উইন্ডোজ ফোনের সুবিধা অসুবিধা (উইন্ডোজ ফোন ৮.১)

আমরা অনেকেই দীর্ঘ সময় ধরে এন্ড্রয়েড ব্যাবহার করছি । এন্ড্রয়েড এর প্রচুর সুবিধা আছে তবে অনেক দিন ব্যাবহার এর ফলে অনেকটা একঘেয়ামি চলে এসেছে । অনেকেই হয়তো টিভিতে অ্যাড দেখে বা বন্ধু-বান্ধবের কাছে শুনে উইন্ডোজ ফোন কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন । তাদের জন্যই মুলত আমার এই টিউন । আমি এখানে উইন্ডোজ ফোন এর ভাল খারাপ দিক তুলে ধরবো

প্রথমেই জেনে নেই উইন্ডোজ ফোন এর অনন্য ফিচারগুলো যার কারনে আপনি উইন্ডোজ ফোন কিনবেন

১. কর্টানা – উইন্ডোজ ফোন ৮.১ এ কর্টানা নামক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যোগ হয়েছে । যার কাজ আপনার প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তোলা। এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে তবে এখনই এটা আইফোন সিরি বা গুগল নাওকে হার মানায় । ইউটিউবে কর্টানা চ্যালেঞ্জগুলো দেখতে পারেন -https://www.youtube.com/watch?v=-HJodK56EsU

২. ক্যামেরা – আমরা সকলেই জানি নোকিয়া ১০২০ ফোনের ক্যামেরার কথা । এখন পর্যন্ত এটাই স্মার্টফোনের সবচেয়ে ভাল ক্যামেরা । এছাড়াও লুমিয়া ৭২০, ৮২০, ৯২০, ৯২৫, ১৫২০ ইত্যাদি ফোনগুলোর ক্যামেরাও যথেষ্ট ভাল মানের । এগুলো সহজেই আইফোন ৫ বা স্যামসাং গালাক্সির মতো ফোনের সাথে কম্পেয়ার করা যায় । এই পেজে ভিডিওগুলো দেখতে পারেন - http://www.windowsphone.com/en-us/cmpn/windows-phone-challenge

৩. স্টোর - উইন্ডোজ ফোনের স্টোরে রয়েছে প্রচুর অ্যাপ । যার মাঝ থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দের অ্যাপ খুঁজে নিতে পারেন । অনেকে বলে উইন্ডোজ স্টোরে যথেষ্ট অ্যাপ নেই কথাটা আসলে সম্পূর্ণ ভুল । আপনার প্রয়োজনীয় অ্যাপ দ্বারা প্রতিনিয়তই উইন্ডোজ অ্যাপ স্টোর সমৃদ্ধ হচ্ছে ।

৪. লাইভ টাইলস – এটা উইন্ডোজ ফোনের একটি অনন্য ফিচার যা অন্য কোন ফোনে নেই । এটা দেখতে খুবই চমৎকার এবং এর জন্য ফোন কখনো স্লো হয় না । সব ফিচার গুলো আপনি এই লিঙ্কে দেখতে পারেন –
http://www.windowsphone.com/en-us/features

৫. অফলাইন ম্যাপ – আইফোনের মত উইন্ডোজ ফোনেও রয়েছে অফ্লাইন ম্যাপ । অর্থাৎ আপনি নেট কানেকশন ছাড়াই ম্যাপ ব্যাবহার করতে পারবেন । এটা এন্ড্রয়েড এর বেশিরভাগ ফোনেই অনুপস্থিত

৬. বাংলা কীবোর্ড – উইন্ডোজ ফোনের এই বিষয়টি আমার সবচেয়ে ভাল লেগেছে । উইন্ডোজ ফোন ৮.১ এ দেয়া হয়েছে অফিসিয়াল বাংলা কীবোর্ড যা সকল স্মার্টফোনের মাঝে প্রথম । উইন্ডোজ ফোনে তাই পৃথিবীর প্রায় সকল ভাষা উন্মুক্ত

