Can’t connect to this network কানেকশন করতে পারছেন না নিয়ে নিন সমাধান

প্রিয় টেকটিউনস ইউজার সবাইকে শুভেচ্চা ও অভিন্দন জানিয়ে শুরু করছি।

আধুনিক যুগে আমরা সবাই কম্পিউটারের সাথে জড়িত। আর এই আধুনিক যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ খুজে পাওয়া খুবই কঠিন। আর এই আধুনিক যুগে ইন্টারনেট ব্যবহারও প্রযুক্তিও হয়ে উঠেছে আধুনিক।

আর এই আধুনিক যুগে কমবেশি বড় বড় হোটেল, শপিং কমপ্লেক্স, এয়ারপোর্ট ও বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই জোনের ব্যব্স্থা রয়েছে। এ অবস্থায় আপনার কম্পিউটার যদি ওয়াইফাই কাজ না করে তাহলে আপনি কি করবেন। নতুন করে উইনডোস দিবেন না ওয়াইফাই সফটওয়্যারটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন।  নিচের চিত্রে মত দেখাচ্ছে Can't connect to this network
নো টেনশন খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। আমার দেখানো কাজটি করার আগে আপনার ওয়াইফাই কানেক্ট থেকে ওয়াইফাইটাকে ফরগট করে দিয়ে দেখতে পারেন। যদি তাতে না হয় তাহলে টিউনের মত করে কাজটি করে সমাধান করতে পারেন।

কাজটি করার জন্য প্রথমে কমান্ড প্রমপট খুলুন, কমান্ড প্রমপট খুলতে স্টার্ট বারের উপর রাইড বাটন ক্লিক করুন। নিচের চিত্রের মত

এর পর এই কমান্ড পেষ্ট করে এন্টার চাপুন reg delete HKCR\CLSID\{988248f3-a1ad-49bf-9170-676cbbc36ba3} /va /f নিচের চিত্রের মত করে

পরে স্টেপে এই কমান্ডটি পেষ্ট করে এন্টার চাপুন netcfg -v -u dni_dne নিচের চিত্রের মত করে

এখন কম্পিউটারটি রিস্টার্ট করুন। এরপর আপনার ওয়াইফাই অন করে কানেক্ট করুন কিছুক্ষনের মধ্যে কানেকশন হয়ে যাবে। এখন আপনি খুব সহজে আপনার ওয়াইফাই জোন থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করতে পারবেন।

টিউনটি সুন্দর ভাবে পড়ার জন্য

ধন্যবাদ

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস