নিয়ে এলাম আপনার পিসির জন্য অতি প্রয়োজনিও ১২ টি সফটওয়্যার [পর্ব ৬]।। আমার পিসি থেকে আপনাদের প্রয়োজনের কথা ভেবে বাছাই করা সেরা কিছু সফটওয়্যার [ A Booster Collection For Your Windows ]

———————–—বিসমিল্লাহির রাহমানির রাহিম ————————–—

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আপনাদের কাছে টিউন নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল কারন আমি একটু অসুস্থ ছিলাম। তবে আপনাদের দোয়ায় এখন একটু সুস্থ আছি তাই আপনাদের ভালবাসার টানে ফিরে এলাম Techtunes এ।। বরাবরের মত আজও আপনাদের জন্য নিয়ে এলাম কিছু প্রয়োজনীয় সফটওয়্যার যা আপনাদের অবশ্যই ভাল লাগবে। চলুন তাহলে দেখে নেই কি থাকছে আজকের পর্বে আপনাদের জন্য।।

টিউনটিতে কোন ভুল থাকলে ঠিক করে দেয়া হবে। টিউনটি অনেক বড় হওয়ায় কিছু ভুল হতে পারে তাছাড়া আমি অভ্র কিবোর্ড এর ফোনেটিক ব্যবহার করি বলেও ভুল হবার সম্ভাবনা থাকে

Guitar

মন খারাপ ভাই ?? তাহলে আর দেরি না করে নীচ থেকে গিটার সফটওয়্যারটি ডাউনলোড করে টুং টুং করে বাজাতে থাকেন।। কথা দিলাম আপনার মন ভাল হয়ে যাবে নিমিষেই।। একদম অরিজিনাল গিটার এর মত সাউন্ড করে এটি।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

iPadian

আপনার উইন্ডোজ পিসিতে একটু  iPad এর স্বাদ নিন এই সফটওয়্যারের সাহায্যে।। এটি কোন আইকন প্যাক না এটি Bluestacks এর মত আলাদা একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনার উইন্ডোজ পিসিতে iPad এর কিছু অ্যাপ চালাতে পারবেন।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Volume Mouse Control

এই সফটওয়্যারটি আপনার পিসিতে কাজ করার সময় মাউস দিয়ে সরাসরি ভলিউম কন্ট্রোল করতে সাহায্য করবে।। যেমন আপনি মাউসের রাইট বাটন চেপে রেখে হুইল ঘুরিয়ে ভলিউম কন্ট্রোল করতে পারবেন

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

৩২ বিট

 ৬৪ বিট 

Photoscape

যারা ফটোশপ ব্যবহার করতে পছন্দ করেন না তাদের জন্য ছবি নিয়ে কাজ করার জন্য এর চেয়ে ভাল কোন সফটওয়্যার আছে কিনা আমার জানা নেই।। ছবি এডিট করার জন্য আমার কাছে বেস্ট সফটওয়্যার এটি।। আপনি এটা দিয়ে আপনার ছবিকে যেভাবে ইচ্ছে কাজ করে নিতে পারেন।। এটা ব্যবহার করা পানির মত সহজ।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Easy Image Modifier

আমাদের অনেক সময় ছবি রিসাইজ করা বা ছবির এমবি কমানোর দরকার হয়।। আপনি ইচ্ছে করলে হাজার হাজার ছবি রিসাইজ করে বা এমবি কমিয়ে নিতে পারেন এক ক্লিকেই।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

DU Meter

আমার পছন্দের অসাধারণ একটি সফটওয়্যার এটি।। যে কারনে আপনার কাছে অসাধানার হতে পারে এটি

