আপনার পিসির ভার্চুয়াল মেমরি বাড়াতে যা করনীয়

সবাই কেমন আছেন আমি ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়া কথা বলবো,তা হল আপনার পিসি কি স্লো হয়ে গেছে। তাহলে প্রথমে স্টার্ট মেনুতে যান।এর পর রান ম্যানু তে টাইপ করুন %temp% এর বেতর যা আছে সব ডিলিট করুন। তারপর একই পদ্দতিতে রান মেনুতে টাইপ করুন temp এর বেতর যা আছে সব ডিলিট করবেন। আবার যান রান মেন্যুতে এর পর টাইপ করুন prefetch এর বেতর য আছে সব ডিলিট করবেন।স্টার্ট মেন্যুতে দেখেন যে Disk Clinup নামে একটা উইন্ডোজ এর ডিফল্ট টুল আছে।সেটাতে ক্লিক করেন।এবার ক্লিন করেন।এবার মূল টোপিক্সে যাই প্রথমে মাই কম্পিউটার এর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস এ ক্লিক করে এডবান্স এ যান এখানে দেখবেন এডবাঞ্চ এন্ড সিস্টেম সেটিং এ যান। এখান থেকে দেখুন এডবাঞ্চ ট্যাব থেকে নির্বাচন করুন পারফরমেন্স ট্যাব থেকে যান সেটিং নির্বাচন করুন।তারপর এডবান্স ট্যাবে যান সেখানে দেখুন চেঞ্জ নামে ট্যাব আছে।এখানে ক্লিক করেন।তারপর ইনিসিয়াল এ দেবেন ৪০৯৬ এবং মেক্সিমাম এ টাইপ করুন ৪০৯৬।বাস এবার ওকে করে রিস্টার্ট করে দেখেন সিস্টেম কত ফাস্ট হয়ে গেছে। আসা করি আমার টিপস যারা জানে তারা তো জানেই। আর যারা না যানে আসলে তাঁদের জন্যই আমার এই টিপস কাজে লাগবে। আর আরেকটি কথা না বললেই নয় যে সি ড্রাইভ সব সময় জায়গা ১৫% জায়গা বেশি খালি রাখবেন।তা হলে আর সিস্টেম উপর চাপ কম পরবে।

Level 0

আমি zaheedwaheed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস