উইন্ডোজ ৮.১, ৮ কিংবা ৭ সেটআপ দেয়ার পর হার্ডডিস্কের এক বা একাধিক ড্রাইভ খুঁজে পাচ্ছেন না?

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। উইন্ডোজ ৮.১, ৮ অথবা ৭ সেটআপ দেয়ার পরে হার্ডডিস্কের এক বা একাধিক ড্রাইভ হারিয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন সে ব্যাপারে লিখব। প্রথমেই বলে রাখি এ বিষয়ে খুঁজে কোন টিউন পাই নি। তারপরও বিষয়টি নিয়ে টিউন করে থাকলে জানাবেন।

প্রথমে কি-বোর্ড এর Start+E চেপে অথবা টাস্ক বারের ফোল্ডার আইকনটিতে ক্লিক করে This Pc (My Computer) উইন্ডোটি খুলুন। উল্লেখ্য, উইন্ডোজ ৮.১ এ My Computer কে This Pc নামকরণ করা হয়েছে। তারপর This Pc (My Computer) এ কার্সর রেখে Right Button ক্লিক করুন।

এরপর Manage সিলেক্ট করুন।

Computer Management নামে একটি উইন্ডো খুলবে। উইন্ডোর বাম পাশ থেকে Disk Management এ ক্লিক করুন।

উইন্ডোতে আপনার পিসির Drive গুলো প্রদর্শিত হবে। লক্ষ্য করুন যে ড্রাইভটি খুঁজে পাচ্ছেন না, তার পাশে কোন ইংরেজী Letter Assign করা নেই। ছবিতে Others এর ক্ষেত্রে যা হয়েছে। সেটআপ দেয়ার পর অনেক সময় Drive গুলোর নাম মুছে গিয়ে Local Disk C, D, E ইত্যাদি নামে প্রদর্শিত হয়।

যাক, যে Drive টিতে সমস্যা সেটিতে কার্সর রেখে Right button ক্লিক করুন।

Change Drive Letter and Paths এ ক্লিক করুন।

নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে Add এ ক্লিক করুন।

দেখুন, কম্পিউটার নিজেই একটি Letter Assign করে রেখেছে। আপনি চাইলে অ্যারোতে ক্লিক করে অন্য Letter ও use করতে পারেন। বলে রাখা ভাল,  আপনার Removeable Disk গুলো খুলে রাখুন তাহলে বাকী Drive গুলোর সাথে মিলিয়ে Letter Assign করতে পারবেন। নতুবা Removable Disk গুলোর সাথে Assign করার পরবর্তী Letter Assign করতে হবে। কাঙ্খিত Letter টি সিলেক্ট করে OK ক্লিক করুন।

লক্ষ্য করুন আপনার কাঙ্খিত Drive টির পাশে একটি Letter Assign হয়ে গেছে। এবার উইন্ডোটি Close করে বেরিয়ে আসুন।

My Computer বা This Pc Open করে দেখুন Drive টি পাওয়া গেল কিনা?

কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ্ হাফেজ।

Level New

আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai windows dile hard drive hide hoi keno bolben aktu.. ami windows 7 use kore.. 1 terabye hard disk amr.. plssssssssssssssssssssssssssss

    Level New

    @toukir: পুরো হার্ড ড্রাইডিস্কই হাইড হয়ে যায়, না কি বিশেষ কোন ড্রাইভ?

      Level 0

      @Razu: নিদিষ্ট একটি ড্রাইভ ।। আপনি যে পধতি দেখালেন ।আমি এভাবে ওপেন করি উইন্ডোজ দেয়ার পর।।

        Level New

        অনেকদিন ব্যবহার করার পর কোন কারণে কোন এক বা একাধিক ড্রাইভ ভেঙ্গে বা ডিলেট করে নতুন করে ড্রাইভ গঠন করলে এ সমস্যা হতে পারে।

          Level 0

          @Razu: amar notun HDD ..

সুন্দর টিউন, তবে স্কিন শর্টগুলো আরো বড়ো হলে ভালো হতো।

    Level New

    @মাহমুদ কলি।: পরামর্শের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো ভালো স্ক্রীন শর্ট দেয়ার চেষ্টা করবো।

Level 0

Raz আপনার এই সুন্দর টিপস টিউনটি আর দুদিন আগে পেলে আমার খুব উপকার হত । কারন জানালা 8.1 ইনষ্টল করার পর দেখি আমার হার্ডডিস্ক এর ১টি ড্রাইভ নাই বাধ্য হয়ে পুরো হার্ডডিস্ক রিফরমেট করেছি । ধন্যবাদ আপনাকে ।

    Level New

    @Mustafa: আপনাকেও ধন্যবাদ। বিষয়টি নিয়ে অনেক দিন আগে থেকেই লিখব ভাবছিলাম। কিন্তু অলসতার কারণে লিখা হয় নি। দু:খিত।

@ Razu: আমার সমস্যা এটকু অন্য রকম। আমার হার্ডডিস্ক এর ৬ টা ড্রাইভ তার মধ্যে ৩ টা ড্রাইভ Format চাই। নতুন করে উইন্ডোজ সেটআপ দিছি, কাজ হয় নাই।

    Level New

    @Shamim Al-Amin: @Shamim Al-Amin: দু:খিত এ সমস্যার Ultimate কোন solution আমার জানা নেই। অভিজ্ঞ কারো সহযোগিতা নিতে পারেন।

Level 2

ভাই আমার নতুন ল্যাপটপ এ একটা ড্রাইভ হিডেন ছিল। আপনার পদ্ধতিতে তা unhidden করেছি। ড্রাইভটার নাম ছিল system reserved, সাইজ 100 MB. ড্রাইভটার ভিতর boot রিলেটেড কিছু ফাইল আছে। ড্রাইভটা ফরম্যাট হচ্ছে না। কিন্তু আমি ওই ড্রাইভ অন্য ড্রাইভ এর সাথে অ্যাড করতে চাই। কি করব?????????

    Level New

    @ssarkar: এ 100MB আপনাকে ছাড় দিতে হবে। 🙁 এগুলো ব্যবহার করা যাবে না। system এর জন্য reserve থাকবে।

Level 2

কিন্তু ওই ড্রাইভ টা অন্য ড্রাইভ এর সাথে অ্যাড করা যাবে না? আর অন্য প্রতিটা ড্রাইভ format করার পরেও 96.6 MB করে জায়গা used দেখাচ্ছে যদিও পুরা ড্রাইভ ফাকা।