কেমন হয় যদি আপনার পিসি লক করা যায় একটি শর্টকাটের মাধ্যমে? মজার টিউন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারো হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আজ আপনাদের দেখা কিভাবে একটি শর্টকাট বানিয়ে সেটা দিয়ে পিসি লক করা যায়। টিউনটি অনেক ছোট কিন্তু অনেক মজার, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আগেই বলে রাখি এরকম টিউন আগে হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।

তো চলুন শুরু করা যাক......

  1. প্রথমে আপনার ডেস্কটপের খালি জায়গায় right বাটনে ক্লিক করে new>shortcut ক্লিক করুন।
  2. এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখান Type the location of the item বক্সে নিচে কোডটি বসান ঠিক নিচের চিত্রের মত।

rundll32 user32.dll,LockWorkStation

3. এবার next বাটনে ক্লিক করে shortcut name বক্সে আপনার  ইচ্ছেমত নাম দিয়ে(না দিলেও চলবে) finish বাটনে ক্লিক করুন।

ব্যাস! আপনার শর্টকাট তৈরি হয়ে গেছে। এবার এই শর্টকাটের উপর ডাবল ক্লিক করুন আর দেখুন ম্যাজিক!

কি? লক হয়েছে আপনার কম্পিউটার?

আপনি চাইলে এই শর্টকাটটি আপনার কুইক লাঞ্চ টুলবারেও যোগ করে নিতে পারেন।

আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।।

সময় হলে একবার আমার ব্লগটি থেকে ঘুরে আসার অনুরোধ রইল

Level 2

আমি অস্থির পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলার কিছুই নেই। আমার সাধারণ একজন মানুষ, চেস্টা করি সবাইকে খুশি রাখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট করেছেন

ধন্যবাদ। দারুন লাগলো

Level 0

Click windows key+L

Level 0

ধুর! লক করা শিখালেন কিন্তু আনলক করা শিখালেন না?
লক করার পর কিভাবে আনলক করতে হয়? এইটা জানানো দরকার ছিল