এছাড়াও উইন্ডোজ ফোনকে বলা হয় The World’s Most Personal Smartphone কারন এই ফোনকে আপনি আপনার মনের মত খুব সহজেই সাজিয়ে রাখতে পারবেন ।

এতক্ষন উইন্ডোজ ফোনের ভাল দিকগুলো নিয়ে আলোচনা করলাম । এবার আসছি উইন্ডোজ ফোনের সমস্যাগুলো নিয়ে

১. ন্যাটিভ 3G ভিডিও কল – উইন্ডোজ ফোনে ডাইরেক্ট থ্রিজি ভিডিও কল নেই এর কারন উন্নত বিশ্ব এই ডায়রেক্ট থ্রিজি ভিডিও কলের যুগ অনেক আগেই পার করে এসেছে । এর মান যেমন খারাপ তেমনি ভিডিও কোয়ালিটিও ভাল নয় এর জন্য উন্নত দেশগুলোতে মানুষ এখন স্কাইপ ব্যাবহার বেশি করে কারন স্কাইপ সাশ্রয়ী এবং মানও যথেষ্ট তাই উইন্ডোজ ফোনে ডাইরেক্ট থ্রিজি ভিডিও কল রাখা হয়নি । তবে আমরা নতুন থ্রিজি ব্যবহার করছি বলে আমাদের এই ব্যাপারে আগ্রহ বেশি তাই ডাইরেক্ট থ্রিজি ভিডিও কল খুব বেশি প্রয়োজন হলে আপনি অবশ্যই উইন্ডোজ ফোন কিনবেন না ।

২. ফ্ল্যাশ প্লেয়ার – ফ্ল্যাশ প্লেয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় এর দ্বারা আপনি লাইভ টিভি দেখতে পারবেন । তবে ফ্ল্যাশ প্লেয়ার উইন্ডোজ ফোনে নেই । যদিও আপনি বিভিন্ন অ্যাপ এর মাদ্ধ্যমে দেশি ও বিদেশি বিভিন্ন টিভি চ্যানেল দেখতে পারবেন তবে এক্ষেত্রে আপনার মেগাবাইট একটু বেশিই খরচ হবে । তবে ইউটিউব বা অন্যান্য সাইটে ভিডিও দেখতে আপনার কোন সমস্যা হবে না

৩. ব্রাউজার – উইন্ডোজ ফোনে আপনি গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার পাবেন না তবে অন্যান্য প্রায় সব ব্রাউজারই আপনি পাবেন ।

আপাতাত এই তিনটিই মূল ও বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে । আপনি উইন্ডোজ ফোন কেনার সময় অবশ্যই ভেবেচিন্তে কিনবেন ।

আর ছোট্ট একটা টিপস আপনাদের দেই উইন্ডোজ ফোন সেকেন্ডহ্যান্ড কিনতে গেলে অবশ্যই উইন্ডোজ ফোন ৮ সাপোর্টেড ফোন কিনবেন কারন লুমিয়া ৭১০ বা ৫১০ সিরিজের ফোন গুলো আপনি উইন্ডোজ ফোন ৮ বা ৮.১ এ আপগ্রেড করতে পারবেন না । সেক্ষেত্রে আপনার অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে । আর উইন্ডোজ ফোন কেনার আগে উইন্ডোজ ফোনের অফিসিয়াল সাইট Windowsphone.com থেকে ঘুরে আসুন যেখানে আপনি সহজেই উইন্ডোজ ফোন সম্পর্কে ভাল ধারনা পাবেন ।

বিঃ দ্রঃ - কেউ মনে করবেন না আমি এই পোস্টে আন্ড্রয়েডকে খারাপ বলে মন্তব্য করেছি । প্রতিটি অপারেটিং সিস্টেমের নিজস্ব বিশিষ্ট্য আছে । এগুলো একটা আরেকটার সাথে কোন মিল না থাকাই স্বাভাবিক ।

আজ এই পর্যন্তই । সকলে ভালো থাকবেন । উইন্ডোজ ফোনের যে কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন । সকলের গঠনমূলক সমালোচনা আশা করছি

