আসুন মিডরেন্জের একটি চমৎকার ফ্যাবলেট(হ্যান্ডসেট) এর সাথে পরিচিত হই!!

আজকের টেকবিশ্বে টেক নির্মাতারা হ্যান্ডসেট,ল্যাপটপ,ট্যাব,ফ্যাবলেট এর মত পন্য তৈরীতে যেন মেতে উঠেছে। তাদের প্রানান্তর চেষ্টায় প্রতিনিয়ত মানুষের হাতে হাতে পৌছে যাচ্ছে চমৎকার সব পন্য আর ধীরে ধীরে নয়,আমার তো মনে হচ্ছে খুব দ্রুতই বিশ্বের মানুষ এইসব পন্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। এর ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি মিডরেন্জের চমৎকার ফ্যাবলেট(হ্যান্ডসেট) এর সাথে। জাপানের টেক নির্মাতা "Mouse Computer" এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মিডরেন্জের এই চমৎকার ফ্যাবলেটটি উন্মোচন করেছে। এটি MADOSMA Q601 নামে বাজারজাত হবে।

আসুন এক নজরে দেখে নেই কি আছে এতে:

• Display 6.0-inch full HD (1920 x 1080)
• Processor (SoC): Qualcomm Snapdragon 617 (MSM8952)
• RAM: 3GB
• Storage capacity: 32GB (microSDXC maximum 128GB)
• Camera: The main 13 million pixels (F2.0 auto focus), front 5-megapixel (F2.4 Auto Focus)
• Battery Capacity: 3900mAh
• Body size, weight: 160 x 82.3 x 7.9mm, 176g (both approximate)
• Windows 10 OS
• Continuum, WiFi and Bluetooth Support
• Equipped with sensors: GPS / A-GPS / Glonass, NFC, acceleration / proximity / optical / electronic compass
• Extension terminal: USB-C (2.0), headphones
• Corresponding band, the domestic market is FDD-LTE 1/3/8/19/28 (B), TDD-LTE 41. WCDMA is 1/6/8/19. Overseas is FDD-LTE 1/2/3/4/7/8/28 (B), is a TDD-LTE 38/40/41.

ধারনা করা হচ্ছে ফ্যাবলেটটি দুএক মাসের মধ্যে বানিজ্যিকভাবে বিক্রি শুরু হবে আর এটির মুল্য হতে পারে প্রায় ২৪০ ইউএস ডলারের মত।

এই লিংক থেকে আপনারা MADOSMA Q601 এর একটি চমৎকার ভিডিও প্রিভিউ দেখতে পারেন https://www.youtube.com/watch?v=Q2CwPWt8SFM

Xiomi, HP, Acer, HTC এর পর Mouse Computer উইন্ডোজ ১০ চালিত হ্যান্ডসেট বাজারে আনল। আর এইভাবেই ধীরে ধীরে উইন্ডোজ মোবাইলের নতুন নতুন সম্ভবনাময় পথ তৈরী হচ্ছে বিশ্ব বাজারে। যার প্রতিফলন পড়েছে মোবাইল OS মার্কেট শেয়ারে। যেখানে দেখা যায়, উইন্ডোজ মোবাইলের মার্কেট শেয়ার জানুয়ারি থেকে ফেবরুয়ারী মাসে প্রায় ০.৭৫% বৃদ্ধি পেয়েছে। যার অন্যতম কারন হিসেবে দেখা হচ্ছে উইন্ডোজ ১০ এবং ইউনিভার্সাল অ্যাপ ধারনাকে। অ্যাপ নির্মাতারা ইউনিভার্সাল অ্যাপ ধারনার উপর ভর করে এখন প্রচুর অ্যাপ বানাচ্ছে। এখন দেখা যাক প্রতিযোগীতামুলক মার্কেটে উইন্ডোজ মোবাইল কিভাবে টিকে থাকে। যার উত্তর শুধুমাত্র সময়ের কাছেই আছে। আজ এই পর্যন্তই। শুভ কামনা রইল সবার প্রতি। আর হ্যা টিউমেন্টস্ করতে ভুলবেন না কিন্ত।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস