উইন্ডোজ 7 কিভাবে ইন্সটল দিবেন ? এখনই জেনে নিন

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন কিভাবে ইন্সটল করতে হয় তার প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, প্রথমেই বলে রাখি আমরা চাইলে কোন কম্পিউটারে অপারেটিং ইন্সটল  USB এর মাধ্যমে দিতে পারি আবার চাইলে  CD/DVD এর মাধ্যমেও দিতে পারি । এখন যদি আমরা চাই যে USB এর মাধ্যমে অপারেটিং ইন্সটল দিব তাহলে বুট মেনু থেকে 1st Boot Device এ USB সিলেক্ট করে দিতে হবে আর যদি চাই যে CD/DVD এর মাধ্যমে অপারেটিং ইন্সটল দিব তাহলে 1st Boot Device এ CD/DVD সিলেক্ট করে দিতে হবে । এখন আমরা আমাদের বুট করা  CD/DVD টি ডিভিডি রাইটারে প্রবেশ করাই অথবা বুট করা USB ডিভাইসটি USB এর সাথে কানেক্ট করাব .

1

তারপর কম্পিউটারটি Restart দিব তারপর যখন নিচের ছবির মত কোন ম্যাসেজ পাব তখন কীবোর্ড থেকে যে কোন একটা কী চাপব, তারপর

2

নিচের ছবির মত আসলে  language, time & currency format, keyboard or input method এগুলো সব ঠিক করে দিব তারপর  next বাটনে ক্লিক করব তারপর

3

Install now বাটনে ক্লিক কর তারপর.

4

I accept the license terms এর ঘরে ক্লিক করে Next বাটনে ক্লিক করব

5

তারপর যদি আপনি ইচ্ছা করেন যে আপনার কম্পিউটারে বর্তমানে ইন্সটল কৃত উইন্ডোজের ভার্সন কে নতুন কোন ভার্সন দ্বারা পরিবর্তন করে নিবেন  Upgrade বাটনে ক্লিক করুন আর যদি চান যে সম্পূর্ণ নতুন রুপে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেভেন ইন্সটল করবেন তাহলে  Custom (advanced) বাটনে ক্লিক করুন.

6

তারপর  দেখুন নিচের ছবির মত দেখাচ্ছে এখন আপনি আপনার কম্পিউটারের যে ড্রাইভে (C, D, E, F etc) অপারেটিং সেট করতে চান সেটা সিলেক্ট করুন তারপর নিচের ডান কোনায় দেখুন লেখা আছে Drive Option  সেখানে ক্লিক করুন এরপর  Delete অথবা Format বাটনে ক্লিক করে আপনার ড্রাইভ টা ক্লিন করে নিন তারপর Next বাটনে ক্লিক করুন

7

এখন দেখুন নিচের ছবির মত দেখালে বুঝবেন Windows 7 হওয়া শুরু হয়ছে.

8

এখন আপনি অপেক্ষা করতে থাকুন পরবর্তি ধাপ আসা পর্যন্ত, অবশ্যই খেয়াল রাখবেন আপনার কম্পিউটার যতবারRestart নিবে ততবার কিন্তু Press any key  এই ম্যাসেজটা দিবে ভুলেও এই সময় কী বোর্ড থেকে কোন কী প্রেস করবেন না ।

9

এখনও শুধই দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন ।

10

11

দেখুন নিচের ছবির মত এসেছে কিনা যদি আসে তাহলে text-box এর মধ্যে আপনার নামটা লিখুন এবং Next বাটনে ক্লিক করুন তারপর .

12

যদি আপনি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিতে চান তাহলে উভয় text-boxes  একই পাসওয়ার্ড লিখুন তারপরNext. বাটনে ক্লিক করুন ।

13

তারপর যে পেজটা আসবে সেখানে আপনি চাইলে product key দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেটা খুশি করে next বাটনে ক্লিক করুন

14

এখন আপনার পছন্দ মত যে কোন একটি অপশন সিলেক্ট করুন অথবা Ask me letter এ ক্লিক করুন .

15

তারপর Time Zoon থেকে Astana Dhaka সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন

16

এখন আপনার পছন্দ মত যে কোন একটি অপশন সিলেক্ট করুন(network’s location) .

17

তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন

18

অবশেষে Complete Install Window 7 ।

19

 

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে ।

সোজন্যে ঃ- টেকটুইট ২৪ ডট কম ।

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন নতুনদের কাজে লাগবে।

ভাইয়া এই সিস্টেমে পারি।তবে অনেকে দেখি পিসি অন অবস্থায় নতুন উইন্ডোজ সেট আপ দেয়।এটা কিভাবে করব?

Level 0

ভাল টিউন করেছেন। কিন্তু কপার খারাপ হলে এটা দেখার পর এ্যাডমিন কোনো ব্যবস্থা নিতে পারে।

parv3j ভাই এ্যাডমিন কোনো ব্যবস্থা নিতে পারে এ কথা কেনো লিখলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না , এটা তো কোন জায়গা থেকে কপি পেষ্ট করা না আমার নিজের কষ্ট করে লিখা ।

নুতুন কিছু শিখলাম ধন্যবাদ 😛

বুট মেনু কোন কম্পিউটারের কোন কি তা কিভাবে বুঝব?