ফেসবুকে আমি – facebook.com/ravenous10
উইন্ডোজ ফোনের যাবতীয় সমস্যা সমাধানের জন্য ফেসবুক গ্রুপ - https://www.facebook.com/groups/602189933209033/

Level 0

আমি মোঃ হাসানুর রহমান স্বরূপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ami kinbo

    Level 0

    @felu da: Naaa ! A hote pare na. Apni issa kore bipode porte paren na. Ata manobota birodhi desher ain er biruddhay…

Level 0

ভাই আমি অনেক দিন ধরে android phone use করছি। আমার android TAB ও আছে। আমরা সবাই জানি যে android os Best. কিন্তু তবুও আমার একটা windows phone কেনার ইচ্ছা আছে।

    @Naiem: @Naiem অবশ্যই আমারা প্রায় বেশির ভাগ মানুষই আন্ড্রয়েড ব্যাবহার করেছি । আর নতুন স্বাদ নেয়ার জন্যই উইন্ডোজ ফোনে আসা । আশা করি উইন্ডোজ ফোন কিনে আশাহত হবেন না 🙂

@felu da অবশ্যই । তবে কেনার আগে ভালো মতো খোঁজ খবর নিয়ে কিনবেন ।
@Tanjamin যাক আপনি তাহলে মানবতা আর আইন এর পক্ষে আছেন :p 😀

Level 0

নোকিয়া লুমিয়া 1320 ৮.১ এ উন্নীত করার পর কি ওটিজি সার্পোট করবে? ।
আমাদের দেশে কবে নাগাদ ৮.১ এ উন্নীত করা যাবে?

ওভারঅল নোকিয়া লুমিয়া ১৩২০ আমার কাছে ভালোই মনে হয় দাম অনুযায়ী জিপিইউ ভালো মনে হয়েছে,গরিলা গ্লাস আছে,লুকিং নট বেড।ছোট খাট প্রবলেম আমার কাছে যা মনে তা হলো বেটারি নট রিমুভএবল, আর ক্যামেরা ৫ মেগাপিকসেল, কম আলোতে বোধ হয়ে ভালো ছবি আসবেনা।

    @S Rahman: ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
    সব দেশেই ৮.১ পরীক্ষামূলক আপডেট চলে এসেছে । আমি নিজেই ১লা বৈশাখ থেকে ৮.১ চালাচ্ছি । হ্যাঁ ৮.১ এর অফিসিয়াল আপডেট জুনের মধ্যেই সব দেশে চলে আসবে আর ৮.১ এর অফিসিয়াল আপডেটে ওটিজি সাপোর্ট করবে । লুমিয়া ১৩২০ এর ব্যাটারি নন রিমুভেবল তবে এটা কোন সমস্যাই না । আর ১৩২০ র ব্যাটারি ব্যাকআপ খুব ভালো । দাম অনুযায়ী এর কামেরাও যথেষ্ট

Level 2

Android OS to chinese phone eo ase kintu Windows OS ekta status maintain kore sob mobile nai.So it is best for it’s uniqueness.

    @saeedrony: ঠিক বলেছেন । 😀 এন্ড্রয়েড ফোন একটা রিকশাওয়ালার হাতেও দেখা যায় 😛

Level 0

নোকিয়া লুমিয়া 1320 ৮.১ এ উন্নীত করার পর কি এসডি কার্ডে এপস ইনস্টল হবে?

