যা যা ডিসেবল করা দরকার উইন্ডোজ ১০ এ কারণ সহ পর্ব তিন

 

সুপ্রিয় টেকটিউনস,

পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আজ  তৃতীয় পর্বে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ কি Disable করেবেন আর কেনই বা Disable করবেন সে সম্পর্কে আলোচনা করা হবে।

কাজের সময় বিরক্ত করলে আমার মাথা খারাপ হয়ে যায়।
আশা করি সেটা আপনাদের হয় এই নতুন উইন্ডোস ১০ এ এত নোটিফিকেশন যে কাজের সময় সত্যি মাথা খারাপ করে দেয়।  চলুন তাহলে বন্ধ করি, এই বিরক্তিকর নোটিফিকেশন ম্যাসেজ।

কি করে খুব সহজে

[Windows Registry Editor Version 5.00

; Disable Popup Balloon Notifications
; Techtunes.com.bd

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"EnableBalloonTips"=dword:00000000]

[ ] এর মাঝের লেখাটা সেভ করুন নোটপ্যাডে আর। ফাইল Extension চেঞ্জ করেদিন। .txt থেকে  .reg ফাইল, আর রান করান ব্যাস হয়ে গেল। বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ।
না হলে ডাউনলোড করে নিন reg ফাইল আর রান করান ।।

বিরক্তিকর নোটিফিকেশন Disable করতে নিচের লিঙ্কে ক্লিক করুন আর ডাউনলোড করুন রেজিস্ট্রি ফাইল টা আর MERGE করান।

Disable Notification Registry File click HERE

পুনরায় চালু করতে চাইলে।

[Windows Registry Editor Version 5.00

; Re-enable Popup Balloon Notifications
; Techtunes.com.bd

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"EnableBalloonTips"=-]

[ ] এর মাঝের সেভ করুন নোটপ্যাডে আর। ফাইল Extension চেঞ্জ করেদিন। .txt থেকে  .reg ফাইল আর রান করান ব্যাস হয়ে গেল। নোটিফিকেশন পুনরায় চালু।

পুনরায় নোটিফিকেশন Disable করতে নিচের লিঙ্কে ক্লিক করুন আর ডাউনলোড করুন রেজিস্ট্রি ফাইল টা আর MERGE করান।

Re Enable Notification Registry File click HERE

কি করে করবেন, এই নিচের ছবির মতো ব্যাস

FIRST STEP

SECOND STEP

THIRD STEP

FOURTH STEP

DONE

 

না  এর পরের জিনিস টা DISABLE নয় ENABLE করব আমরা,
কারণ উইন্ডোস ১০ যখন অপসন হাইড আছে খালি শো করলেই ফানসান
চালু করা যায় তখন কেন করব না। আর সেটা যদি থিম হয় তো কথাই নয়।
উইণ্ডোস ১০ এ থিম কালার একটাই।
তাই চলুন চেঞ্জ করি।

কি করে
আরে চিন্তা করতে হবেনা খালি ডাউনলোড করেনিন এই reg ফাইলটা আর, merge করিয়া পেয়ে যান ডার্ক থিম,
ডাউনলোড করতে click HERE
আর লাইট থিম, ডাউনলোড করেনিন এই reg ফাইলটা আর, merge করিয়া পেয়ে যান লাইট থিম।
ডাউনলোড করতে click HERE
কি করে করবেন, আগের মতই খালি MERGE করতে হবে ব্যাস.

DARK THEME PREVIEW

LIGHT THEME PREVIEW

 

ও হ্যা লাল মার্কড জায়গা On রাখলে স্টার্ট মেনু টা দেখতে ভালো লাগবে। করে দেখতে পারেন।

 

এই টিউন টি করতে আমাকে কেউ রিকোয়েস্ট করেনি তবু আমার মনে হলো,
যে প্রতেকের একটা ধৈর্য বলে জিনিস থাকে আর সেটা ভাঙলে কি হয় তা আশা করি আর বলতে হবেনা।
এটা জানানো আমার কর্তব্য বলে মনে হল তাই এই টিউনটি করলাম। 
অবশ্যই টিউমেন্ট করবেন আর দয়া করে সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও। 
ব্যক্তিগত মতামত দিবেন [সেটাতো আপনার ব্যক্তিগত ব্যপার দিতেই পারেন,] 
ভালো লাগবে আর আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।  
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। 
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি থুড়ি টেকটিউন তো আছে।

বি:দ্র: আপনার যদি মনে হয়,আপনি নাও DISABLE  বা ENABLE করতে পারেন Setting টি কারণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি কারো ব্যক্তিগত ব্যাপার এ হস্তক্ষেপ করতে চাই না।

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই উইন্ডোজ ১০ এর নতুন ব্রাউজার মাইক্রোসফট্‌ এজ এ অ্যাড ব্লক করতে পারছি না । অনেক এক্সটেনশন ব্যবহার করছি কিন্তু কাজ হয় না । যদি কোন সমাধান জানা থাকে তাহলে তা শেয়ার করলে উপকৃত হতাম ।

অনেক অনেক থ্যাঙ্কস, আশা করি মাইক্রোসফট এর প্রোডাক্ট এর ব্যাপারে আপনার থেকে আরও হেল্প পাব ।

সুপ্রিয় অভিষেক হাজরা,

খুবিই গুরুত্বপূর্ণ সিরিজ টিউনের জন্য অনেক ধন্যবাদ।

যদি সম্ভব হয় তবে একটি উপকার করুন।

softwareDragon Naturally Speaking Premium Version 13 for windows হলো speech to text সফট্ওয়্যার।

এই সফট্ওয়্যারটি সরাসরি মূল সাইট http://www.nuance.com/ হতে ক্রয় করতে হয়, ট্রায়াল কোন ভার্সন নেই। দাম মাত্র ১৪৯ ডলার ):

টেকটিউনসের কোন সহৃদয় ব্যবহারকারীর কাছে সফট্ওয়্যারটি থাকলে দয়া করে সেটি টেকটিউনসের মাধ্যমে সকলের সাথে শেয়ার করলে আমরা সকলে খুব উপকৃত হতাম।

কাজের টিপস ।

চমৎকার টিউন

    জুবায়ের আহমেদ ভাই ধন্যবাদ কমেন্টের জন্য।
    প্রবলেম হলে বলবেন কিন্তু ;ধন্যবাদ পাশে থাকার জন্য।

ভাল হইছে 😀

ভাই আমার reg ফাইল নরমাল টেক্সটপ্যাডে ওপেন হচ্ছে !!! কি কবব ?

    আব্দুল্লাহ ইমরান ভাই
    Right Click ON File > Open with > Registry Editor > select yes

    আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে।
    ধন্যবাদ কমেন্টের জন্য।
    প্রবলেম হলে বলবেন কিন্তু ;
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি কিছু দিন আগে উইন্ডোজ ১০(৬৪ বিট) SETUP দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হল আমি কোন ড্রাইভার বিশেষ করে ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার + অন্যান্য আরও অনেক প্রয়োজনীয় ড্রাইভার SETUP দিতেই পারি নি (setup যে ২ একটা নিয়েছিল কাজ করে নি), যে ড্রাইভার গুলা উইন্ডোজ SETUP এর পর সাধারণত SETUP দিতে হয়। আপনার কি এর কোন সমাধান জানা আছে? জানলে জানাবেন please! আমি HP Pro-Book 450 G1 ল্যাপটপ ব্যবহার করি। আমার CPU : 4702MQ.

আমাকে ইমেইল করতে পারেন (যদি চান) : [email protected]