  • এটি ব্যবহার করে আপনি টাস্কবার এ ইন্টারনেট স্প্রীড দেখতে পারবেন

  • ধরুন আপনার মডেম এ ১০ এমবি আছে ১০ এমবি শেষ হলে আপনার সিম থেকে টাকা কাটা শুরু হবে। আপনি ইচ্ছে করলে এই সফটওয়্যারের সাহায্যে ৯ এমবি বাবহারের পর ইন্টারনেট সার্ভিস অটো ব্লক করে দিয়ে আপনার টাকা সেইভ করতে পারেন

  • আমাদের অজান্তেই অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ইন্টারনেট ব্যবহার করতে থাকে আপনি সেটা হয়ত খেয়াল করেন না, এখন থেকে আপনি এই সফটওয়্যারটির সাহায্যে ১ এমবি ব্যবহার এর পর পর বিপ শোনার বাবস্থা করতে পারেন।। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন না তখন বিপ শোনার সাথে সাথে নেট অফ করে দিবেন

  • এটি সম্পূর্ণ ফ্রী ভার্সন

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

USB Vaccine

আপনার পিসিতে ভাইরাস আক্রমনের ভয়ে কি পেনড্রাইভ ঢুকাতে চান না।। তাহলে এখন থেকে আর ভয় নেই।। এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসিতে একটা ভাক্সিন দিয়ে দিন তাহলেই খেল খতম মানে আর আপনার কোন ভাইরাস এর ভয় নেই।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

PDF Password Recovery

আমারা অনেকেই অনলাইন থেকে PDF বই ডাউনলোড করি। কিন্তু দুঃখের বিষয় হল মাঝে মাঝে ফাইলগুলো Password দেয়া থাকে।। এখন থেকে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার ফাইলের Password রিমুভ করে দিতে পারেন খুব সহজে।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

 Bisiness Softwar

যারা বিজনেস করেন তাদের জন্য এই সফটওয়্যারটি।। আপনি এই সফটওয়্যারটির সাহায্যে আপনার দোকানের সকন জিনিসের হিসাব নিকাস পরিচালনা করতে পারেন খুব সহজে।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Image to text

ছবি থেকে লেখায় রুপান্তর করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার এটি।। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি  যেকোনো ছবি থেকে লেখায় রুপান্তর করতে পারবেন সহজেই

 

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Pdf to Word

Pdf থেকে আমরা সাধারনত কিছু কপি করতে পারি না।। কিন্তু এখন থেকে এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই যেকোনো ডকুমেন্ট থেকে লেখা কপি করতে পারবেন।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Advanced System Care

এটার উপকারিতা সম্পর্কে এক কথায় বলা যার যে এটা আপনার পিসিতে একজন এমবিবিএস ডাক্তার এর কাজ করবে।। আপনার পিসির সিস্টেম এর যত কেয়ার নেয়া দরকার তা এই মামা একাই নিতে সক্ষম।। স্ক্রীনশট দেখে বাকিটা বুঝে নিন।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

 IObit Malware Fighter 4 Beta

আপনার পিসি থেকে Malware ঝাঁটিয়ে বিদায় করে দিতে সক্ষম এই সফটওয়্যারটি।।  IObit এর সকল সফটওয়্যারই ভাল লাগে আমার।।

আশা করি আপনাদেরও অনেক ভাল লাগবে।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Windows Manager

উইন্ডোজ ব্যবহার করেন অথচ উইন্ডোজ এর ম্যানেজার নাই এমন অভাগা কেউ যদি থাকেন তাহলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার উইন্ডোজকে সহজেই ম্যানেজ করুন।।   আশা করি আমার বুঝিয়ে দিতে হবেনা।।

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

Windows 7 Manager
 

Windows 8 Manager

Windows 10 Manager

আগের টিউনগুলো যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন

কিছু বলার ছিল আপনাদের

  • এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউনমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউনমেণ্টের অপেক্ষায় থাকলাম
  • আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।
  • আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"
  • সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।
আমাকে ফেইসবুকে খুজে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune but if u explain a little for those soft ,it will be great .can u say something “Advanced System Care “. it pic cant show .thank u