    @S Rahman: অবশ্যই এসডি কার্ডে অ্যাপ বা গেম ইন্সটল করা যাবে । তবে এসডি কার্ড ভাল মানের কিনলে ( অর্থাৎ ক্লাস ১০ বা ৬ ) বেশি ফাস্ট পারফর্মেন্স পাবেন

Level 0

সেপাই ব্রাদার -উত্তর দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি নিজে লুমিয়া কোন মডেল ইউজ করেন জানবেন প্লিজ। আপনি কি নিজে নিজে আপডেট করেছেন ৮.১ এ ? নাকি শোরুম থেকে করে দিয়েছে জানাবেন।
আপনি ৮.১ এ এই সময়ে ও টি জি সুবিধা পাচ্ছেন?
আর এপস বা গেম ও কি এসডি কার্ডে ইনস্টল করতে পারছেন?
এই সুবিধাগুলি পেলে আমার মনে হয় কিছু পাবলিক উইনডোজ ফোনে ঝাপ দেবে।আরো কিছু সুবিধা দরকার- যেমন বড় ফোনগুলিতে ফোন নাম্বার লিখতে গেলে দুই হাতই লাগে। মনে হয় 8.1 এ ও এই সুবিধা এড করতে পারে নাই।এনড্রয়েট ফোনে যেমন নাম্বার কিপেড লেফট রাইট স্ক্রল করতে পারা যায়। আমার মনে হয় খুব দ্রুতই উইনডোজ ফোন মার্কেট মাত করবে। কারন সুন্দরের জয় হবেই।আমি আপনার ফেসবুক গ্রুপে অংশগ্রহন করেছি।

    @S Rahman: আপনার প্রশ্ন তো অনেক গুলো 😀 উত্তর ১ – আমি লুমিয়া ৫২০ ব্যাবহার করি । ২. হ্যাঁ আমি ৮.১ নিজেই আপডেট দিয়েছি ১৪ই এপ্রিল ৩. ওটিজি জুনের মধ্যেই আসছে ৪. হ্যাঁ এসডি কার্ডে অ্যাপ ও গেম ইন্সটল করছি ৫. উইন্ডোজ ৮.১ এ আছে swipe keyboard সুতরাং লেখালেখিতে কোন সমস্যাই নেই । 😀

ভাই আমি Lumia 920 ব্যবহার করি। আমি Windows Phone 8.1 এ আপডেট দিতে চাই। কিন্তু গ্রামে বাসকরি। এখানে wifi নাই। Wifi ছাড়া mobile network এর মাধ্যমে কি আপডেট দেওয়া যাবে?

    @Md. Mashudur Rahman: না ভাই এই উপায়ে আপডেট দেয়া যাবে না । আপনি এক কাজ করতে পারেন অন্য কোন এন্ড্রয়েড বা উইন্ডোজ ফোন থেকে হটস্পট বানিয়ে তারপর আপনার ফোন আপডেট দিন । খুঁজে দেখুন আপনার কোন নিকট বন্ধুর কাছে হটস্পট সাপোর্টেড ফোন আছে কি না । কমেন্ট করার জন্য ধন্যবাদ

AMI NIJE PRAY 1 BOSOR HOTE LUMIA 520 USE KORI,AK KOTHAY COROM,ANDRYD HOTE AMR VALOI LAGE,SOB CEYE VALO ER LOOK R TITLE DISEGN GOLO,R 8.1 TO ASE =D

    @touhid rana: ভাই ৮.১ এক কথায় ফাটায়ে দিসে ! চরম করছে এখন উইন্ডোজ ফোন আমি ও ১ বছর যাবত ৫২০ ব্যাবহার করতেছি ।

hmm thik bolsen vi @sepai

আমি নকিয়া লূমিয়া ৯২০ ব্যবহার করতেছি। আমারটা এখন Lumia Black আপডেট করা আছে। আমি Phone Update > Check for Updates দিলে একটা ম্যাসেজ আসে .. your phone is update to date.
আপনি কি করে ৮.১ আপডেট দিলেন একটু বলবেন।

আপনি উপরে দেয়া ফেসবুক গ্রুপে জয়েন করেন সেখানে বিস্তারিত দেয়া আছে

Level 2

Bro amar lumia 720 handset ase. Kintu eta diye operator service use kore video call korte parsina.Sudhu skype diye hosse.Etar ki kono solution ase apnar kase?Ami oneker kase sunesi lumia diye naki operator service use kore video call kora jay na eta ki sotti?

খুব ভালো লাগল @সাইফুল ভাই

ভুল লিংকে কমেন্ট হইছে দুঃখিত