DVD RW নাই, তাই Windows 8 থেকে Windows 7 Setup দিতে পারতেসি না । Help Please…

আমার laptop -

1) Company - Toshiba

2) windos 8

3) full-touch

4) No DVD RW

5) বিদেশ থেকে পাঠানো হয়েছে

Pendrive দিয়ে setup দেয়ার সব proces ই TT থেকে দেখে করলাম, কিন্তু restart দেয়ার পর normally windows 8 চালু হয়ে যায় । অন্য computer এর মত "please press any button to continue from dvd" - এই ধরনের কোন কিছু show করেনা । এমনকি অন্য computer এ restart দিলে কাল window এর নিচের দিকে bios/boot menu আনার জন্য F10/DEL/F12 এই ধরনের কিছু লিখা থাকে, যা আমার টা তে দেখায় না। একটা word ও লিখা থাকে না ঐ খানে। তবে আমি windows 8 এর ভিতরের settings এর সাহায্যে bios এ গিয়ে boot এর জন্য first device usb করে দিসি, তার পর ও কিছু হয় নাই।

আবার আরেকটা problem ও আছে, pendrive এর সব কিছু shortcut file হয়ে যাচ্ছে । anti virus একটা virus delete করতে পারে, কিন্তু shortcut file আগের মত ই থাকে। google এ search দিয়ে একটা কাজ করছি, কিন্তু কাজ হয় নাই । এইটার কারনেই কি setup টা হচ্ছে না?

এখন আমি কি করতে পারি ?

Level 0

আমি Magichian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার এফবি আইডি দেন

ভাই কি আর বলব আমি 3 দিন ধরে নেট ঘেটে ও এই মডেলের লেপ্টপ এ 8 ভেঙ্গে 7 দিতে পারিনি। পরে 8 টি দিতে হলো। আপনি বলবেন কেমন।
https://www.facebook.com/torikul.smart

এখানে দুইটা পোস্ট আছে দেখেন পারবেন । একদম সহজ । http://www.bestwapbd.com/site_12.html

না পারলে আমার ফেসবুক আইডি দেব । আগে নিজে চেষ্টা করে সেখেন । আমার মোবাইল নাম্বার ০১৯২৬৫৭৮৮২১

Level 0

Shortcut problem fix করতে avg internet security ব্যাবহার করতে পারেন।আমার পেইড কাস্পারিস্কি পারেনাই, avg কিন্তু পেরেছে।

Level 2

সবাইত আইডি আর ফোন নম্বরই দিল কাজ হলকি? এসম্বধে আমার অনে ধারনা আছে এবং আমার কাছে একাজ শতবার এসেছে আমি সমাধান করে দিয়েছি ।সবাইত মনেহয় পারে থাক আমি আর কিচু বলমুনা।

Level 0

আপনার বায়োস সেটিং ঠিক ভাবে হয় নাই, সেটা ঠিক করেন, আর পেনড্রাইভ দিয়ে বুট করালে Press any key…… এর মত কোন অপশন আসবে না। পিসি চালুর সময় Del, Esc, F2, F10 অথবা F12 দিয়ে Try করবেন এর মধ্যে যে কোন একটা দিয়ে বুট ডিভাইস শো করবে। আপনার পিসিতে পেনড্রাইভ কানেক্ট করে রিস্টার্ট দিন, এবার যে কি দ্বারা বুট ডিভাইস শো করে সেটা চেপে বুট ডিভাইসে যান, ওখানে আপনার পেনড্রাইভের নাম শো করবে, সেটা সিলেক্ট করে এন্টার কি চাপলেই Windows is Loading Files দেখতে পাবেন। ধন্যবাদ

    Level 0

    আপনাকে ধন্যবাদ । আমারা সাধারনত computer এ first boot device “DVD” দেয়া থাকলে, যে কোন DVD ধুকানো থাকলে-ই “press any key….” এটা শো করে । কিন্তু আমার টা তে তো “USB” select করার পর ও কিছু ই দেখায় না । এটা কি “shortcut file” problem এর কারনে হচ্ছে?

@SK Shagar: আমি এই ভাবেও দেখেছিলাম হইনাই ভাই

Level 0

তাহলে হয়তো আপনার বায়োসে বুট ফ্রম ইউ এস বি ডিজেবল করা আছে

Level 0

না রে ভাই !!! এটা আলাদা ডিভিডি ড্রাইভ দিয়ে সেটাপ দিতে হবে

আমাকে আপনার ফোন নং সহ মেইল করুন। [email protected]

Level 0

booot option theke secure bott disable kore othoba ata na thakle boot option theke khuje legacy boot dite hobe…not secure or both..thn it will boot from usb