Zoom in করার জন্য।

Win+(-): Zoom out করার জন্য।

Win+L: পাসওয়ার্ড দেয়া থাকলে লক হয়ে যাবে এবং একাধিক ইউজার তৈরি করা থাকলে এক ইউজার থেকে আরেক ইউজারে যাওয়ার জন্য।

Win+F: ফাইল বা ফোল্ডার সার্চ করার জন্য।

Win+Tab: Active windows গুলো সুন্দরভাবে গ্রাফিক্যালি Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।

Alt+Tab: Active window গুলো Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।

Win+D: Active সকল Window গুলোকে একসাথে Taskbar এ মিনিমাইজ এবং রি-স্টোর করার জন্য।

Ctrl+Shift+Esc: Task Manager সরাসরি Open করার জন্য।

Win+Space: খোলা থাকা window একসাথে সচ্ছ হয়ে desktop দেখা যাবে।

Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Maximize করার জন্য।

Shift+Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Vertically Maximize করার জন্য।

Win+Down arrow: Active window Task bar এ Minimize করার জন্য।

Win+Left/Right arrows: একটি Active window মনিটরের ডানে বামে মাঝে নেয়ার জন্য।

Win+T: Taskbar এ থাকা item গুলো Focus করে দেখার জন্য।

Ctrl+Shift+N: নতুন ফোল্ডার তৈরি করার জন্য।

অনেকে windows key চেনেন না, এই বাটনের শংক্ষিপ্ত রুপ Win, বোঝার সুবিধার্থে ছবি দিলাম।

আজ এটুকুই, ভালো মন্দ অনুভূতি শেয়ার করুন।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post

ভালো লিখছেন, ধন্যবাদ

Level New

Thanks to share simply

Level 2

thanx to share bro..